মুম্বই : টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী এবং প্রাক্তন 'বিগ বস' প্রতিযোগী কামিয়া পঞ্জাবী (Kamya Punjabi) খুব শীঘ্রই যোগ দিতে চলেছেন রাজনীতিতে। সম্প্রতি বেশ কিছু সূত্র থেকে এমনই খবর পাওয়া যাচ্ছে যে, তিনি খুব শীঘ্রই কংগ্রেসে যোগ দিতে চলেছেন। যদিও অভিনেত্রী কামিয়া পঞ্জাবীর পক্ষ থেকে এই খবরে এখনও কোনও শিলমোহর দেওয়া হয়নি।


সম্প্রতি একটি সূত্র থেকে জানা গিয়েছে, অভিনেত্রী কামিয়া পঞ্জাবী বরাবরই রাজনীতিতে যোগ দিতে চাইতেন। কাজের ব্যস্ততার কারণে এতদিন তিনি সক্রিয়ভাবে রাজনীতিতে আসতে পারেননি। এখন তাঁর টেলিভিশন শো 'শক্তি - অস্তিস্ব কে অ্যাহেসাস কি' শেষ হয়ে গিয়েছে। তাই এবার রাজনীতির ময়দানে নামতে চলেছেন অভিনেত্রী।


আরও পড়ুন - সোশ্যাল মিডিয়ায় কী ছবি পোস্ট করে তাক লাগিয়ে দিলেন দীপিকা পাড়ুকোন?


কামিয়া পঞ্জাবীর রাজনীতিতে যোগ দেওয়ার গুঞ্জন শোনা যেতেই সামনে এসেছে তাঁর একটি পুরনো সাক্ষাৎকার। যেখানে অভিনেত্রীকে বলতে শোনা গিয়েছিল, 'আমি রাজনীতিতে আসতে চাই। কেরিয়ার হিসেবে রাজনীতি খুব একটা মন্দ নয় বলে আমার মনে হয়েছে। আমার মতে, রাজনীতি খুবই চ্যালেঞ্জিং এবং কঠোর পরিশ্রমের একটা জায়গা। যেখানে শুধু কারও শক্তিতে নয়, ব্যক্তির ব্যক্তিত্বতেও প্রভাব পড়ে।'


আরও পড়ুন - 67 National Awards: দাদাসাহেব ফালকে পুরস্কার কাকে উৎসর্গ করলেন সুপারস্টার রজনীকান্ত?


তিনি আরও বলেছিলেন, 'মহিলাদের উপর হেনস্থা হওয়ার মতো ঘৃণ্য ঘটনাকে শেষ করতে চাই আমি। বাকিদের মতো একটা সুন্দর জীবন কাটানোর জন্য মহিলারা পৃথিবীতে আসেন। সেখানে সমাজের কোনও মহিলাকে এবং তাঁদের পরিবারকে যেন কখনও হেনস্থার মতো পরিস্থিতির সম্মুখীন হতে না হয়, আমি সেটাই দেখতে চাই। ভয়মুক্ত একটা জীবন যেন মহিলারা কাটাতে পারেন।'


প্রায় দু'দশক ধরে টেলিভিশন জগতের সঙ্গে জড়িয়ে রয়েছেন অভিনেত্রী কামিয়া পঞ্জাবী। 'বানু ম্যায় তেরি দুলহন', 'বেইনতেহা'-র মতো জনপ্রিয় ধারাবাহিকের পাশাপাশি আমরা তাঁকে জনপ্রিয় রিয়েলিটি শো 'বিগ বস সিজন ৭'-এ প্রতিযোগী হিসেবে দেখেছি।