শান্তনু নস্কর, গোসাবা: উৎসবের বাংলায় ফের ভোটের বাদ্যি। আগামী ৩০শে অক্টোবর রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। উপনির্বাচন রয়েছে গোসাবা বিধানসভা কেন্দ্রেও। আর এই ভোট প্রচারে এবার অভিনব উদ্যোগ গোসাবায়।
উপনির্বাচনে যাতে এলাকার সাধারণ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোটদানে উৎসাহিত হন সেই কারণে ধামসা মাদল এবার প্রচারের অঙ্গ হয়ে উঠল। আদিবাসী নৃত্যের সহযোগে বিভিন্ন দ্বীপাঞ্চলে ভোটারদের উৎসাহিত করার কাজ শুরু করল গোসাবা ব্লক প্রশাসন। সোমবার দক্ষিণ ২৪ পরগনার গোসাবা বিডিও ফেরিঘাট থেকে এই কর্মসূচির সূচনা হয়। গোসাবার বিডিও বিশ্বনাথ চৌধুরীর উদ্যোগে সুন্দরবনের সংস্কৃতি ধামসা মাদল আর আদিবাসী নৃত্যর মাধ্যমে দক্ষিণ ২৪ পরগনা জেলার ভোটের ম্যাসকট বাঘুকে দিয়ে ভোটারদের ভোট দানে উৎসাহিত করার কাজ শুরু হয়।
আরও পড়ুন: Birbhum: বীরভূমে চন্দ্রবাদ নাকা চেকিং পোস্টে আগ্নেয়াস্ত্র সহ ধৃত ১
আরও পড়ুন: Howrah:শিবপুরে প্রকাশ্যে আইনজীবীকে কুপিয়ে খুনের চেষ্টা, নৃশংস ঘটনা ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায়
উত্সবের মরসুমে রাজ্যে ফের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। আগামীকালই শেষ হচ্ছে ভোটপ্রচার পর্ব। তার তুঙ্গে প্রস্তুতি। গত সপ্তাহে গোসাবায় ভোটপ্রচারে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, গোসাবায় সভা করে বলেছিলেন, ২ লক্ষ কোটি টাকা উন্নয়নের জন্য দেবেন সুন্দরবনকে। কোথায় সেই টাকা? ভোটের পর থেকে বাবুদের টিকিও দেখা নেই। বহিরাগতদের বাংলা ছাড়া করেছে জনগণ। " একইসঙ্গে তিনি বলেন, "কংগ্রেস বিজেপির কাছে শুধু হারছে। কংগ্রেস-বামকে ভোট দেওয়া মানে ভোট নষ্ট। কংগ্রেস আর তৃণমূলের পার্থক্য হল, কংগ্রেস ৭ বছর ধরে বিজেপির কাছে হারছে। আর তৃণমূল ৭ বছর ধরে বিজেপিকে হারাচ্ছে।"
আরও পড়ুন: Malda: মালদা ইংরেজবাজারে বাগবাড়ি এলাকায় যুবকের রক্তাক্ত মৃতদেহ ঘিরে চাঞ্চল্য