এক্সপ্লোর
Advertisement
শেষমেষ আয়া হতে চান ফারহা!
মুম্বই: সদ্য বাবা হয়েছেন কর্ণ জোহর। তাঁর দুই যমজ ছেলেমেয়ে যশ আর রুহির গল্প ঘুরছে বলিউডের মুখে মুখে।
বাচ্চাদের জন্য আদর আর আশীর্বাদের ফাঁকে নতুন এক অফারও পেয়েছেন কর্ণ। তাঁর ঘনিষ্ঠ বন্ধু, পরিচালক ফারহা খান জানিয়েছেন, যশ-রুহির আয়া হতে তিনি তৈরি।
ফারহা বলেছেন, এক অনুষ্ঠানে তাঁকে জিজ্ঞেস করা হয়, কর্ণের জন্য তুমি কী চাও? তিনি উত্তর দেন, তাঁর বাবা হওয়া উচিত, তা সে দত্তক নিয়েই হোক বা সারোগেসির মাধ্যমে হোক। আর এখন যখন তা হয়েই গিয়েছে, তিনি কর্ণকে বলেছেন, যদি তাঁর আয়ার দরকার হয়, তাহলে ‘ম্যায় হুঁ না’।
‘ম্যায় হুঁ না’ যে সুপারহিট ছবির মাধ্যমে ফারহার পরিচালনায় পা রাখা, তার নায়িকা ছিলেন সুস্মিতা সেন। তাঁরও রয়েছে ২ দত্তক কন্যা। কর্ণকে অভিনন্দন জানিয়ে তিনি বলেছেন, এক সাক্ষাৎকারে কর্ণ বলেন, তিনি লালনপালন ভাল পারেন, নিজের পরিবার শুরু করতে চান। তিনি যে অবশেষে বাবা হয়েছেন তাতে তিনি খুশি, তাঁর আশা, কর্ণের ছেলেমেয়ে দারুণ ভাল মানুষ হিসেবে পরিচিত হবে।
আমির খানের স্ত্রী কিরণ রাও-ও অভিনন্দন জানিয়েছেন কর্ণ জোহরকে। তাঁদের সন্তান আজাদও জন্মেছে সারোগেসির মাধ্যমে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement