মুম্বই : কথায় বলে সিনেমায় যা হয়, তা কি আর বাস্তবে হয় নাকি! এর উত্তরে আরেকটা পক্ষ অবশ্য বলে থাকেন, বাস্তবে হয় বলেই তো সিনেমায় হয়। এ বিতর্ক চিরকাল ছিল, আছে, থাকবে। কিন্তু, আপাতত নেট দুনিয়া কিংবা সোশ্যাল মিডিয়া মজেছে ফারহান আখতার (Farhan Akhtar) আর শিবানী ডান্ডেকরের (Shibani Dandekar) ভালবাসার ভিডিওতে। ফারহানের ছবিতে জল যেন থাকেই। বিশেষ করে তাঁর 'জিন্দেগি না মিলেগি দোবারা' (Zindagi Na Milegi Dobara) কে ভুলতে পারবেন! কত মানুষেরই তো গোটা জীবনে কত জায়গায় যাওয়া হয় না। এ দেশের কত মানুষই তাঁদের এমন স্বপ্ন মিটিয়ে নেন সিনেমা দেখেই।
ফারহান- শিবানীর জলের নিচের ভিডিও ভাইরাল-
'জিন্দেগি না মিলেগি দোবারা' যিনি তৈরি করেছেন, তাঁর তো মনে হতেই পারে, ওটা ছিল পর্দায়। বাস্তবেও কেন তাঁর জীবনে এমনটা হবে না? সদ্য বিয়ে করেছেন ফারহান আখতার এবং শিবানী ডান্ডেকর। কিন্তু, মধুচন্দ্রিমাতে যে যাবেন, তার সময় বের করতে পারছিলেন না। দুজনেই ছিলেন কাজে ব্যস্ত। অবশেষে নিজেদের ছুটি কাটানোর সময় বের করতে পেরেছেন ফারহান এবং শিবানী। আর চলে গিয়েছেন স্বপ্নের গন্তব্য মলদ্বীপে। আরে সেখানে গিয়ে তাঁরা সোশ্যাল মিডিয়ায় যা পোস্ট করেছেন, তা দেখে তাঁর অনুরাগীরা অত্যন্ত খুশি।
আরও পড়ুন - Kiara Advani: দক্ষিণী নাকি বলিউড ছবি? কিয়ারার জবাবে মুগ্ধ নেটিজেনরা
স্কুবা ডাইভিংয়ে ফারহান - শিবানী-
ফারহানদের পোস্টে দেখা যাচ্ছে, প্রথমে তাঁরা সমুদ্র সৈকতে নাচছেন। ফারহান পরে রয়েছেন কালো হাফ প্যন্ট এবং ছাই রঙা গোলগলা গেঞ্জি। আর শিবানী পরে রয়েছেন সাদা রঙের শার্ট। আর এরপরেই দুজনে করছেন স্কুবা ডাইভিং। এবং দুজনের ছোট্ট মিষ্টি আদুরে চুম্বন। ফারহানদের এমন পোস্ট দেখে হাজারো কমেন্টে ভরে গিয়েছে। সকলেই লিখছেন, এটাই তো রিয়েল 'জিন্দেগি না মিলেগি দোবারা'। কে বলে সিনেমাতে যা হয়, তা বাস্তবে হয় না? ফারহান-শিবানী অন্তত অন্যরকমই করে দেখালেন।