মুম্বই : দক্ষিণের ছবির রমরমা বেড়েই চলেছে ক্রমশ। দক্ষিণের সুপারস্টাররা অনেকেই বলিউডে (Bollywood) ছবি করতে এসে অতটা জনপ্রিয় হতে পারেননি। মানে, তাঁরা যতটা জনপ্রিয় দক্ষিণের ছবির জন্য, সেই তুলনায় বলিউড ছবিতে তাঁরা সাফল্য পান না। একটা-দুটো ব্যতিক্রম ছাড়া মোটামুটি এটাই চলে এসেছে বলিউডে। কিন্তু, বিষয়টা যদি কোনও তারকার বাইরে গিয়ে গোটা একটা সিনেমা হয়, তাহলে কিন্তু বলিউডকে এখন বক্স অফিস কালেকশনে টেক্কা দিচ্ছে দক্ষিণী ছবি (South Indian Movie)। বলিউডেও প্রতিবছর রিমেক করা হচ্ছে একাধিক দক্ষিণের ব্লকবাস্টার হিট ছবি। 


বলিউড এবং দক্ষিণী ছবির বিতর্ক প্রসঙ্গে কিয়ারার মত-


দেশজুড়ে এখন নতুন বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে, দক্ষিণের ছবি নাকি বলিউডের হিন্দি ছবি? কে সেরা? হট কেকের মতো বিষয় যখন, তখনই এই বিষয়ে মত দিচ্ছেন অধিকাংশ সেলিব্রেটি। কেউ নিচ্ছেন এক পক্ষ। কেউ বা নিচ্ছেন আরেক পক্ষ। কেউ-কেউ চলছেন ভারসাম্য বজায় রেখে বুদ্ধিদীপ্ত উত্তর দিয়ে। এবার সেই একই প্রশ্ন সটান উড়ে এলো কিয়ারা আডবাণীর (Kiara Advani) জন্য। আপনার মত কি? বলিউডের ছবি নাকি দক্ষিণের ছবি? কে সেরা? কিয়ারা দুই ইন্ডাস্ট্রিতেই কাজ করেছেন। উত্তরটাও দিয়েছেন বেশ। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন, 'এই বিষয়ে ইতিমধ্যে অনেক কথা হয়ে গিয়েছে। একেবারে ক্লিশে হয়ে গিয়েছে। দক্ষিণের ছবি না বলিউডের ছবি কে সেরা, এই বিষয়ে তর্ক বা বিতর্ক এবার বন্ধ হওয়া উচিত। আমাদের ভাবা উচিত, সবই ভারতীয় সিনেমা। এখানে জোর করে দক্ষিণ বা বলিউডকে ভাগ করাটা ঠিক কাজ হচ্ছে না। আসলে সবই আমাদের ভারতীয় সিনেমা।'


আরও পড়ুন - Hollywood Celebs Updates: অতুলনীয়া ভারতীয় শাশুড়ি! প্রশংসা হলিউড তারকার


বলাই বাহুল্য সুন্দরী কিয়ারা আডবাণীর এমন উত্তরে খুশি হয়েছেন নেটিজেনদের একাংশও। অনেকেই বলেছেন, কিয়ারা শুধু সুন্দরীই নন, বুদ্ধিমতীও বটে। কি সুন্দর যেন এক বাক্যে বলে দিলেন, 'ওয়েস্ট অর সাউথ, ইন্ডিয়া ইজ দ্য বেস্ট।' প্রসঙ্গত, কিয়ারা আডবাণীকে শীঘ্রই দেখা যাবে 'যুগ যুগ জিও' ছবিতে। এই ছবিতে তিনি জুটি বেঁধেছেন বরুণ ধবনের সঙ্গে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অনিল কপূর এবং নীতু কপূরকে। কিয়ারার শেষ মুক্তি পাওয়া ছবি 'ভুলভুলাইয়া টু' বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে।