নয়াদিল্লি: ওটিটি প্ল্যাটফর্মে (OTT Platform) আত্মপ্রকাশ করে ফেলেছেন বলিউড অভিনেতা (Bollywood Star) শাহিদ কপূর (Shahid Kapoor)। পরিচালকদ্বয় রাজ নিদিমোরু ও কৃষ্ণ ডিকে-র (Raj Nidimoru and Krishna DK) 'ফর্জি'র (Farzi) হাত ধরেই ওটিটিতে পা রাখলেন শাহিদ। ইতিমধ্যেই দর্শকের মন জয় করতে শুরু করেছে এই সিরিজ। সঙ্গী অবশ্যই দক্ষিণী তারকা বিজয় সেতুপতি (Vijay Sethupathi)। অ্যামাজন প্রাইম ভিডিওয় ১০ ফেব্রুয়ারি এই সিরিজ মুক্তি পেয়েছে। শোনা যাচ্ছে এই সিরিজের জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক নিয়েছেন প্রত্যেকেই। 


'ফর্জি'র জন্য কে পেলেন কত পারিশ্রমিক?


সদ্য মুক্তিপ্রাপ্ত এই সিরিজ এক শিল্পীর গল্প বলে। নকল নোট তৈরির ব্যবসা শুরু করে সে। তারপর ধীরে ধীরে জড়িয়ে পড়ে অপরাধ দুনিয়ায়। শাহিদ কপূর ছাড়া এই সিরিজে অভিনয় করেছেন বিজয় সেতুপতি, রাশি খান্না (Rashi Khanna), কে কে মেনন (Kay Kay Menon), রেজিনা ক্যাসান্দ্রার (Regina Cassandra) মতো তারকারা। 


সূত্রের খবর, মুখ্য চরিত্রে থাকা শাহিদ কপূর ও অন্যান্যরাও এই ছবির জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক নিয়েছেন। শোনা যাচ্ছে, ওটিটির ডেবিউ সিরিজে অভিনয়ের জন্য শাহিদ কপূর ৩০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। 'ফর্জি'তে বিজয় সেতুপতি মাইকেল বেদনায়াগম নামক এক পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন। সূত্রের খবর, এই চরিত্রের জন্য তিনি ৭ কোটি টাকা পেয়েছেন। অন্যদিকে, গ্যাংস্টার মনসুর দালালের চরিত্রে অভিনয় করার জন্য কে কে মেনন আড়াই কোটি টাকা নিয়েছেন। অন্যদিকে রাশি খান্না দেড় কোটি টাকা নিয়েছেন বলে খবর সূত্রের। 


এর আগে নিজের চরিত্র সম্পর্কে শাহিদ কপূর বলেছিলেন, 'আমি চরিত্রটা সম্পূর্ণ বুঝতে পারি। আমিও ১৬ বা ১৭ বছর বয়সে তেমনই ছিলাম, ট্রেনে করে এদিক ওদিক ঘোরাঘুরি করতাম, এটা সেটা করতাম। মুম্বইয়ের রাস্তার সেই বাচ্চা, যাঁর চোখে মনে প্রচুর স্বপ্ন, আশা, এবং মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে আসা।' 


আরও পড়ুন: Sidharth Malhotra Kiara Advani: সিড-কিয়ারার হাত জোড় করে পোজ এখন ভাইরাল, রয়েছে বিশেষ অর্থ


সিরিজে শাহিদ কপূরের চরিত্রের নাম সন্দীপ। সে নিজের ঠাকুর্দার ম্যাগাজিনের ব্যবসা চালু রাখার জন্য জাল নোট তৈরি শুরু করে। কিন্তু এর থেকে যে বিলাসিতা সে পেতে শুরু করে তাকে ঠেকিয়ে রাখা খুব দুষ্কর, ফলে ধীরে ধীরে অপরাধের জগতে নাম লিখিয়ে ফেলে সন্দীপ। গত ১০ ফেব্রুয়ারি থেকে এই সিরিজ দেখা যাচ্ছে প্রাইম ভিডিওয়।