নয়াদিল্লি: প্রেমের মাসে সাত পাকে বাঁধা পড়েছেন সিদ্ধার্থ মালহোত্র ও কিয়ারা আডবাণী (Sidharth Malhotra and Kiara Advani Marriage)। ৭ ফেব্রুয়ারি তাঁদের চার হাত এক হয়েছে। বিয়ের দিন সন্ধ্যায় নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বিয়ের ছবি পোস্ট করেন দুই তারকা। তারই একটি ছবিতে দেখা গেল একে অপরের দিকে হাত জোড় করে পোজ (folding hand pose) দিয়েছেন দুজন। এই পোজের পিছনে রয়েছে বিশেষ কারণ, জানালেন তারকা জুটির ওয়েডিং কোরিওগ্রাফার বিশাল পাঞ্জাবী (wedding choreographer Vishal Punjabi)।
সিড-কিয়ারার বিশেষ পোজের বিশেষ অর্থ কী?
গোলাপী-সাদা পোশাক, মুখে তৃপ্তির হাসি, স্নিগ্ধতা প্রতিটি ছবির ছত্রে ছত্রে। তার মধ্যে প্রথম ছবিতে দেখা যাচ্ছে কিয়ারা ও সিদ্ধার্থ একে অপরের দিতে হাত জোড় করে নমস্কারের ভঙ্গিতে। এই পোজের নাকি বিশেষ অর্থ রয়েছে। কী সেই অর্থ? সম্প্রতি এক বিনোদন সংস্থাকে তারকা জুটির ওয়েডিং কোরিওগ্রাফার বিশাল পাঞ্জাবী জানান, এই পোজ কিয়ারা এবং সিদ্ধার্থের প্রেমের "আত্মা"কে সঠিকভাবে ব্যক্ত করে।
তিনি বলেন, 'ওঁরা দুজনেই ভীষণ কৃতজ্ঞতাপূর্ণ মানুষ এবং আমি চেয়েছিলাম ওঁদের বিয়ের ভিডিওয় যেন সেটাই প্রতিফলিত হয়। হাত জোড় করে একে অপরের দিকে তাকিয়ে, একে অপরের প্রতি নিজেদের প্রতিশ্রুতি এবং সর্বদা ভালবাসায় ও নম্রতায় থাকার অঙ্গীকারবদ্ধ হওয়ার কথা দিচ্ছে।'
এর আগে সিড-কিয়ারার বিয়ে প্রসঙ্গে আরও একটা তথ্য প্রকাশ করেছিলেন বিশাল। নিজের সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন বিয়ের সময়ে কিয়ারা চেয়েছিলেন মণ্ডপে যখন তিনি সিদ্ধার্থের দিকে এগিয়ে আসবেন তখন আবহে যেন তাঁদের 'রাঞ্ঝা' গানটি বাজে। কিন্তু সেটা যে দুঃখের গান। বাধা দিয়েছিলেন বিশাল নিজেই। 'কিন্তু ওটা আমাদের গান', নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন কিয়ারা। ফলে পরিস্থিতির কথায় মাথায় রেখে আসল গানের লিরিক্স বদলে নতুন করে লেখা হয়। বিয়ের সময়ে 'রাঞ্ঝা'র নতুন সংস্করণই বাজানো হয় আবহে।
প্রসঙ্গত, সিদ্ধার্থ মালহোত্র ও কিয়ারা আডবাণীর একসঙ্গে একমাত্র ছবি 'শেরশাহ'। সেই ছবির বিখ্যাত গান 'রাঞ্ঝা'। এই ছবির শ্যুটিং চলাকালীনই শুরু হয় সিড-কিয়ারার প্রেম। ফলে সেই ছবির গান যে তাঁদের জন্য 'স্পেশাল' হবেই তা বলাই বাহুল্য।