কলকাতা: সাফল্যের ২৫ দিন। কেক কেটে, জমায়েতে, হাসি, আনন্দে উদযাপনে মাতল টিম 'ফাটাফাটি' (Fatafati)। আজ সাফল্য উদযাপনে হাজির হয়েছিলেন ছবির নায়িকা ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty), আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee), স্বস্তিকা দত্ত (Swastika Dutta), দেবশ্রী, সংঘশ্রী সহ ছবির সমস্ত কলাকুশলীরাই। ছিলেন পরিচালক অরিত্র মুখোপাধ্যায় (Aritra Mukherjee)-ও। ছবির পোস্টারের আদলে তৈরি হয়েছিল কেক। সেই কেক কেটেই আনন্দে মাতলেন সবাই। 


কালো রঙের ফ্লোরাল গাউনে সেজেছিলেন ঋতাভরী। নজর কাড়ছিলেন সমস্ত অভিনেতা অভিনেত্রীই। ছবির ২৫ দিনের সাফল্যের কথা বলতে গিয়ে উচ্ছ্বসিত ঋতাভরী বলছেন, 'সমস্ত জায়গা থেকে আমরা যে ভালবাসা পেয়েছি, তাতে সত্যিই আপ্লুত। ২৫ দিনের মধ্যে ২০ দিনই হাউজফুল ছিল নন্দন। গতকালও বাংলায় ২০টারও বেশি শো হাউজফুল হয়েছে। আমাদের পরিশ্রমকে যে মানুষ ভালবেসেছেন, সেখানেই আমার সাফল্য, আমাদের বিশাল পাওয়া।'


ছবিটি সম্পর্কে আবির বলছেন, 'ফাটাফাটি আমার ভীষণ কাছের ছবি। তার পিছনে যেমন কাজের কারণ রয়েছে, তেমন রয়েছে ব্যক্তিগত কারণও। আমার মনে হয়েছিল এই ছবিটা সমাজের সবার দেখা উচিত। সেটা যে মানুষ এতটা ভালবাসছেন, তাতে আমি আপ্লুত। আমার মনে হয় ২৫ দিন তো কেবল শুরু। আমাদের মনে হয় এই ছবিটা অনেক দূর যাবে।' 


ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty) ও আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)-কে এই ছবির মুখ্যভূমিকায় দেখা গিয়েছিল। ১২ মে কলকাতায় মুক্তি পেয়েছে ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty) ও আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) অভিনীত ছবি 'ফাটাফাটি'। প্লাস সাইজ (Plus Size) মডেল, ফ্যাশন ইনফ্লুয়েন্সার (Fashion Influencer) ফুল্লরার লড়াইয়ের গল্প বেশ ভালবাসছেন কলকাতার দর্শক।দ্বিতীয় মাসেও এই ছবির দৌড় জারি রয়েছে। এখনও মানুষ দেখতে আসছেন ভালবাসার এই ছবি। ২৬ মে, শুক্রবার প্যান ইন্ডিয়া মুক্তি পেয়েছে। মুম্বই,  দিল্লি,  বেঙ্গালুরু, হায়দরাবাদ, আহমেদাবাদ, পুণে ও গুয়াহাটিতে মুক্তি পেয়েছে এই ছবি। ইতিমধ্যেই বিদেশে এই ছবির স্ক্রিনিং সম্পন্ন হয়েছে।


নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় নিবেদিত, 'উইন্ডোজ' প্রযোজিত ও অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত ছবি 'ফাটাফাটি'। 'ব্রহ্মা জানেন গোপন কম্মোটি' ও 'বাবা বেবি ও..'-এর পর পরিচালকের এটি তৃতীয় ছবি। মুখ্য চরিত্রে ঋতাভরী চক্রবর্তী। যাঁরা সিনেমাটি দেখে ফেলেছেন তাঁরা ইতিমধ্যেই জানেন ছবির গল্প আবর্তিত হয়েছে ফুল্লরা ভাদুড়ি নামের এক মহিলাকে ঘিরে। মফঃস্বলের এক মহিলা দর্জি সে, যাঁর ডিজাইনের আইডিয়া অত্যন্ত প্রখর। কিন্তু তাঁকে সকলের হাসির পাত্রী হতে হয় তাঁর ভারি চেহারার জন্য। হাজার ধরনের বাধা বিপত্তি পেরিয়ে, শুধুমাত্র নিজের প্রতিভার ওপর ভর করে কি তিনি 'ফ্যাশন ইনফ্লুয়েন্সার' হয়ে উঠতে পারবেন? কী বার্তা দেবেন তিনি জনসাধারণকে? সেই গল্পই লুকিয়ে ছবিতে।


আরও পড়ুন: World Environment Day 2023: নিজের হাতে ৮ হাজার গাছকে সন্তানস্নেহে পালন, ১১২ বছরেও কীর্তি গড়ে চলেছেন ভারতের 'বৃক্ষ-মাতা'


আরও পড়ুন: World Environment Day: 'এনসাইক্লোপিডিয়া অফ ফরেস্টস', পেয়েছেন পদ্ম পুরস্কার, বিশ্ব পরিবেশ দিবসে ফিরে দেখা তুলসী গৌড়ার অসামান্য কীর্তি