কলকাতা: মুক্তির সপ্তাহেই নাকি 'ফেলুদার গোয়েন্দাগিরি'-তে বুঁদ ওয়েব দুনিয়ার দর্শক! ভালো হোক বা খারাপ, মন্তব্য করার আগে অবশ্য অনেকেই চেখে দেখতে চাইছেন সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee) পরিচালিত নতুন এই ওয়েব সিরিজ (Web Series)। আর মিশ্র প্রতিক্রিয়ার হাত ধরেই নাকি এক সপ্তাহে 'হইচই' (Hoichoi) ওয়েব প্ল্যাটফর্মে সবচেয়ে বেশিবার দেখা ওয়েব সিরিজ হয়ে উঠেছে 'দার্জিলিং জমজমাট' (Darjeeling Jomjomat)-এর গল্প অবলম্বনে তৈরি করা ফেলুদার গোয়েন্দাগিরি! (Feludar Goyendagiri) প্রযোজনা সংস্থার হিসেব এই কথাই বলছে।
সৃজিতের ফেলুদা টোটা রায়চৌধুরী (Tota Roy Chowdhury)। জটায়ু অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakraborty) ও তোপসে কল্পন মিত্র (Kolpon Mitra)। আগের ওয়েব সিরিজেই অনেকের চোখে পড়েছিল এই থ্রি মাসকেটিয়ার্সের রসায়ন। সেই ৩ জনকেই নতুনভাবে এই ওয়েব সিরিজেই ফিরিয়ে এনেছেন সৃজিত।
ওয়েব সিরিজের সাফল্য নিয়ে সৃজিত বলছেন, 'দর্শকেরা কাজকে ভালো বলছেন, ভালোবাসছেন, আমার মনে হয় না এর থেকে তৃপ্তির আর কিছু হতে পারে। ফেলুদার গোয়েন্দাগিরি দার্জিলিং জমজমাট আমার কাছে স্বপ্নের প্রোজেক্ট। আমি আমার দর্শকদের কাছে কৃতজ্ঞ এই সিরিজটাকে ভালোবাসার জন্য।'
এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে পরিচালক বলেছিলেন, 'ফেলুদার শ্যুটিং করার সময় কোনও নেতিবাচক মানসিকতা আমায় স্পর্শ করে না। সে শ্যুটিং হোক বা সোশ্যাল মিডিয়া। কারণ ফেলুদার শ্যুটিং করার সময় আমার পাশে সেই ১০ বছরের ছেলেটা বসে থাকে যে ভবানীপুরের বইয়ের দোকান থেকে পাতলা পাতলা বইগুলো কিনে আনত। নতুন বইয়ের গন্ধের সঙ্গে মিশে থাকত ফেলুদার অ্যাডভেঞ্চারের গন্ধ, তার বাবার স্মৃতি। সেইসব স্মৃতি যেন তাকে বর্মের মতো আগলে রাখে সমস্ত খারাপ কিছুর থেকে। সব মিলিয়ে ফেলুদার শ্যুটিং এক্কেবারে অন্যরকম অভিজ্ঞতা, অতুলনীয়। তখন মনে হয় পৃথিবীতে আর কিছু নেই, কেবল ফেলুদাই সত্য।'