মুম্বই: ডিসেম্বর যেন বিয়ের মাস। টলিউড থেকে বলিউড, একাধিক তারকা জুটি বাঁধা পড়ছেন বিবাহ বন্ধনে। তবে শুরু এই বছর নয়, গতবছর এই ডিসেম্বর মাসেই সাত পাকে বাঁধা পড়েছিলেন ভিকি কৌশল (Vicky Kaushal) ও ক্যাটরিনা কইফ (Katrina Kaif)। কয়েক বছর আগে নিক জোনাস (Nick Jonas)-এর সঙ্গে এই ডিসেম্বরেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra)। আর এবার কি সেই তালিকায় নাম লেখাতে চলেছেন কিয়ারা আডবাণী (Kiara Advani) আর সিদ্ধার্থ মলহোত্র (Siddharth Malhotra)-ও?
বলিউডে এখন সবচেয়ে চর্চিত জুটি তাঁরাই। শোনা যাচ্ছে খুব তাড়াতাড়িই বিয়ে সেরে ফেলবেন তাঁরা। তবে চলতি মাসে নয়, আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের প্রথম দিকেই নাকি বিবাহবন্ধনে বাঁধা পড়বেন এই জুটি। সদ্য পাওয়া খবর অনুযায়ী, ইতিমধ্যেই নাকি বিয়ের ভেন্যুও পাকা করে ফেলেছেন তাঁরা। সিদ্ধার্থের পরিবার থাকে চণ্ডীগড়ে। আর তাই, চণ্ডীগড়ের ওবেরয় সুখভিলা থেকেই শুরু হবে 'শেরশাহ' জুটির নতুন জীবন।
আরও পড়ুন: Sara Ali Khan: সুশান্তের সঙ্গে ফের সূর্যোদয় সূর্যাস্ত দেখতে সবকিছু করতে রাজি সারা
শোনা যাচ্ছে, ইতিমধ্যেই নাকি বিয়েতে আমন্ত্রিতের তালিকা প্রস্তুত করছেন এই জুটি। পরিবার ও বন্ধুরা ও থাকবেনই, এছাড়াও সিদ্ধার্থ কিয়ারার বিয়েতে উপস্থিত থাকবেন বলিউডে তাঁদের কিছু ঘনিষ্ঠ বন্ধুবান্ধব। শোনা যাচ্ছে, এই তারকা জুটির বিয়েতে উপস্থিত থাকবেন ভিকি কৌশল (Vicky Kaushal) ও ক্যাটরিনা কইফ (Katrina Kaif)। এছাড়াও সস্ত্রীক উপস্থিত থাকবেন বরুণ ধবন (Varun Dhawan)।
এখনও পর্যন্ত পাকাপাকিভাবে জানা যায়নি বিয়ের দিন। বিয়ে নিয়ে মুখে কুলুপ এঁটেছেন দুই তারকা এবং তাঁদের পরিবার, বন্ধুরাও। তবে... প্রেম চাপা থাকে না.. বিয়েও। বলিউডের হাওয়া এখন কিয়ারা-সিদ্ধার্থের বিয়ের গুঞ্জনে ম ম করছে যে..