মুম্বই: মুক্তির পর থেকেই তুমুল জনপ্রিয় হয়ে উঠেছে বিধু বিনোদ চোপড়া পরিচালিত ছবি 'টুয়েলভথ ফেল' (12th Fail)। ওটিটি দুনিয়ায় আসার পরে এর জনপ্রিয়তা আরও দ্বিগুণ বেড়ে গিয়েছে। বাস্তবের আইপিএস মনোজ কুমার শর্মার জীবন অবলম্বনে তৈরি এই ছবিতে মনোজের ভূমিকায় বিক্রান্ত মেসির অভিনয় সাড়া ফেলেছে সকলের মনে। সম্প্রতি ফিল্মফেয়ার পুরস্কার (Filmfare Awards) জিতেছে এই ছবি। সেরা ছবি, সেরা পরিচালনা, সেরা অভিনয়, সেরা সম্পাদনা এবং সেরা চিত্রনাট্যের ক্ষেত্রে পুরস্কৃত হয়েছে এই ছবি। আর এই জয়ের আনন্দে একটি ছবি দিয়ে সুন্দর একটি বার্তা দেন আইপিএস মনোজ। কী লিখলেন তিনি ?
এদিন ফিল্মফেয়ার (Filmfare Awards) জেতার পরে নিজের এক্স হ্যান্ডলে মনোজক কুমার শর্মা ছবির অভিনেতা বিক্রান্ত মেসির সঙ্গে একটি ছবি শেয়ার করে লেখেন, 'যখন এক মনোজ, নিজের ফিল্মফেয়ার ট্রফি নিয়ে দেখাতে যায় অন্য মনোজকে! তখন যেন ভালবাসা আরও কয়েকগুণ বেড়ে যায়।' ২৯ জানুয়ারি পোস্ট হওয়া এই ছবিতে দেখা যায় বিক্রান্ত মেসির হাতে ধরা রয়েছে ফিল্মফেয়ার ট্রফি এবং সেই ট্রফি হাতে ধরেছেন মনোজ কুমার শর্মা নিজেও। ইতিমধ্যেই ৫ লক্ষ ভিউজ এসেছে এই পোস্টে। কোনও কোনও অনুরাগী এই ছবি দেখে কমেন্টে লিখেছেন যে এখনও তো জাতীয় পুরষ্কার পাওয়া বাকি !
ভারতবাসীকে আবেগের স্রোতে ভাসিয়ে দিয়েছে এই 'টুয়েলভথ ফেল' (12th Fail) ছবি। অস্কারের দৌড়ে এই বছর ভারতের বাজি ছিল এই ছবিকে ঘিরে। মনে করা হয়েছিল অস্কারের মনোনয়ন পেতে পারে এই ছবি। কিন্তু তা হয়নি। অস্কারের মনোনয়ন তালিকায় স্থান পায়নি বিধু বিনোদ চোপড়ার এই ছবি। কিন্তু তাতে কি, 'টুয়েলভথ ফেলে'র বিজয়রথ অব্যাহত। ওটিটিতে মুক্তির তিন দিনের মধ্যেই মোস্ট ওয়াচড তালিকায় শীর্ষে উঠে আসে এই ছবি।
এর আগে 'টুয়েলভথ ফেল' (12th Fail) ছবি দেখে বিরাট প্রশংসা করেছেন শিল্পপতি আনন্দ মহিন্দ্রাও। ১৭ জানুয়ারি এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে আনন্দ মহিন্দ্রা লেখেন, শুধু এই ছবির মূল চরিত্রাভিনেতাই নন, বরং এই ছবিতে বিক্রান্তের আড়ালে লুকিয়ে আছে এই দেশের হাজারও পরীক্ষার্থীর কথা যারা রাতদিন প্রচুর সমস্যা, বাধা, প্রতিকূলতা পেরিয়ে লড়াই করে চলেছে সাফল্যের জন্য। এমনকী তিনি এও বলেন যে বিক্রান্তের এই ছবিতে এমন অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার পাওয়া উচিত।
আরও পড়ুন: 12th Fail: 'বিক্রান্তের জাতীয় পুরস্কার পাওয়া উচিত', 'টুয়েলভথ ফেল' দেখে উচ্ছ্বসিত আনন্দ মহিন্দ্রা