কলকাতা: মুক্তি পাওয়ার পর থেকেই ছবির প্রচারে বিভিন্ন জায়গার ঘুরে বেড়াতে হচ্ছে  'দ্য় কেরালা স্টোরি'-র পরিচালক সুদীপ্ত সেনকে। আর এতেই অসুস্থ হয়ে পড়েছেন ছবির নির্মাতা। অসুস্থতার কারণে তাঁকে ইতিমধ্য়েই ভর্তি করা হয়েছে হাসপাতালে। 


বলিউডসূত্রে খবর, "সুদীপ্ত সেন দলের সঙ্গে 'দ্য় কেরালা স্টোরি'-র প্রচারের জন্য ক্রমাগত ভ্রমণ করছেন এবং অতিরিক্ত ভ্রমণের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। যে কারণে, প্রচার পরিকল্পনা এবং শহর পরিদর্শন আটকে আছে। 'দ্য় কেরালা স্টোরি'-র ইতিমধ্যেই একটি ব্লকবাস্টার হিট ছবি।  যদিও পরিচালক দর্শকদের ছবিটির প্রতি ভালবাসার ও সমর্থন অব্যাহত রাখার জন্য অনুরোধ করেছেন এবং পরিবারের সঙ্গে ছবিটি দেখার জন্য দর্শককে আবেদন করেছেন। তবে আশা করা হচ্ছে পরিচালক খুব শীঘ্রই বিভিন্ন শহর ছবির প্রচারকাজের জন্য় ফিরে আসবেন।


প্রসঙ্গত ইতিমধ্য়ে ২০০ কোটির ব্য়বসা করে ফেলেছে এই ছবি। জানা যায়, আদাহ্ শর্মা অভিনীত এই ছবি প্রথম সপ্তাহে ৮১.১৪ কোটি টাকার ব্যবসা করেছে। দ্বিতীয় সপ্তাহে এই ছবি ৯০.৫৮ কোটি টাকা আয় করে। তৃতীয় সপ্তাহে প্রবেশের সঙ্গে সঙ্গে ব্যবসাও বেড়েছে। তৃতীয় শুক্রবার এই ছবি ৬.৬ কোটি টাকার ব্যবসা করেছে, তৃতীয় শনিবার এই ছবি ৯.১৫ কোটি টাকার ব্যবসা করেছে। তৃতীয় রবিবার এই ছবি ১১.৫০ কোটি টাকার ব্যবসা করে। এবং তৃতীয় সোমবার ৪.৫০ কোটি টাকার ব্যবসা করে। এই ছবির প্রেক্ষাগৃহে ১৫.৫৮ শতাংশ হিন্দি দখল ছিল, এবং সোমবার ১৭.৪২ শতাংশ তেলুগু দখল ছিল।  


আরও পড়ুন...


শরীরে কোলেস্টেরলের মাত্রা ঠিক রাখতে বিশেষভাবে উপকারী নারকেল, কীভাবে ব্য়বহার করবেন?


যদিও ছবি মুক্তির তিন দিন পর, অর্থাৎ ৮ মে 'দ্য কেরালা স্টোরি'কে পশ্চিমবঙ্গে নিষিদ্ধ ঘোষণা করে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর বলেন, ছবির 'বিকৃত তথ্য' অশান্তির সৃষ্টি করতে পারে। ৭ মে থেকে তামিলনাড়ুর প্রেক্ষাগৃহ এই ছবি দেখানো বন্ধ করে দেয় অশান্তি সৃষ্টি হওয়ার আশঙ্কায়। 


পাঠান' ও 'তু ঝুঠি ম্যায় মক্কার' ছবির পর ২০২৩ সালের অন্যতম বড় হিট এই ছবি। 'দ্য কেরালা স্টোরি' ইতিমধ্যেই সলমন খানের 'কিসি কা ভাই কিসি কি জান' ছবির মোট আয়কে ছাড়িয়ে গেছে। সলমনের ছবি প্রেক্ষাগৃহে ১০৭.৭১ কোটি টাকার ব্যবসা করে দৌড় শেষ করেছে। এছাড়া তারকাদের নিয়ে তৈরি 'ভোলা' (৮২.০৪ কোটি), 'সেলফি' (১৬.৮৫ কোটি) ও 'শেহজাদা' (৩২.২০ কোটি)-র মতো ছবিকেও পিছনে ফেলেছে 'দ্য কেরালা স্টোরি'।