কলকাতা: মিঞা-বিবির মুখে কুলুপ। তাঁরা সঙ্গে আছেন, নাকি ছেড়ে গেছেন...এনিয়ে জল্পনা তো চলছেই। তারই মাঝে ঐশ্বর্য্য-অভিষেকের সম্পত্তির হিসেব-নিকেশ নিয়েও আলোচনা তুঙ্গে। শুরুতেই চোখ রাখব দম্পতির ব্যক্তিগত সম্পত্তির হিসেব নিকেশে। কে বেশি বিত্তশালী? ঐশ্বর্য্য না অভিষেক? জেনে নিন।
ঐশ্বর্য্য রাই বচ্চন আর অভিষেক বচ্চনের বিচ্ছেদের জল্পনা নিয়ে রোজ নতুন করে চর্চা চলছে বলিউডে। কখনও অমিতাভ বচ্চনের ইঙ্গিতপূর্ণ পোস্ট বিতর্কের আগুনে হাওয়া দিচ্ছে, কখনও শিরোনামে উঠে আসছে অভিষেক বচ্চনের মন্তব্য। অমিতাভ সবাইকে চুপ করতে বললেও কেউ কি আর চুপ করে থাকছেন? নেটিজেনরা তো এখন ঐশ্বর্য্য-অভিষেকের সম্পত্তির খতিয়ান নিয়েও ভাবতে বসেছেন। সম্পত্তির মালিকানার নিরিখে অভিষেক ঐশ্বর্য্যের মধ্যে কে এগিয়ে?
অঙ্ক বলছে, অভিষেক বচ্চনের মোট সম্পত্তির চেয়ে তিনগুণ বেশি সম্পত্তির মালিক ঐশ্বর্য্য রাই বচ্চন। ঐশ্বর্য্য অভিনয় করুন বা না করুন, গ্ল্যামার আর তাঁর নাম বরাবরই সমার্থক। ঐশ্বর্য্যর সম্পত্তির খতিয়ানও তাঁর সৌন্দর্যের মতই চোখ ধাঁধানো। অভিষেকের সম্পত্তির পরিমাণ ছাড়া ব্র্যান্ড ভ্যালুর নিরিখেও ঐশ্বর্য্য বহুগুণ এগিয়ে। ঐশ্বর্য্যর সম্পত্তির খতিয়ান- ঐশ্বর্য্য রাই বচ্চনের স্থাবর-অস্থাবর মিলিয়ে সম্পত্তির মোট অর্থমূল্য প্রায় ৮৬২ কোটি টাকা। সিনেমায় অভিনয় বাবদ ঐশ্বর্য্য পারিশ্রমিক হিসেবে নেন প্রায় ১০ থেকে ১২ কোটি টাকা। প্রতিটি ব্র্যান্ড এনডোর্সমেন্ট বাবদ ঐশ্বর্য্য আয় করেন প্রায় ৬ থেকে ৭ কোটি টাকা।
ফিলিপস, ল্যাকমে, কোকা কোলা, লাক্স, পামঅলিভ, ডি বিয়ার্স, টাইটান, কল্যাণ জুয়েলারি সহ আরও নানা সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ঐশ্বর্য্য রাই বচ্চন। একটি এনভায়রনমেন্টাল ইন্টিলিজেন্স স্টার্টআপে
মোটা অঙ্কের অর্থ বিনিয়োগ করেছেন ঐশ্বর্য্য। একটি হেলথকেয়ার স্টার্টআপেও প্রায় ৫ কোটি টাকা বিনিয়োগ করেছেন তিনি। এছাড়াও ঐশ্বর্য্যর বিনিয়োগ রয়েছে উইন্ড পাওয়ার প্রজেক্টে। তাঁর ব্যক্তিগত বিনিয়োগের পরিমাণ প্রায় ১৮২ কোটি টাকা। দুবাইয়ের জুমেইরা গল্ফ এস্টেটে ঐশ্বর্য্যর একটি বিলাসবহুল ভিলা রয়েছে। মুম্বইয়ে বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে প্রায় ২১ কোটি টাকা মূল্যের একটি অ্যাপার্টমেন্ট আছে ঐশ্বর্য্যর। ওরলিতে প্রায় ৪১ কোটি টাকা মূল্যের একটি বাংলো রয়েছে তাঁর। ঐশ্বর্য্যর গাড়ির সম্ভারের মধ্যে রয়েছে একটি রোলস রয়েস, লেক্সাস, অডি এবি-এল, মার্সিডিজ বেঞ্জ এস-থ্রি ফিফটি ডি-কুপ এবং মার্সিডিজ বেঞ্জ এস ফাইভ হান্ড্রেড।
এ তো গেল ঐশ্বর্য্যর সম্পত্তির খতিয়ান। এবার দেখা যাক অভিষেক বচ্চনের সম্পত্তির সিন্দুকে কী কী আছে। অভিষেকের সম্পত্তির খতিয়ান। অভিষেক বচ্চনের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ২৮০ কোটি টাকা এ বছরই মুম্বইয়ের বোরিভালিতে ১৫ কোটি টাকা দিয়ে ৬টি অ্যাপার্টমেন্ট কিনেছেন অভিষেক। মুম্বইয়ের স্কাইলার্ক টাওয়ার্সে অভিষেকের একটি পাঁচ কামরার বিলাসবহুল অ্যাপার্টমেন্ট আছে যেটির বাজার মূল্য প্রায় ৪১ কোটি ১৪ লক্ষ টাকা। ঐশ্বর্য্যর মতই দুবাইয়ে অভিষেকেরও একটি ভিলা আছে। অভিষেকের গ্যারাজে রয়েছে একটি ৩ কোটি ২৯ লক্ষ টাকার বেন্টলে কন্টিনেন্টাস জিটি, ১ কোটি ৫০ লক্ষ টাকার একটি অডি এএইটএল। এছাড়া দু'তিনটি মার্সিডিজ বেঞ্জ মডেলও রয়েছে অভিষেকের। রিয়েল এস্টেট, স্পোর্টস বিজনেসে বড় বিনিয়োগ করেছেন অভিষেক বচ্চন। প্রো-কাবাডি লিগের টিম জয়পুর পিঙ্ক প্যান্থার্সের অন্যতম কর্ণধার তিনি। ইন্ডিয়ান সুপার লিগ ফুটবল টিম চেন্নাইন এফসি-তে বিনিয়োগ রয়েছে তাঁর। রিয়েল এস্টেটে অভিষেক বচ্চন এবং অমিতাভ বচ্চন একসঙ্গে প্রায় ১০০ কোটি টাকা বিনিয়োগ করেছেন। সিঙ্গাপুরের একটি অনলাইন ক্লাইড স্টোরেজ ওয়েবসাইটে ২০১৫ সালে ২ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন অভিষেক। দু'বছর বাদে শেয়ার বিক্রি করে বিরাট অঙ্কের লাভের মুখ দেখেছিলেন তিনি। একটি চা নির্মাতা সংস্থা এবং একটি ফুড ব্র্যান্ডেও অভিষেকের বিনিয়োগ রয়েছে।
ঐশ্বর্য্যর সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই আবার ভাইরাল হয়েছেন অভিষেক। একটি ফিল্মি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গিয়ে সঞ্চালকের সঙ্গে কথা প্রসঙ্গে অভিষেক মন্তব্য করেছেন সব বিবাহিত পুরুষদের উচিত স্ত্রীর কথামতো কাজ করে যাওয়া। নেটিজেনরা অভিষেকের এই মন্তব্যকে ঘিরেই নতুন ব্যাখ্যায় মজেছেন এখন।
আরও পড়ুন: Sreemoyee-Kanchan: কেবল আমার সঙ্গে নাম জড়িয়েছিল বলেই কাঞ্চন আমায় বিয়ে করুক, এটা চাইনি: শ্রীময়ী
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।