Dunki: 'ডাঙ্কি'র আরও চারটি টিজার ছাড়পত্র পেল সেন্সরবোর্ডের, তিনটি টিজার পেল U/A সার্টিফিকেট

Bollywood News: ২২ ডিসেম্বর বড়পর্দায় মুক্তি পাচ্ছে 'ডাঙ্কি'।

Continues below advertisement

কলকাতা:  ২ নভেম্বর শাহরুখ খানের জন্মদিনে (SRK Birthday) মুক্তি পেয়েছিল 'ডাঙ্কি'-র (Dunki) প্রথম টিজার। আর শীঘ্রই প্রকাশ্যে আসতে চলেছে আরও একাধিক টিজার। সম্প্রতি এই চারটি টিজার পেল সেন্সরবোর্ডের ছাড়পত্র। 

Continues below advertisement

উল্লেখ্য়, প্রথম টিজারটি ছিল ১ মিনিট ৫৮ সেকেন্ডের। সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে, দ্বিতীয় ও তৃতীয় টিজারের দৈঘ্য় ৫৮ সেকেন্ড। চতুর্থ টিজারটি ১ মিনিট ৪৮ সেকেন্ডের। পঞ্চম টিজারটির রান টাইম ১ মিনিট ৫০ সেকেন্ড। ষষ্ঠ এবং শেষ টিজারটির দৈঘ্য় ১মিনিট ৫১ সেকেন্ড। এই টিজারগুলির মধ্য়ে ৩টি টিজারই সেন্সরবোর্ডের সার্টিফিকেট পেয়েছে। 

রাজকুমার হিরানির (Rajkumar Hirani) পরিচালনায় এই প্রথম অভিনয় করতে দেখা যাবে শাহরুখ খানকে। ডিসেম্বরে মুক্তি পাবে 'ডাঙ্কি'। প্রথম টিজার বলছে, বন্ধুত্ব, ভালবাসার মোড়কে সাধারণ মানুষের জীবনের স্বপ্নপূরণের গল্প বলবে ছবিটি। 

আরও পড়ুন...

মন্নতের বাইরে অনুরাগীদের ভিড়, শাহরুখকে একঝলক দেখতে এসে মোবাইল খোয়ালেন ৩০ জন ভক্ত

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

Continues below advertisement
Sponsored Links by Taboola