কলকাতা: ২ নভেম্বর শাহরুখ খানের জন্মদিনে (SRK Birthday) মুক্তি পেয়েছিল 'ডাঙ্কি'-র (Dunki) প্রথম টিজার। আর শীঘ্রই প্রকাশ্যে আসতে চলেছে আরও একাধিক টিজার। সম্প্রতি এই চারটি টিজার পেল সেন্সরবোর্ডের ছাড়পত্র।
উল্লেখ্য়, প্রথম টিজারটি ছিল ১ মিনিট ৫৮ সেকেন্ডের। সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে, দ্বিতীয় ও তৃতীয় টিজারের দৈঘ্য় ৫৮ সেকেন্ড। চতুর্থ টিজারটি ১ মিনিট ৪৮ সেকেন্ডের। পঞ্চম টিজারটির রান টাইম ১ মিনিট ৫০ সেকেন্ড। ষষ্ঠ এবং শেষ টিজারটির দৈঘ্য় ১মিনিট ৫১ সেকেন্ড। এই টিজারগুলির মধ্য়ে ৩টি টিজারই সেন্সরবোর্ডের সার্টিফিকেট পেয়েছে।
রাজকুমার হিরানির (Rajkumar Hirani) পরিচালনায় এই প্রথম অভিনয় করতে দেখা যাবে শাহরুখ খানকে। ডিসেম্বরে মুক্তি পাবে 'ডাঙ্কি'। প্রথম টিজার বলছে, বন্ধুত্ব, ভালবাসার মোড়কে সাধারণ মানুষের জীবনের স্বপ্নপূরণের গল্প বলবে ছবিটি।
আরও পড়ুন...
মন্নতের বাইরে অনুরাগীদের ভিড়, শাহরুখকে একঝলক দেখতে এসে মোবাইল খোয়ালেন ৩০ জন ভক্ত
এটিই রাজু হিরানি ও কিং খানের প্রথম একসঙ্গে কাজ। ছবিতে শাহরুখের চরিত্রের নাম হার্ডি। ‘ডাঙ্কি’ যে একটি কমেডি ছবি হতে চলেছে ইতিমধ্যেই তার ইঙ্গিত পাওয়া গিয়েছে। টিজার বলছে, ছবির প্রেক্ষাপট পঞ্জাব। যেখানে তরুণ প্রজন্মের উন্নত জীবনের আশায় দেশান্তরে যাওয়ার গল্প তুলে ধরা হবে। বাদশার সঙ্গে ডাঙ্কি সফরে দেখা মিলবে তাপসী পান্নু (Tapsee Pannu), ভিকি কৌশলের (Vicky Kaushal)। এদিন এক্স হ্যান্ডেলে টিজারটি শেয়ার করে শাহরুখ খান লিখেছিলেন, 'কয়েকজন সাধারণ মানুষের জীবনের স্বপ্নপূরণের গল্প। বন্ধুত্ব, ভালবাসা, একতায় সমৃদ্ধ এক সম্পর্ক, যার নাম বাড়ি।' তিনি আরও লিখেছেন, এই পথ চলার অংশীদার হতে পারে আমি সম্মানিত। আশা করি আপনারাও সঙ্গে আসবেন'। টিজারের ক্যাপশনে Drop1 কথাটি হ্যাশট্যাগে উল্লেখ করেছিলেন শাহরুখ খান।
দীর্ঘদিন বক্সঅফিসে সাফল্য মেলেনি তাঁর ছবির। তবে খরা কাটিয়ে ২০২৩ সালের জানুয়ারি মাসে 'পাঠান' ঝড়ের সঙ্গে ফের কামব্যাক করেন শাহরুখ খান। জওয়ানের পর ফের সেপ্টেম্বর বক্স অফিসে হাজির হয় 'জওয়ান'। কিং খান নিজের কাজ দিয়ে প্রমাণ করেন তিনিই সত্যিই 'বলিউডের বাদশাহ্'। এই দুই ছবির বিপুল সাফল্যের পর সকলেই অধীর আগ্রহে অপেক্ষায় 'ডাঙ্কি' ছবির।
২২ ডিসেম্বর বড়পর্দায় মুক্তি পাচ্ছে 'ডাঙ্কি'।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন