কলকাতা: দেশজুড়ে ঝোড়ো ব্য়াটিং করার পর এবার ওটিটিতে মুক্তি পাচ্ছে সানি দেওল-আমিশা পটেলের ব্লকবাস্টার ছবি 'গদর ২'। বলিউডসূত্রের খবর অনুযায়ী, Zee5 এ খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে এই ছবি। উল্লেখ্য় দেশে এই ছবি ইতিমধ্য়েই ৫০০ কোটির বেশি ব্য়বসা করে ফেলেছে।
উল্লেখ্য়, 'গদর: এক প্রেম কথা' বক্সঅফিসে চূড়ান্ত সাফল্য় লাভ করেছিল। মোট ১০০ কোটি টাকার ব্য়বসা করেছিল এই ছবি। আমির খানের 'লাগান'-এর সঙ্গেও রীতিমত টক্কর চলে এই ছবির। আর এবার বক্সঅফিসের বাইজ গজে ঝড় তুলছে সানি দেওয়ল ও আমিশা পটেলের ছবি 'গদর ২'।
আরও পড়ুন...
তৈরি হবে ২২ তলা বিল্ডিং, ৪০০ কোটিতে বিক্রি হয়ে যাচ্ছে দেব আনন্দের জুহুর বাংলো
'গদর ২' ছবিতে ১৯৫৪ থেকে ১৯৭১ সালের টাইমলাইন তুলে ধরা হয়েছে এই ছবিতে। বলাইবাহুল্য সেই কারণেই অনেক আগে থেকেই এই ছবি দেখা অপেক্ষায় ছিল 'গদর এক প্রেম কথা'-র ভক্তরা। বছরটা ২০০১। মুক্তি পেয়েছিল বলিউডের ব্লকব্লাস্টার ছবি 'গদর এক প্রেম কথা।' আর এবার বক্সঅফিসে ঝড় তুলছে 'গদর ২।''গদর এক প্রেম কথা' ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন সানি দেওল এবং আমিশা পটেল। (Ameesha Patil)
১৯৯৩ সালে মুক্তি পেয়েছিল শাহরুখ খান , জুহি চাওলা ও সানি দেওয়ল অভিনীত ছবি 'ডর'। বক্সঅফিসে এই ছবি ব্লকবাস্টার হিট হয়। তবে তারপর থেকে শাহরুখ ও সানি দেওয়লকে একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যায়নি। বলিউউসূত্রের খবর, এই ডুয়োর মধ্য়ে দীর্ঘদিন ধরে ঠাণ্ডা লড়াই চলছিল। তবে শেষপর্যন্ত শোনা গিয়েছে এই দ্বন্দ্বের অবসান হয়েছে।
শোনা যাচ্ছিল যে এই ছবির জন্য় ৫০ কোটি টাকা দাবি করেছিলেন সানি দেওল। সম্প্রতি তিনি জানান, 'তিনি এমন ছবিতে কাজ কাজ করতে চান না যেখানে তাঁক নিজেকে বোঝা মনে হয়।' তিনি আরও বলেন,' ছবি যতই সফল হোক না কেন, অভিনেতাদের কত টাকা পারিশ্রমিক দেওয়া হবে তা নির্ভর করে প্রযোজকের ওপর।'
উল্লেখ্য, চলতি বছরে বলিউডে সবচেয়ে উপার্জনকারী ছবির তালিকায় রয়েছে পাঠান। (Pathaan) যা মূলত ৫০ দিনের কাছাকাছি ছিল বক্স অফিসে। আর দেশের বাজার থেকে ৫৪০ কোটির কাছাকাছি আয় করেছে। আর সেখানে প্রথম ১৪ দিনেই ৪১৮ কোটি টাকা পার করেছে 'গদর ২।' আর 'গদর ২'-র অভূতপূর্ব সাফল্য়র পর কিং খান নিজে সানি দেওয়লকে ফোন করেন ও শুভেচ্ছা জানান। আর এবার 'গদর টু'-এর সাকসেস পার্টিতে খোশমেজাজে দেখা মিলেছিল এই দুই তারকার।