কলকাতা: কিংবদন্তি সঙ্গীতশিল্পী কিশোর কুমারের জন্মবার্ষিকীতে (Kishore Kumar Birth Anniversary) বিশেষ আয়োজন নদিয়ায়। 'ওহ লাভলি' ('Oh Lovely') ছবির গানের লঞ্চে শিয়ালদা স্টেশনে মদন মিত্র (Madan Mitra)। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর, দেখে নিন বিনোদনের সারাদিন (Top Entertainment News)।


রূপমের গলায় মুক্তি পেল ‘নিখোঁজ’-এর নতুন গান


নতুন ওয়েব সিরিজ 'নিখোঁজ' মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে। আগামী ১১ অগাস্ট থেকে শুরু হবে এই সিরিজের স্ট্রিমিং। মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে স্বস্তিকা মুখোপাধ্যায় ও টোটা রায় চৌধুরীকে। সম্প্রতি মুক্তি পেল এই সিরিজের নতুন গান 'আসবে বলে'। ‘নিখোঁজ’-এর মিউজিক অ্যালবামের মাধ্যমে প্রথমবারের মতো ওয়েব জগতে পা রাখলেন রূপম ইসলাম। 


ধূলিসাৎ হতে চলেছে দিলীপ কুমারের পালি হিলের বাংলো


ভেঙে ফেলা হচ্ছে কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারের পালি হিলের বাংলা। বলিউড সূত্রে খবর, ওই জায়গায় তৈরি হবে একটি বিলাসবহুল আবাসন। এখানেই শেষ নয়, জানা যাচ্ছে, এই অ্য়াপার্টমেন্টের নিচেই তৈরি হবে একটি বিশেষ জাদুঘর। যেখানে দিলীপ কুমার কর্মজীবনের নির্দশন থাকবে। বলিউড সূত্রে, রিয়েল এস্টেট ডেভেলপার আশার গ্রুপ এই প্রকল্পের জন্য দিলীপ কুমারের পরিবারের সঙ্গে চুক্তি করেছে। উল্লেখ্য, ওই বাংলোটি বছরের পর বছর ধরে আইনি বিরোধে জড়িয়ে ছিল। কিন্তু দিলীপ কুমারের পরিবার অবশেষে ২০১৭ সালে চাবি ফিরে পায়। আশার গ্রুপ এই খবর সত্যি বলে জানিয়েছে।


এক সপ্তাহের মধ্যেই ২ বার বিয়ে হয়েছিল আলিয়ার?


'পাঠান' (Pathaan)-এর পথই অনুসরণ করল কর্ণ জোহরের (Karan Johar)-এর ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি' (Rocky Aur Rani Ki Prem Kahani)। ছবির সাফল্যের পরে, এই প্রথম সাংবাদিক বৈঠক করলেন তাঁরা, আর সেখানে উঠে এল কত অজানা গল্প! পর্দায় রকি আর রানির বিয়ের যে দৃশ্য দেখানো হয়েছে, তা আক্ষরিক অর্থেই স্বপ্নিল। মুক্তোরঙা লেহঙ্গা, স্বপ্নের সাজ... আবেগে, আনন্দের মিশেলে মাখামাখি একটি গানের দৃশ্যপট সত্যিই লার্জার দ্যান লাইফ। আর এদিন সাংবাদিক বৈঠকে, এই গানের শ্যুটিংয়ের কথাই প্রকাশ্যে আনলেন কর্ণ। পরিচালক জানালেন, এই গানটির শ্যুটিং হয়েছিল আলিয়ার বাস্তব জীবনের বিয়ের মাত্র ৪ দিন পরেই!


ট্যুইট ভাইরাল হয়ে ট্রোলড, কী বললেন গোবিন্দ?


উত্তর ভারতের শোভাযাত্রাকে ঘিরে অশান্তির নিয়ে করা একটি ট্যুইট, আর সেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই মুখ খুললেন বলিউড অভিনেতা গোবিন্দ (Govinda)! অভিযোগ করলেন, তাঁর ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। কিন্তু ঠিক কী ট্যুইট করা হয়েছিল তাঁর অ্যাকাউন্ট থেকে? ঘটনাটা ঠিক কী?  জানা যাচ্ছে,  সম্প্রতি,  উত্তর ভারতের একটি ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে অশান্তির পরিবেশ তৈরি হয়েছিল। এই পরিস্থিতিতে নিজের টুইটার অ্যাকাউন্টে ধর্মীয় হিংসাকে কেন্দ্র করে গোবিন্দর একটি টুইট অনুরাগীদের চোখে পড়ে। সেখানে জনতার বিক্ষোভের ছবি দেখা গিয়েছিল। আর সেই ট্যুইট চোখে পড়তেই তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। অনেকে সেই ট্যুইট নিয়ে ট্রোলিং শুরু করেন। তবে অনেকে আবার পাশেও দাঁড়িয়েছেন তারকার। তাঁরা দাবি করেছিলেন, তাঁর ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে।


বক্সঅফিসে জোর টক্কর হতে চলেছে 'ওএমজি ২' ও 'গদর ২'-এর


একইদিনে মুক্তি পেতে চলেছে দুটি বিগবাজেট ফিল্ম  'ওহ মাই গড ২' ও 'গদর ২'। আর ইতিমধ্য়েই শুরু হয়ে গেছে টিকিট বুকিং।  আগেভাগে টিকিট বুকিং-এর ক্ষেত্রে 'গদর ২' নাকি 'ওহ মাই গড ২' কে এগিয়ে, চোখ রাখব সেই খবরেই। বলিউডসূত্রের খবর, সানি দেওল অভিনীত 'গদর ২'  প্রায় ৫৬ হাজার টিকেট বিক্রি করেছে, যার পরিমাণ ছিল প্রথম দিনে ১.৪৭ কোটি টাকা। অন্যদিকে 'ওএমজি ২'-এর ৭ হাজার ৩০০ টিকিট বিক্রি হয়েছে প্রথম দিনে। যার মূল্য ২৫ লাখ টাকা।


প্রিয় সঙ্গীতশিল্পীর জন্মদিবস পালন 'তাহেরপুর কিশোর কুমার ফ্যান ক্লাব'-এর


কেক কেটে, পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে নদিয়ায় তাহেরপুরে উদযাপিত হল কিশোর কুমারের ৯৪তম জন্মদিবস। শুক্রবার সকালে 'তাহেরপুর কিশোর কুমার ফ্যান ক্লাব'-এর সদস্যরা তাহেরপুর স্টেশন সংলগ্ন রাজ্য সড়কের পাশে একটি ঘরে কিংবদন্তি সঙ্গীতশিল্পীর জন্মবার্ষিকী পালন করেন মহা আড়ম্বরে। সকাল থেকেই ছিল চরম ব্যস্ততা। ফুল, বেলুন, রঙিন কাগজ দিয়ে সাজিয়ে তোলা হয় অনুষ্ঠানস্থল। শিল্পীর প্রতিকৃতিকে মালা দিয়ে সাজিয়ে তোলা হয়। বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত থাকা কিশোর কুমার ফ্যান ক্লাবের প্রায় জনা ৩০ সদস্য, নিজেদের দৈনন্দিন কাজ বন্ধ রেখেই বিভিন্ন গানের মধ্য দিয়ে দিনটি পালন করেন। কেকের ওপর ৯৪ লেখা মোমবাতি জ্বালিয়ে, কেক কেটে শুরু হয় এদিনের অনুষ্ঠান পর্ব। পথচারীদের জন্য করা হয়েছিল মিষ্টিমুখের আয়োজন। আয়োজকরা জানান, এই প্রথমবার শিল্পীর জন্মদিন পালনে সবাই মিলে অনুষ্ঠানের আয়োজন করেন। এছাড়াও দিনভর কিশোর কুমারের কণ্ঠে গাওয়া বিভিন্ন গান পরিবেশন করেন আয়োজকরা। 


আরও পড়ুন: 'Ghoomer': 'অন্ধকার প্রেক্ষাগৃহ'-এর অভিজ্ঞতাকে হারানো কঠিন, মত 'ঘুমর' অভিনেতা অভিষেক বচ্চনের


শিবপ্রসাদ নন্দিতার 'রক্তবীজ' আঁকল কার মুখ?


রাজনীতি, দেশ, রাজ্য, হিংসা... আরও কত কী! এই শব্দ একসঙ্গে গড়ে আকার নিল একটা মুখের। মুক্তি পেল শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy)-এর নতুন ছবি 'রক্তবীজ' (Roktobeej)-এর প্রথম মোশন পোস্টার। সোশ্যাল মিডিয়া থেকে এই পোস্টার শেয়ার করে নিয়েছেন ছবির কলাকুশলীরা। 'ভোরের আকাশ গাঢ় লাল/সময়ের রং কালো/রাজার মুকুট মাটিতে লুটায়/আঁধারে প্রদীপ জ্বালো। আসছে রক্তবীজ। পুজোয় এবার পুজোর ছবি।' সোশ্যাল মিডিয়ায় পোস্টার শেয়ার করে এই লাইনগুলোই লিখেছেন আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)। এই কথা লিখেই ছবির মোশন পোস্টার শেয়ার করে নিয়েছেন ছবির অন্যান্য কলাকুশলীরাও।


অসম্ভবকে সম্ভব করা 'বাঁয় হাত কা খেল'


'বাঁয় হাত কা খেল....' কথাটা বড় হালকা শোনালেও, সত্যি যদি কারও একটা হাতও না থাকে? যার স্বপ্ন বাইশ গজে, দেশকে সর্বসাধারণের কাছে তুলে ধরার স্বপ্ন যে লালন করে আসছে তিলে তিলে.. যদি তার একটা হাত চলে যায় তো? সেই গল্পই তুলে ধরবে অভিষেক বচ্চন (Abhishek Bacchan)-এর নতুন ছবি 'ঘুমর' (Ghoomar)। প্রকাশ্যে এল ছবির ট্রেলার।


'ওহ লাভলি'-একেবারে বাঙালি ছবি'


তিনি যে ছবি করছেন, সেই খবর প্রকাশ্যে এসেছিল আগেই। আর এবার মুক্তি পেল, মদন মিত্রের (Madan Mitra)-র নতুন ছবি 'ওহ লাভলি' (Oh Lovely)-র টাইটেল ট্র্যাক। এই গানে, লাল পাঞ্জাবিতে দেখা গেল ছবির নায়ক ঋক চট্টোপাধ্যায় (Rick Chatterjee) থেকে শুরু করে ছবির পরিচালক হরনাথ চক্রবর্তী (Horonath Chakraborty) পর্যন্ত। কিন্তু সবার মধ্যে তাঁর বিখ্যাত 'ওহ লাভলি' বলে নজর কাড়লেন কামারহাটির বিধায়ক। এই গানটি মুক্তির জন্য শিয়ালদা স্টেশনে হাজির হয়েছিলেন ছবির কলাকুশলীরা। আর সেখানে সাদা শার্ট-কালো প্যান্টে আর সান গ্লাসে সেজে, ঢাকের তালে নাচ করে আসর জমালেন মদন মিত্র। সঙ্গে ছিলেন রাজনন্দিনী, ঋক ও ছবির শিল্পীরাও।


বাবাকে মিষ্টি শুভেচ্ছা 'বেটু' উজানের


আজ টলিউডের অন্যতম জনপ্রিয় পরিচালক ও অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায়ের (Kaushik Ganguly) জন্মদিন। বাবাকে মিষ্টি শুভেচ্ছা জানিয়ে দারুণ একটি ছবি পোস্ট করেন তাঁর ছেলে ও অভিনেতা উজান গঙ্গোপাধ্যায় (Ujaan Ganguly)। বাবা ছেলের একটি ক্যান্ডিড মুহূর্ত ফ্রেমবন্দি। সেটাই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন অভিনেতা উজান গঙ্গোপাধ্যায়। লিখলেন, 'হাজার হাজার সাদা বন্ড পেপার তোমার পার্কার পেনের কালো কালির অপেক্ষায় বসেই থাকে। সামনে দীর্ঘ পথ, ইকির-মিকির লিখে-টিখে, অল্পসল্প-গল্পটল্প বলতে-টলতে হবে। কিন্তু একা নয়। আমায় তোমার 'বেটু' বলো বা তোমার সহযোদ্ধা, একসঙ্গেই যুক্তাক্ষরের মতো গায়ে লেগে থেকে আঁকব অনেক নতুন নতুন ছায়া ও ছবি। শুভ জন্মদিন বাবা।'


কিশোর কুমারের জন্মবার্ষিকীতে বিশেষ শুভেচ্ছাবার্তা ছেলে অমিত কুমারের


৯৪তম জন্মবার্ষিকী কিংবদন্তি সঙ্গীতশিল্পী কিশোর কুমারের (Kishore Kumar Birth Anniversary)। আর বাবার জন্মদিনে তাঁকে তাঁরই ঢঙে শুভেচ্ছা জানিয়ে ভিডিও পোস্ট করলেন শিল্পী অমিত কুমার গঙ্গোপাধ্যায় (Amit Kumar Ganguly)। দু'লাইন গাইলেন কিশোর কুমারের জনপ্রিয় গান, 'ইস দুনিয়া মে পেয়ারে...'।



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial