কলকাতা: পর্দায় ফিরছে 'অরণ্যের দিনরাত্রি'। প্রকাশ্যে এল 'মির্জা' ছবির টিজার। এক ঝলকে দেখে নেওয়া যাক বিনোদন দুনিয়ার কোন কোন খবর নজর কাড়ল সারাদিনে (Top Entertainment News)।


পর্দায় ফিরছে 'অরণ্যের দিনরাত্রি'


পর্দার সত্যজিৎ এবার সত্যজিৎ রায় পরিচালিত ছবিতে ! অভিনেতা জিতু কমল (Jeetu Kamal) যেন বার বার ঘিরে ধরে সত্যজিৎ স্মৃতি । তাঁর নতুন কাজও সেই কিংবদন্তির স্মৃতিমাখা । সুনীল গঙ্গোপাধ্যায় (Sunil Ganguly)-র জন্মদিনে (Birthday) ঘোষণা হল, পর্দায় ফিরছে অরণ্যের দিনরাত্রি (Aranyer Dinratri)। ছবিটির পরিচালনা করছেন অরুণ রায় (Arun Roy) । বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন জিতু কমল (Jeetu Kamal), সোহিনী সরকার (Sohini Sarkar) , কিঞ্জল নন্দ (Kinjal Nanda) , অর্ণ মুখোপাধ্যায় (Arna Mukherjee) , অনুষ্কা চক্রবর্তী (Anushka Chakrabory) ও অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা ।


'বৌদি ক্যান্টিন' ট্রেলার প্রকাশ


সদ্য মুক্তি পেয়েছে ছবি ট্রেলার। আর সেখানে উঠে এসেছে কিছু প্রশ্ন। মেয়েদের স্বাধীন হওয়া মানেই কি পুরুষের মতো হওয়া? ব্যবসা করলে কি বাঙালির জাত যায়? পুরুষালি এবং মেয়েলি, এই বিশেষণগুলো কে বা কারা ঠিক করে? ইত্যাদি। এই সমস্ত প্রশ্নেরই উত্তর পাওয়া যাবে নতুন ছবিতে। পরিচালনায় পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। মুখ্য ভূমিকায় শুভশ্রী গঙ্গোপাধ্যায়।


'দ্য কপিল শর্মা শো' ছাড়লেন চন্দন প্রভাকর


সম্প্রতি জানা গিয়েছে যে, 'দ্য কপিল শর্মা শো'-এর দীর্ঘদিনের সঙ্গী চন্দন প্রভাকরকে আর দেখা যাবে না নতুন সিজনে। এই শোয়ে তিনি 'চন্দু' চরিত্রে অভিনয় করতেন। কৌতুক অভিনেতার শো ছাড়ার সঠিক কারণ এখনও জানা না গেলেও বিভিন্ন সূত্রে খবর, নির্মাতাদের সঙ্গে তাঁর চুক্তি নিয়ে কোনও সমস্যা তৈরি হয়েছে। যদিও চন্দন প্রভাকরের পক্ষ থেকে এমন কথা অফিশিয়ালি জানানো হয়নি। তিনি বরং জানিয়েছেন যে, কোনও নির্দিষ্ট কারণে নয়, একটু বিরতি নেওয়ার জন্যই আসন্ন সিজনে দেখা যাবে না তাঁকে।


ভূপেন হাজারিকার উদ্দেশে গুগলের শ্রদ্ধা


আজ কিংবদন্তি সঙ্গীতশিল্পী ভূপেন হাজারিকার (Bhupen Hazarika) ৯৬তম জন্মবার্ষিকী। আর এই বিশেষ দিনে তাঁর প্রতি শ্রদ্ধা জানাল গুগল (Google), তাদের বিশেষ ডুডলের (Doodle) মাধ্যমে। ২০১১ সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভূপেন হাজারিকা। তিনি একাধারে গায়ক, কবি, সঙ্গীতশিল্পী, পরিচালক ও গীতিকার ছিলেন। সেই কিংবদন্তি শিল্পীর প্রতি গুগলের শ্রদ্ধাজ্ঞাপনে আপ্লুত অনুরাগীরা।


'বিক্রম বেদা'-র ট্রেলার মুক্তি


'বিক্রম বেদা' (Vikram Vedha)-র ট্রেলার মুক্তি পেয়েছে আজ। 'একটা গল্প বলি স্যর? ধৈর্য্য ধরে, মন দিয়ে শুনবেন। এবার কেবল আনন্দই পাবেন না.. অবাকও হবেন..' হাড় হিম করা ঠান্ডা কন্ঠস্বর। টিজারের শুরুটা হয়েছিল এভাবেই। আর ট্রেলারের শেষেও রইল এই একই সংলাপ। কেবল সেখানে রইল সইফ আলি খানের প্রশ্ন, 'তোমার খেলাটা ঠিক কী?' ততোধিক ঠাণ্ডা গলায় ঋত্বিকের উত্তর, 'সেটাই তো আপনাকে খুঁজে বের করতে হবে স্যার।' প্রায় ৩ মিনিটের ট্রেলারের প্রায় গোটাটা জুড়েই রইলেন ঋত্বিক রোশন আর সইফ আলি খান (Saif Ali Khan)। নিজস্ব জায়গা বজায় রাকলেন রাধিকা আপ্তেও। আর ট্রেলারের শেষে কেবল ঘুরতে থাকে একটাই প্রশ্ন, কেবল কি সাদা আর কালোই হয় পৃথিবীতে? নাকি তার মধ্যেও কিছু লুকিয়ে থাকে.. ধূসর কিছু?


আরও পড়ুন: Dev Ishaa: শ্যুটিং থামিয়ে হঠাৎ দেদার ফুচকা খাওয়া, ডায়েট ভুলেছিলেন দেব-ইশা!


 'বাধাপ্রাপ্ত হননি, রণবীর-আলিয়াই মন্দিরে যেতে নারাজ ছিলেন'


সামনেই নতুন ছবি মুক্তি। গত মঙ্গলবার উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন 'ব্রহ্মাস্ত্র' (Bramhastra) ছবির আলিয়া ও রণবীর। কিন্তু মন্দিরে প্রবেশের মুখেই বাধা পান তাঁরা। কিন্তু আজ মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর গলায় শোনা গেল সম্পূর্ণ অন্য সুর। আজ, মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র (Narottam Mishra) বলেন, 'আলিয়া আর রণবীরকে কেউ মন্দিরে ভিতর যেতে বারণ করেননি। মন্দিরের বাইরে প্রতিবাদ হচ্ছিল কেবল। কিন্তু ওই প্রতিবাদ দেখে আলিয়া ও রণবীর নিজেরাই ভিতরে না যাওয়ার সিদ্ধান্ত নেন। কেউ তাঁদের আটকায়নি।'


ডাঃ বক্সী’ মুক্তির তারিখ ঘোষণা


চলতি বছরের ৪ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সপ্তাশ্ব বসু পরিচালিত ‘ডাঃ বক্সী’। মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chattopadhyay), শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly), বনি সেনগুপ্ত (Bonny Sengupta) ও মাহি করকে (Maahi Kar)। এসএমভি স্টুডিওজের প্রযোজনায় ও রোল ক্যামেরা অ্যাকশনের সহ প্রযোজনায় মুক্তি পাবে ছবিটি।


প্রকাশ্যে ‘টাকা লাগে’


মুক্তি পেল দেব (Dev) ও প্রসেনজিৎ (Prosenjit Chatterjee) অভিনীত আগামী ছবি ‘কাছের মানুষ’-এর (Kacher Manush) নতুন গান ‘টাকা লাগে’ (Taka Lage)। লোকগান ‘টাকা লাগে’ থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি এই গান এবার শোনা যাবে ‘কাছের মানুষ’ ছবিতে। ‘কলিযুগে বাঁচতে গেলে টাকা লাগে’... এই সত্য বোধ হয় আমরা সকলেই পদে পদে টের পাই। সেই কথাই আরও একবার মনে করিয়ে দিলেন ‘কাছের মানুষ’ ছবির সঙ্গীত পরিচালক নীলায়ন চট্টোপাধ্যায়।


প্রকাশ্যে 'মির্জা' ছবির টিজার


মুক্তি পেল অঙ্কুশ হাজরার (Ankush Hazra) নতুন ছবি 'মির্জা'র টিজার (Mirza Teaser Out)। চোখ ধাঁধানো অনুষ্ঠানে উন্মোচিত হল তাঁর নতুন কাজের দুর্দান্ত ঝলক। একেবারে নতুন রূপে অঙ্কুশকে দেখতে পাবেন অনুরাগীরা। গায়ে কাঁটা দেওয়া আত্মপ্রকাশ অভিনেতার। খারাপ ভালর সংজ্ঞা যেখানে গুলিয়ে যাবে। মান না সম্মান কোনটা আয় করা বেশি প্রয়োজনীয়, প্রশ্ন তুলবে 'মির্জা'।