এক্সপ্লোর

Top Entertainment News Today: অনুষ্ঠিত হল 'অস্কার ২০২৪', অভিনয় জগতে পা আশা ভোঁসলের নাতনির, বিনোদনের সারাদিন

Top Entertainment News Today: গোটা দিন সারা দেশে বিনোদন দুনিয়ার একাধিক ঘটনা ঘটেছে। দিনের শেষে এক ঝলকে দেখে নেওয়া যাক কোন কোন খবর নজর কাড়ল।

কলকাতা: অনুষ্ঠিত হল চলতি বছরের বহু প্রতীক্ষিত পুরস্কার বিতরণী অনুষ্ঠান 'অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস' (96th Academy Awards)। সেরার তালিকায় রইলেন কারা? অন্যদিকে অভিনয় জগতে পা রাখতে চলেছেন আশা ভোঁসলের নাতনি (Asha Bhosle Granddaughter)। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর, দেখে নিন বিনোদনের সারাদিন (Top Entertainment News)। 

আসছে ঋত্বিক, বনি, উষসীর নতুন ছবি 'আয়ুরেখা'

রাজদীপ ঘোষের (Rajdeep Ghosh) পরিচালনায় আসছে নতুন ছবি, 'আয়ুরেখা' (Ayurekha)। এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty)-কে। সদ্য মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার (Trailer)। আর এবার, মুক্তি পেল ছবির নতুন গান, 'বইছে দুচোখ শ্রাবণে'। আদ্যোন্ত থ্রিলার এই ছবির গল্প সিরিয়াল কিলিংয়ের ঘটনা নিয়ে। শহর জুড়ে বিশেষ পদ্ধতিতে খুন হয়ে যাচ্ছে একের পর এর মানুষ। কাজ করতে করতে বা চেয়ারে বসা অবস্থায়.. খুনি খুন করে যাচ্ছে একের পর এক সাধারণ মানুষকে। কিন্তু সত্যিই কি সাধারণ মানুষ? পুলিশ তদন্ত করে জানতে পারে, যারা খুন হচ্ছে, খুনি তাদের খুন করার আগে দেখে নিচ্ছে গ্রহ-নক্ষত্রের বিশেষ দশা। তারপর?

অস্কারের মঞ্চে 'অপেনহাইমার'-এর জয়জয়কার, সেরার তালিকায় কারা?

এই মঞ্চের দিকে নজর থাকে গোটা বিশ্বের। কোন ছবি, কোন অভিনেতা-অভিনেত্রী কী সাফল্য পেল.. সেদিকে চোখ থাকে সবারই। প্রত্যেক বছরের মতো এবারও অনুষ্ঠিত হয়েছে '৯৬তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস' (96th Academy Awards) বা অস্কার ২০২৪। এই বছর, লস অ্যাঞ্জেলসে বসেছিল তারকাখচিত এই আসর। আর ফলাফলের দিকে চোখ রাখলে, জয়জয়কার দেখা যায় একটি ছবিরই। সেটি 'অপেনহাইমার' (Oppenheimer)।  সবাইকে পিছনে ফেলে, 'ওপেনহাইমার' নিজের ঝুলিতে পুরেছে সাত সাতটি অ্যাওয়ার্ড। অস্কারের মঞ্চে সেরা ছবি হিসেবে উল্লেখ করা হয়েছে 'অপেনহাইমার'-এর নাম। সুতরাং এই অ্যাওয়ার্ড প্রথমেই ঝুলিতে ভরেছেন নোলান। এই ছবির জন্যই সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন ক্রিস্টোফার নোলান। সেরা অভিনেত্রী হিসেবে অস্কারের মঞ্চে সেরা হয়েছেন, এমা স্টোন (Emma Stone)। এছাড়াও, কিলিয়ান মারফি (Cillian Murphy) অস্কার পেয়েছেন সেরা অভিনেতা হিসেবে।

অস্কারের মঞ্চে হঠাৎ নগ্ন হয়ে হাজির জন সিনা!

অস্কারের মঞ্চে সামগ্রিক অনুষ্ঠান সঞ্চালনার ভূমিকায় ছিলেন জিমি কিনেল। আর জন সিনাকে মঞ্চে ডেকে নেওয়া হয়েছিল সেরা কস্টিউম ডিজাইনারের পুরস্কার ঘোষণা করার জন্য। যিনি কস্টিউম ডিজাইনারের পুরস্কার ঘোষণা করবেন, জনগণের যে নজর থাকবে তাঁর পোশাকের দিকেও, সেটাই তো স্বাভাবিক। তবে মঞ্চে এসে এক্কেবারে তাক লাগিয়ে দেন জন সিনা। কোথায় পোশাক? পেশাদার কুস্তিগিরের গায়ে নেই একটি সুতোও! কেবল নিম্নাঙ্গ ঢাকা রয়েছে একটি কার্ডে। যে কার্ডে বিজয়ীর নাম লেখা রয়েছে, সেই কার্ডই নিজের নিম্নাঙ্গ ঢাকার জন্য ব্যবহার করেছেন জন। মঞ্চে তাঁকে এমনভাবে আসতে দেখে হতবাক সকলেই। তবে খোলসা করেন জন নিজেই। কস্টিউম ডিজাইনারের সম্মান জানাতে গিয়ে তিনি আসলে বোঝাতে চেয়েছিলেন, পোশাকের গুরুত্ব। গোটা বিষয়টা ঘটে কয়েক মিনিটের মধ্যেই। গোটা মঞ্চে অবশ্য মোটেই নগ্ন হয়ে ছিলেন না জন। 

অস্কারের মঞ্চে মরণোত্তর সম্মান জানানো হল আর্ট ডিরেক্টর নিতিন দেশাইকে

অনুষ্ঠিত হয়ে গেল '৯৬তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস' (96th Academy Awards)। অস্কারের (Oscars 2024) মঞ্চে মরণোত্তর সম্মান জানানো হল ভারতীয় আর্ট ডিরেক্টর (Art Director), প্রয়াত নিতিন দেশাইকে (Nitin Desai), যিনি 'লগান' (Lagaan), 'যোধা আকবর' (Jodhaa Akbar)-এর মতো দুর্দান্ত ছবির সঙ্গে জড়িত ছিলেন। অস্কার অনুষ্ঠিত হল স্থানীয় সময় অনুযায়ী, ১০ মার্চ, ভারতীয় সময় অনুযায়ী, ১১ মার্চ, লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে। ভারতীয় সিনে দুনিয়ার সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িত প্রয়াত নিতিন দেশাইকে এদিন সম্মান জানানো হয় অস্কারের 'ইন মেমোরিয়াম' (In Memoriam) বিভাগে। একইসঙ্গে সম্মান জানানো হয় টিনা টার্নার, ম্যাথু পেরি প্রমুখকে। অ্যান্ড্রিয়া বোচেলি ও তাঁর ছেলে ম্যাটেও বোচেলি এই বিভাগের সময় পারফর্ম করেন, গেয়ে শোনান 'টাইম টু সে গুডবাই'। 

রাহুলের 'দাদুর কীর্তি' একাধিক চমকে ভরা

ওয়েব সিরিজ মানেই কি একা একা দেখা? কানে হেডফোন, মোবাইল বা ল্যাপটপে চোখ.. তা তো নাও হতে পারে। যদি সবার সঙ্গে একসঙ্গে বসে দেখা মতো একটা ওয়েব সিরিজ তৈরি করা যায়? সেখানে একদিকে থাকবে সামাজিক গল্প আর অন্যদিকে থাকবে ভরপুর বাঙালিয়ানা! একই গল্পে যদি রাখা যায় ভূত, গুপ্তধন, প্রেম, পারিবারিক গল্প আর রবীন্দ্রনাথের ছোঁয়া? সেই ভাবনা থেকেই, হইচই (Hoichoi)-এর হাত ধরে তৈরি হল 'দাদুর কীর্তি' (Dadur Kirti)। এই সিরিজে রয়েছেন, পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Bhandhopadhay)। অনুসূয়া মজুমদার (Anashua Majumdar), সত্যম ভট্টাচার্য্য় (Satyam Bhattacharyya), সৃজলা গুহ (Srijla Guha), শান্তিলাল মুখোপাধ্যায় (Shantilaal Mukherjee), চান্দ্রেয়ী ঘোষ (Chandrayee Ghosh), কাঞ্চন মল্লিক (Kanchan Mallick), ঋতব্রত মুখোপাধ্যায় (Rwitobroto Mukherjee) ও অন্যান্যরা।

আবার হবে অরণ্যে দিনরাত্রি

এই গল্প চার বন্ধুর, থুড়ি বান্ধবীর। সুমন মৈত্রের (Suman Maitra) পরিচালনায় এবার বন্ধুত্ব পাতাবেন, পায়েল সরকার (Paayel Sarkar),  অলিভিয়া সরকার (Alivia Sarkar), রূপসা মুখোপাধ্যায় (Rupsha Mukhopadhyay), তনিমা সেন (Tanima Sen)। মুক্তি পেল নতুন ছবি 'আবার অরণ্যে দিনরাত্রি' (Abar Awronne Din Ratri)-র পোস্টার। এই ছবির ঘোষণা অবশ্য হয়েছিল আগেই। এরপরে, বিশেষ কারণে পিছিয়ে এই ছবির মুক্তি।  ইন্দো আমেরিকানা প্রযোজনা সংস্থার প্রযোজনায় মুক্তি পাবে এই ছবি। কয়েকজন বন্ধুদের গল্প, বন্ধুত্বের গল্প আর অরণ্যকে ভালবাসার গল্প বলে এই ছবি। গল্প অনুযায়ী, ডুয়ার্সের জঙ্গলে ঘুরতে যান তিন নারী। নন্দিনী (Nandini), এনাক্ষী (Enakshi) ও মিঠি (Mithi)। তাঁরা চারজন ভ্লগার। চার বন্ধুর প্রত্যেকেরই নিজস্ব চিন্তাভাবনা রয়েছে, ধ্যানধারণা রয়েছে আর রয়েছে আলাদা আলাদা জীবনের গল্প। 

শাকিব খানের বিপরীতে নায়িকা এবার মিমি চক্রবর্তী

গুঞ্জন ছিলই, অবশেষে সত্যি হল খবর। বাংলাদেশের ছবিতে এবার অভিনয় করছেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। তাঁর বিপরীতে দেখা যাবে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় নায়ক শাকিব খান (Shakib Khan)-কে। এছাড়াও এই ছবিতে থাকবেন বাংলাদেশের অভিনেত্রী নাবিলা (Nabila)। এপার ও ওপার বাংলার নায়ক-নায়িকাদের মিলিয়ে তৈরি এই ছবির নাম 'তুফান' (Toofan)। রাইহান রফি পরিচালিত এই ছবির প্রযোজনায় দায়িত্বে রয়েছেন 'আলফা আই' (Alpha-i), চরকি (Chorki) ও এসভিএফ (SVF)। দুই নায়িকা আর এক নায়কের এই ছবি তৈরির কাজ শুরু হবে খুব তাড়াতাড়ি। 

শাহরুখের পা ছুঁয়ে প্রণাম, 'জওয়ান' পরিচালকের ভিডিও ভাইরাল

সম্প্রতি অনুষ্ঠিত হল 'জি সিনে অ্যাওয়ার্ডস ২০২৪' (Zee Cine Awards 2024)। একগুচ্ছ পুরস্কার ঝুলিতে ভরল শাহরুখ খানের (Shah Rukh Khan) 'পাঠান' (Pathaan) ও 'জওয়ান' (Jawan)। পুরস্কৃত হলেন তারকা পরিচালক অ্যাটলি (Atlee)। মঞ্চে ওঠার আগে তাঁকে দেখা গেল কিং খানের পা ছুঁয়ে প্রণাম করতে। রবিবার রাতের সেই মুহূর্ত হুড়মুড়িয়ে ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। রবিবার অনুষ্ঠিত হল তারকাখচিত 'জি সিনে অ্যাওয়ার্ডস ২০২৪'। সেরার শিরোপা ওঠে 'জওয়ান' পরিচালক অ্যাটলির মাথায়। মঞ্চে নাম ঘোষণা হতেই দেখা গেল আসন ছেড়ে দাঁড়ালেন অ্যাটলি। সকলেই তখন হাততালিতে স্বাগত জানাচ্ছেন তারকা পরিচালককে। তাঁর পাশেই বসেছিলেন তারকা অভিনেতা শাহরুখ খান। করজোড়ে উঠে দাঁড়িয়েই কিং খানের পা ছুঁয়ে প্রণাম করেন পরিচালক। হাসি মুখে তাঁকে থামাতে গেলেও সফল হননি কিং খান। এরপর পরিচালককে জড়িয়ে ধরে, স্নেহের চুম্বন আঁকতে দেখা গেল কিং খানকে। 

'A' ছাড়পত্র পেল 'বাস্তার: দ্য নকশাল স্টোরি'

বিপুল অম্রুতলাল শাহ (Vipul Amrutlal Shah) প্রযোজিত ও সুদীপ্ত সেন (Sudipto Sen) পরিচালিত 'বাস্তার: দ্য নকশাল স্টোরি' (Bastar: The Naxal Story) মুক্তির অপেক্ষায়। সেন্সর বোর্ড (Censor Board) থেকে পেল 'A' ছাড়পত্র। এই ছবি মূলত নকশাল পর্বের সত্য ঘটনা তুলে ধরবে পর্দায়, দাবি নির্মাতাদের। ১২৪ মিনিট দীর্ঘ 'বাস্তার: দ্য নকশাল স্টোরি' ছবিতে রয়েছে একাধিক কুকথা, যার মধ্যে বেশ কিছু 'অশ্রাব্য ভাষা' মিউট করে দেওয়া হবে। এছাড়া এন্ড ক্রেডিটসের ক্ষেত্রে, অর্থাৎ সিনেমার শেষে যে নাম দেখানো হয় সেই লেখার ফন্ট সাইজ বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। নির্মাতাদের বিচক্ষণতা এবং আদর্শ সম্পর্কিত ডিসক্লেমারে একটি ভয়েস-ওভার অন্তর্ভুক্ত করার জন্য অনুরোধ করা হয়েছে। সুদীপ্ত সেনের আগের ছবি 'দ্য কেরালা স্টোরি'তে ১০টা কাটের কথা বলা হয়েছিল, যদিও 'বাস্তার'-এ মাত্র ১৩ মিনিট কাট করা হয়েছে।

আরও পড়ুন: Iman Chakraborty: ঊষা উত্থুপ থেকে জোজোর পারফর্ম্যান্স, নাচে-গানে-রঙে মাতোয়ারা ইমন চক্রবর্তীর 'বসন্ত উৎসব'

সিনে দুনিয়ায় ডেবিউ করতে চলেছেন আশা ভোঁসলের নাতনি

সুখবর দিলেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে (Asha Bhosle)। সিনেমার দুনিয়ায় পা রাখতে চলেছেন তাঁর নাতনি জানাই ভোঁসলে (Zanai Bhosle Debut)। জানাই ভোঁসলেকে দেখা যাবে ছত্রপতি শিবাজি মহারাজের স্ত্রী রানি সাই ভোঁসলের চরিত্রে। সন্দীপ সিংহ পরিচালিত 'দ্য প্রাইড অফ ভারত - ছত্রপতি শিবাজি মহারাজ' (The Pride of Bharat - Chatrapati Shivaji Maharaj) ছবিতে। নাতনির ডেবিউর কথা জানিয়ে নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন গায়িকা। এদিন এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে লেখেন, 'আমার নাতনি জানাই ভোঁসলেকে আসন্ন গ্র্যান্ড এপিক 'দ্য প্রাইড অফ ভারত ছত্রপতি শিবাজি মহারাজ' ছবির হাত ধরে সিনেমায় পা রাখতে দেখে আমি অত্যন্ত আনন্দিত।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News LIVE Updates: ভারত-বাংলাদেশ সীমান্তে পাক মর্টার শেল! আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা
ভারত-বাংলাদেশ সীমান্তে পাক মর্টার শেল! আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা
Purba Burdwan News: বাড়ির বেসমেন্টের ঢাকনা খুলতেই 'চক্ষু চড়কগাছ' পুলিশের, থাক থাক টাকার বান্ডিল; কেজি কেজি গাঁজা ! গ্রেফতার মহিলা
বাড়ির বেসমেন্টের ঢাকনা খুলতেই 'চক্ষু চড়কগাছ' পুলিশের, থাক থাক টাকার বান্ডিল; কেজি কেজি গাঁজা ! গ্রেফতার মহিলা
Shontaan: 'পুষ্পা ২'-এর দাপটে সমস্যায় 'সন্তান'-ও! দক্ষিণ কলকাতার কোনও সিঙ্গল স্ক্রিনে শো পেল না রাজ-শুভশ্রী-মিঠুনের ছবি
'পুষ্পা ২'-এর দাপটে সমস্যায় 'সন্তান'-ও! দক্ষিণ কলকাতার কোনও সিঙ্গল স্ক্রিনে শো পেল না রাজ-শুভশ্রী-মিঠুনের ছবি
Mumbai News: মাঝ সমুদ্রে স্পিডবোটের ধাক্কায় উল্টে গেল যাত্রীবোঝাই নৌকা, মৃত ১৩; উদ্ধার ১০১ জন
মাঝ সমুদ্রে স্পিডবোটের ধাক্কায় উল্টে গেল যাত্রীবোঝাই নৌকা, মৃত ১৩; উদ্ধার ১০১ জন
Advertisement
ABP Premium

ভিডিও

Cancer Vaccine: মারণব্যাধি ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে নতুন দিগন্ত খুলে দিতে চলেছে রাশিয়া?JIS Meet: বিজ্ঞানের নানান প্রযুক্তি নিয়ে আলোচনার জন্য অনুষ্ঠিত হল আন্তর্জাতিক সম্মেলন | ABP Ananda LIVEChok Bhanga Chota: ৩ দিন পার, কোথায় তোলাবাজিতে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর? | ABP Ananda LIVEBangladesh News: কৃষকের খেতে উদ্ধার পাকিস্তানে তৈরি মর্টার শেল ! তড়িঘড়ি হেফাজতে নিল BSF | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News LIVE Updates: ভারত-বাংলাদেশ সীমান্তে পাক মর্টার শেল! আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা
ভারত-বাংলাদেশ সীমান্তে পাক মর্টার শেল! আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা
Purba Burdwan News: বাড়ির বেসমেন্টের ঢাকনা খুলতেই 'চক্ষু চড়কগাছ' পুলিশের, থাক থাক টাকার বান্ডিল; কেজি কেজি গাঁজা ! গ্রেফতার মহিলা
বাড়ির বেসমেন্টের ঢাকনা খুলতেই 'চক্ষু চড়কগাছ' পুলিশের, থাক থাক টাকার বান্ডিল; কেজি কেজি গাঁজা ! গ্রেফতার মহিলা
Shontaan: 'পুষ্পা ২'-এর দাপটে সমস্যায় 'সন্তান'-ও! দক্ষিণ কলকাতার কোনও সিঙ্গল স্ক্রিনে শো পেল না রাজ-শুভশ্রী-মিঠুনের ছবি
'পুষ্পা ২'-এর দাপটে সমস্যায় 'সন্তান'-ও! দক্ষিণ কলকাতার কোনও সিঙ্গল স্ক্রিনে শো পেল না রাজ-শুভশ্রী-মিঠুনের ছবি
Mumbai News: মাঝ সমুদ্রে স্পিডবোটের ধাক্কায় উল্টে গেল যাত্রীবোঝাই নৌকা, মৃত ১৩; উদ্ধার ১০১ জন
মাঝ সমুদ্রে স্পিডবোটের ধাক্কায় উল্টে গেল যাত্রীবোঝাই নৌকা, মৃত ১৩; উদ্ধার ১০১ জন
IMA Election: IMA বেঙ্গলের ভোটে বাউন্সার! ফের রাজ্য সম্পাদক নির্বাচিত শান্তনু সেন
IMA বেঙ্গলের ভোটে বাউন্সার! ফের রাজ্য সম্পাদক নির্বাচিত শান্তনু সেন
Bidhannagar Mela 2024: 'কেন বেসরকারি সংস্থাকে দায়িত্ব?' বিধাননগর মেলা নিয়ে সরব খোদ পুরসভার চেয়ারম্যান
'কেন বেসরকারি সংস্থাকে দায়িত্ব?' বিধাননগর মেলা নিয়ে সরব খোদ পুরসভার চেয়ারম্যান
Rohit On Ashwin: অবসর ঘোষণার আগে রোহিতের সঙ্গে কী আলোচনা হয়েছিল অশ্বিনের, জানালেন অধিনায়ক নিজেই
অবসর ঘোষণার আগে রোহিতের সঙ্গে কী আলোচনা হয়েছিল অশ্বিনের, জানালেন অধিনায়ক নিজেই
Ashwin Retirement: একা সৌরাশিস নয়, এক বল নাকানিচোবানি খাইয়েছিল কার্তিক, বালাজিকেও! অশ্বিনের কেরামতির গল্প
একা সৌরাশিস নয়, এক বল নাকানিচোবানি খাইয়েছিল কার্তিক, বালাজিকেও! অশ্বিনের কেরামতির গল্প
Embed widget