কলকাতা: ঘোষণা করা হল '৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার'-এর (69th National Film Awards) বিজয়ীদের তালিকা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বর্ষীয়ান অভিনেত্রী সীমা দেও (Seema Deo Death)। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর, দেখে নিন বিনোদনের সারাদিন (Top Entertainment News)।


প্রয়াত 'আনন্দ' অভিনেত্রী সীমা দেও


বিনোদন জগতে ফের শোকের ছায়া। প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী সীমা দেও (Seema Deo Passes Away)। বয়স হয়েছিল ৮১ বছর। অভিনেত্রীর ছেলে, জনপ্রিয় পরিচালক অভিনয় দেও (Abhinay Deo), এই দুঃসংবাদ দেন। হিন্দি (Hindi) ও মরাঠি (Marathi), দুই ফিল্ম ইন্ডাস্ট্রিতেই তাঁর কাজ জনপ্রিয়তা লাভ করেছিল। 'আনন্দ', 'কোশিশ' ও 'কোরা কাগজ' ছবির মতো একাধিক নামী ছবিতে অভিনয় করেছিলেন সীমা দেও। হিন্দি ও মরাঠি, দুই চলচ্চিত্র জগতেই তাঁর সফল কেরিয়ার। অশীতিপর অভিনেত্রীর শেষ নিঃশ্বাস ত্যাগ করার খবর দেন তাঁর ছেলে, পরিচালক অভিনয় দেও। বিগত প্রায় তিন বছর ধরে, সীমা দেও, অ্যালঝাইমার্সে আক্রান্ত ছিলেন। 


অক্ষয় নায়ক, চন্দ্রযান ৩-র সাফল্য নিয়ে ছবি হবে বলিউডে?


তাঁর অভিনীত ছবি 'মিশন মঙ্গল' (Mission Mangal) বক্স অফিসে সাফল্য পেয়েছিল। আর 'চন্দ্রযান ৩' (Chandrayaan 3)-এর সাফল্যের পরে, 'মিশন মুন' (Mission Moon) ছবিতে অক্ষয় কুমার (Akshay Kumar)-কে দেখার আর্জি অনুরাগীদের! বুধবার চন্দ্রযানের সফল অবতরণের পরে, 'এক্স' ভাসল অক্ষয় কুমার ও 'চন্দ্রযান ৩' সংক্রান্ত পোস্টে! অনেকেই লেখেন, 'বলিউড অক্ষয় কুমারকে নিয়ে মিশন মুন ছবি এই ঘোষণা করল বলে।' অনেকে আবার লিখেছেন, 'এবার রুপোলি পর্দায় চন্দ্রযানকে চাঁদে নিয়ে যাবেন অক্ষয়।' তবে সত্যই অক্ষয় কুমারকে নিয়ে এমন কোনও ছবির পরিকল্পনার কথা আদৌ বলিউডের অন্দরে চলছে কি না, সে খবর এখনও অজানাই।


চন্দ্রযান ৩ সাফল্য পেতেই 'সুর বদলে' প্রশংসায় পঞ্চমুখ প্রকাশ রাজ


চন্দ্রযানের সাফল্যের প্রার্থনায় যখন মগ্ন ছিল গোটা দেশ, তখন সেই মিশনকে কটাক্ষ করেই বাঁকা পোস্ট করেছিলেন এই বর্ষীয়ান অভিনেতা। এর ফল ভাল হয়নি মোটেই। সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত ট্রোলিংয়ের শিকার হয়েছিলেন তিনি। পরবর্তীতে নিজের পোস্টের সাফাই দিয়ে অপর পোস্ট করলেও, তা নেহাতই ধোপে টেঁকেনি। কিন্তু 'চন্দ্রযান ৩' চাঁদের মাটি ছোঁয়ার পরেই সুর বদলাল বর্ষীয়ান অভিনেতার 'এক্স' এর দেওয়ালে। চন্দ্রাভিযানকে ভূয়সী প্রশংসায় ভরালেন অভিনেতা প্রকাশ রাজ (Prakash Raj)। 


তাইল্যান্ডে প্রেমিক সৌম্যর সঙ্গে ছুটিযাপন সন্দীপ্তার


সদ্য তাইল্যান্ড থেকে ছুটি কাটিয়ে ফিরেছেন অভিনেত্রী সন্দীপ্তা সেন (Sandipta Sen)। সোশ্যাল মিডিয়ায় আজ একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। সঙ্গে ছিলেন তাঁর প্রেমিক সৌম্য মুখোপাধ্যায় (Soumya Mukherjee)। তবে কেবল সন্দীপ্তা ও সৌম্য নয়, সঙ্গী হয়েছিলেন অভিনেত্রীর বন্ধুরাও।


আরও পড়ুন: Vivek Agnihotri: ‘জাতীয় অখণ্ডতা' রক্ষার পুরস্কার, কী প্রতিক্রিয়া ‘দ্য কাশ্মীর ফাইলস’ পরিচালকের?


'৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার' পেলেন কারা?


'৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার' প্রাপকদের তালিকায় রইল বাংলার একাধিক নাম, বলিউড ও দক্ষিণী ছবিও। সেরা ফিচার ফিল্ম হিসেবে নির্বাচিত হল 'রকেটরি: দ্য নাম্বি প্রজেক্ট', সেরা অভিনেত্রী হিসেবে যুগ্ম জয় আলিয়া ভট্ট ও কৃতী শ্যাননের। সেরা অভিনেতা হলেন 'পুষ্পারাজ' অল্লু অর্জুন। সেরা বাংলা ফিচার ফিল্ম হিসেবে নির্বাচিত হল 'কালকক্ষ: হাউজ অফ টাইম'। সেরা হিন্দি ফিচার ফিল্ম হিসেবে পুরস্কৃত 'সর্দার উধম'। সেরা সহ অভিনেতা হলেন পঙ্কজ ত্রিপাঠী, সেরা সহ অভিনেত্রী হিসেবে নির্বাচিত পল্লবী যোশী। একাধিক বিভাগে পুরস্কৃত হল দক্ষিণের জনপ্রিয় ছবি 'আর আর আর'। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial