কলকাতা: নিজের সম্পর্ক নিয়ে মুখ খুললেন কৃতী শ্যানন (Kriti Sanon)। প্রকাশ্যে 'হত্যাপুরী'র ট্রেলার (Hatyapuri Trailer Out)। সৌদি আরবে শ্যুটিং শেষ করলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। এক ঝলকে দেখে নেওয়া যাক বিনোদন দুনিয়ার কোন কোন খবর নজর কাড়ল সারাদিনে (Top Entertainment News)।


প্রভাস-কৃতী সম্পর্কে জল্পনার অবসান


কয়েকদিন ধরেই বলিউডে চাপা গুঞ্জন শোনা যাচ্ছিল, 'আদিপুরুষ' মুক্তির পরেই বাগদান সারবেন দক্ষিণী তারকা প্রভাস ও বলিউড অভিনেত্রী কৃতী শ্যানন। সম্প্রতি এক অনুষ্ঠানে এসে বরুণ ধবনের মন্তব্য শুনে সকলে এমনটাই বিশ্বাস করছিলেন। তবে সেই জল্পনার অবসান হল অচিরেই। কৃতী শ্যাননের পোস্টেই সেই জল্পনা কাটল। কৃতী শ্যানন মঙ্গলবার নিজের ইনস্টাগ্রামে স্টোরি দিয়ে জানান তাঁর প্রেম ও বিয়ে নিয়ে যে সমস্ত খবর ছড়াচ্ছে সবটাই ভুয়ো। পুরোটাই মজা করে বলা ও করা হয়েছে। তাঁর ও প্রভাসের সম্পর্ক নিয়ে ওঠা গুঞ্জন একেবারে 'ভিত্তিহীন' বলে দাবি কৃতীর। স্টোরিতে তিনি 'ফেক নিউজ' স্টিকারও যোগ করেছেন। গোটা পোস্টটাই তিনি করেছেন 'ভেড়িয়া' ঢঙে।


প্রত্যেকটি বিভাগই লাইভ টেলিকাস্ট হবে 'অস্কার ২০২৩'-এ


'অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস'-এর সিইও বিল ক্রেমার বলেছেন, 'আমি নিশ্চিত করতে পারি যে সমস্ত বিভাগ লাইভ টেলিকাস্টে অন্তর্ভুক্ত করা হবে।' ২০২২ সালের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের মূল টেলিকাস্ট থেকে আটটি ভিন্ন ভিন্ন অস্কার বিভাগ - অরিজিন্যাল স্কোর, মেকআপ অ্যান্ড হেয়ারস্টাইলিং, ডকুমেন্টারি শর্ট, ফিল্ম এডিটিং, প্রোডাকশন ডিজাইন, অ্যানিমেটেড শর্ট, লাইভ অ্যাকশন শর্ট এবং সাউন্ড বাদ পড়ার পরে এই খবরটি প্রকাশ্যে আসে। গত বছর সব বিভাগ লাইভ টেলিকাস্ট না হওয়ায় ফিল্ম ইন্ডাস্ট্রিতেই সমালোচনার ঝড় ওঠে।


মা হচ্ছেন মালাইকা? উত্তর দিলেন অর্জুন


বুধবার নিজের সোশ্যাল মিডিয়ায় এক সংবাদ সংস্থাকে নিশানা করে বিস্ফোরক পোস্ট করলেন অর্জুন কপূর। একই পোস্ট করলেন মালাইকা অরোরা। এক জাতীয়স্তরের বিনোদন সংবাদ সংস্থার পক্ষ থেকে একটি খবর প্রকাশ করা হয়। বুধবার 'মালাইকা অরোরা কি অন্তঃসত্ত্বা?' শীর্ষক ওই খবরটির স্ক্রিনশট পোস্ট করে ক্ষোভ উগরে দেন অর্জুন কপূর। অভিনেতার পরিষ্কার বক্তব্য, 'আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে ছেলেখেলা করবেন না'।


ইডি-র কাছে হাজিরা দিলেন বিজয় দেবেরাকোন্ডা


বিজয় দেবেরাকোন্ডাকে ডেকে পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 'লাইগার' তৈরির ক্ষেত্রে আর্থিক তছরুপের তদন্তের জন্য তাঁকে ডাকা হয় হায়দরাবাদের অফিসে। কেন্দ্রীয় সংস্থা 'ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট আইন' লঙ্ঘনের অভিযোগের তদন্ত করছে। সূত্রের খবর অনুযায়ী, ছবির ফান্ড কোথা থেকে আসত সেই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয়েছে অভিনেতাকে। এছাড়া বিজয় দেবেরাকোন্ডার পারিশ্রমিক, মার্কিনি বক্সার মাইক টাইসন সহ বাকি অভিনেতাদের পারিশ্রমিক সম্পর্কেও প্রশ্ন করা হতে পারে। 


প্রকাশ্যে 'হত্যাপুরী'র ট্রেলার


সন্দীপ রায়ের (Sandip Ray) হাত ধরে ফের বড়পর্দায় আসছে ফেলুদা (Feluda)। একেবারে নতুন লুকে, নতুন কাস্টে হাজির হচ্ছেন ফেলুদা, তোপসে ও লালমোহন বাবু। আজ প্রকাশ্যে এল 'হত্যাপুরী'র বহু প্রতীক্ষিত ট্রেলার। শ্যাডো ফিল্মসের সহযোগিতায় ঘোষাল মিডিয়া এন্টারটেনমেন্ট নিবেদিত, সন্দীপ রায় পরিচালিত 'হত্যাপুরী' ছবির ট্রেলার এল প্রকাশ্যে। ২০২২ সালের বড়দিনে মুক্তি পাচ্ছে এই ছবি। সত্যজিৎ রায়ের 'হত্যাপুরী' উপন্যাস অবলম্বনে এই ছবি তৈরি করেছেন সন্দীপ রায়। এই ছবিতে ফেলুদার চরিত্রে দেখা যাবে ইন্দ্রনীল সেনগুপ্তকে। জটায়ুর চরিত্রে অভিজিৎ গুহ এবং তোপসের চরিত্রে রয়েছেন আয়ুষ দাস। ছবিতে অন্যান্য চরিত্রে রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, সাহেব চট্টোপাধ্যায়, ভরত কল প্রমুখ। এই গল্পে দেখা যাবে, পুরী ভ্রমণে গিয়েও কীভাবে রহস্যের মায়াজালে জড়িয়ে পড়ছেন ফেলুদা-তোপসে-জটায়ু।


আরও পড়ুন: Oscars 2023 Live Telecast: সমালোচনার জের! 'অস্কার ২০২৩'-এর প্রত্যেকটি বিভাগই সরাসরি সম্প্রচারিত হবে


সৌদি আরবের শ্যুটিং শিডিউল র‍্যাপ-আপ শাহরুখের


'ডাঙ্কি'র সৌদি আরবের (Saudi Arabia) শ্যুটিং শিডিউল শেষ করলেন অভিনেতা। রাজকুমার হিরানির পরিচালনায় এই প্রথম অভিনয় করতে চলেছেন কিং খান। ছবির নাম 'ডাঙ্কি'। বুধবার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা পোস্ট করেন শাহরুখ।  সেখানে তিনি সৌদি আরবে শ্যুটিং শেষের কথা জানান। ছবির গোটা টিম, পরিচালক রাজকুমার হিরানি ও সৌদি আরবের সংস্কৃতি মন্ত্রককে ধন্যবাদ জানান। সৌদি আরবের ছবির মতো প্রকৃতির কোলে শ্যুটিং করতে পেরে কৃতজ্ঞ কিং খান।