কলকাতা: বিদেশ যাত্রার পথে বিমানবন্দরে আটক বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। এবার বড়পর্দায় আসছে বিনয় - বাদল - দীনেশের গল্প। জেনে নিন আজকে বিনোদনের কোন কোন খবর নজর কাড়ল জন সাধারণের।
আর্থিক তছরুপে নাম জ্যাকলিনের
আর্থিক তছরুপ মামলায় প্রকাশ্যে এল নতুন তথ্য। অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে ৫২ লক্ষ টাকা মূল্যের একটি ঘোড়া ও ৯ লক্ষ টাকা মূল্যের পারস্যের একটি বিড়াল সহ মোট ১০ কোটি টাকার উপহার দিয়েছিল অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর। চার্জশিটে ইডি এমনটাই জানিয়েছে বলে সূত্রের খবর।
বিমানবন্দরে আটক অভিনেত্রী
বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে (Jacqueline Fernandez) মুম্বই বিমানবন্দরে (Mumbai Airport) আটক করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। দিল্লিতে অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের বিরুদ্ধে তোলাবাজির মামলা চলছে। তাই এখন বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি হল অভিনেত্রীর, খবর সূত্রের।
আসছে 'লেহরা দো'
আসছে রণবীর সিংহ অভিনীত 'এইট্টি থ্রি' (83)। ইতিমধ্যেই ছবির ট্রেলার মন ছুঁয়েছে সাধারণ মানুষের। মুক্তি পেল ছবির প্রথম গান 'লেহরা দো'-এর (Lehra Do) টিজার। এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্য়ান্ডলে খোদ অভিনেতাই পোস্ট করেন সেই টিজার। আগামীকাল গোটা গান মুক্তি পাবে।
আরও পড়ুন: Akshay Kumar in Ram Setu: 'দিউ তোমাকে মন দিলাম,' শ্যুটিং শেষে পোস্ট অক্ষয় কুমারের
কেমন আছেন প্রিয়ঙ্কা সরকার?
বাইকে আহত অভিনেত্রী প্রিয়ঙ্কা সরকার। শনিবার অস্ত্রোপচারের পরই ভক্তদের উদ্দেশে অভিনেত্রী বার্তা দেন, 'আপনাদের প্রার্থনা ও শুভকামনার জন্য ধন্যবাদ। অস্ত্রোপচার হয়েছে। এখন একদম ঠিক আছি। তবে সেরে উঠতে সময় লাগবে। আশা করি, আপনারা আমার পাশে থাকবেন।'
আরোগ্য কামনায় ঋদ্ধি
অভিনেত্রী প্রিয়ঙ্কা সরকারের দ্রুত আরোগ্য কামনা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন অপর অভিনেতা ঋদ্ধি সেন (Riddhi Sen)। প্রিয়ঙ্কার সঙ্গে একটি ছবি পোস্ট করে ঋদ্ধি লেখেন, 'সেই শক্ত মানুষটার উদ্দেশে, চোখের নিমেষে এই দুর্যোগ কাটিয়ে উঠবে তুমি এবং খুব তাড়াতাড়ি তুমি নিজের পায়ে দাঁড়িয়ে আবার কাজে ফিরবে। এই ঘটনা তোমাকে কেবল আরও শক্ত করে তুলবে। আবার ফিল্ডে দেখা হবে খুব তাড়াতাড়ি।'
বড়পর্দায় বিনয়-বাদল-দীনেশ
কান সিং সোধার প্রযোজনা সংস্থার আগামী ছবি '৮/১২' - র ট্রেলার আসছে আগামী ৮ ডিসেম্বর। বিনয় বসু, বাদল গুপ্ত ও দীনেশ গুপ্তর দুঃসাহসিক রাইটার্স অভিযানকে কেন্দ্র করে তৈরি হয়েছে এই ছবি। অরুণ রায় পরিচালিত এই ছবির ট্রেলার মুক্তি পাবে সেই ঐতিহাসিক দিনে, ১৯৩০ সালে যে দিন রাইটার্স বিল্ডিংয়ে অনুপ্রবেশ করে অত্যাচারী সিম্পসনকে হত্যা করেছিলেন ভারতের দুঃসাহসী তিন সন্তান। সারা দেশ যাঁদের এক কথায় বিনয়-বাদল-দীনেশ নামে চেনে। ছবিতে উঠে আসতে চলেছে ভারতের স্বাধীনতা সংগ্রামের সেই গুরুত্বপূর্ণ অধ্যায়ের বাঙ্ময় চিত্র।
'ব্লকবাস্টার' তড়প
নবাগত অভিনেতা অহন শেট্টি (Debutant Ahan Shetty) ও অভিনেত্রী তারা সুতারিয়ার (Tara Sutaria) ছবি 'তড়প' (Tadap) মুক্তি পেয়েছে সম্প্রতি। মুক্তির দ্বিতীয় দিনে মোট ৮.১৭ কোটি টাকার (Rs 8.17 crore) ব্যবসা করল ছবিটি। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ (Trade analyst Taran Adarsh) প্রথমে জানান শুক্রবার মুক্তির পর ৪.০৫ কোটি টাকার ব্যবসা করে ছবিটি। তিনিই পরদিন জানান শনিবার অর্থাৎ দ্বিতীয় দিনে ছবিটি মোট ৮.১৭ কোটি টাকার ব্যবসা করেছে। ট্যুইট করে এই খবর দেন তিনি।