India Pakistan Tension: পাকিস্তানের সমস্ত ওয়েব সিরিজ, সিনেমা, গান সব ওটিটি প্ল্যাটফর্ম থেকে সরানোর নির্দেশ ভারত সরকারের
Pakistan Web Series, Cinema: এবার, পাকিস্তানে তৈরি ওয়েব সিরিজ়, সিনেমা, গান, পডকাস্ট বা এই ধরনের যে কোনও জিনিস সম্প্রচারের মাধ্যম থেকে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে নয়াদিল্লির তথ্য ও সম্প্রচার মন্ত্রক

কলকাতা: ভারতের কাশ্মীরে জঙ্গি হামলা আর তারপরে ভারতের প্রত্যাঘাত.. গোটা দেশ এখন উত্তেজনায় ফুটছে। চলতি বছরের ২২ এপ্রিল ভারতের পহেলগাঁওয়ের বৈসরণ ভ্যালিতে জঙ্গি হামলা হয়। বেছে বেছে হত্যা করা হয় নির্দোষ হিন্দু পর্যটকদের। আর এই ঘটনার পরে প্রত্যাঘাত করেছে ভারত। আর সেই প্রত্যাঘাতের নাম 'অপারেশন সিঁদুর'। মিসাইল হামলায় গুঁড়িয়ে গিয়েছে পাকিস্তানের ৯টা জঙ্গি ঘাঁটি। মৃত্যু হয়েছে বহু জঙ্গির, এমনটাই খবর সূত্রের। আর এই পরিস্থিতিতে, ভারত পাকিস্তান সম্পর্কের প্রভাব পড়েছে বিনোদন দুনিয়ার ওপর। আগেই ভারতের সোশ্যাল মিডিয়া থেকে বাতিল করা হয়েছিল পাকিস্তানের অভিনেতা অভিনেত্রী ও নেটপ্রভাবীদের অ্যাকাউন্ট। আর এবার, পাকিস্তানে তৈরি ওয়েব সিরিজ়, সিনেমা, গান, পডকাস্ট বা এই ধরনের যে কোনও জিনিস সম্প্রচারের মাধ্যম থেকে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে নয়াদিল্লির তথ্য ও সম্প্রচার মন্ত্রক। অবিলম্বে এই নির্দেশ কার্যকর করার আদেশ দিয়েছে সরকার। অর্থাৎ ভারতে বসে পাকিস্তানে তৈরি কোনও ওয়েব সিরিজ , সিনেমা, গান বা পডকাস্ট আর দেখা যাবে না।
বিবৃতিতে বলা হয়েছে, ‘ভারতের সার্বভৌমত্ব এবং অখণ্ডতাকে প্রভাবিত করে, দেশের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক, অন্য দেশের সঙ্গে ভারতের সম্পর্কের পক্ষে ক্ষতিকারক বা হিংসা ছড়ায় এমন বিষয়বস্তু সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকতে হবে। ভারতের সংহতি, অখণ্ডতা, প্রতিরক্ষা, নিরাপত্তা বা সার্বভৌমত্বের পক্ষে ক্ষতিকর কোনও তথ্য যাতে সম্প্রচারিত, প্রকাশিত না হয়, প্রচারকারী মাধ্যমগুলিকে সেই সমস্ত বিষয় মাথায় রাখতে হবে।’ বিবৃতিতে আরও বলা হয়েছে, ভারতে যে সন্ত্রাসবাদী হামলা হয়েছে, তার সঙ্গে পাকিস্তানের যোগসাজোশ আছে বলেই প্রমাণিত হয়েছে।২২ এপ্রিল যে জঙ্গি হামলা হয়েছে, তাতে ভারতীয় ও নেপালি নাগরিকের মৃত্যু হয়েছে। তাই জাতীয় সুরক্ষার কথা মাথায় রেখে সকল ওটিটি প্ল্যাটফর্ম, চ্যানেল এবং প্রচারকারী মাধ্যমকে পাকিস্তানে তৈরি ওয়েব সিরিজ়, সিনেমা, গান, পডকাস্ট অবিলম্বে সরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
অন্যদিকে, আজ পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেমকে আক্রমণ ভারতের। পাকিস্তানের রেডার সিস্টেমকে ধ্বংস করল ভারত। লাহৌরে পাক এয়ার ডিফেন্স ইউনিটের HQ নাইন সিস্টেম ভেঙে খানখান। রাওয়ালপিণ্ডির এয়ার ডিফেন্স সিস্টেমকেও নষ্ট করল ভারত। পাকিস্তানের কাছে থাকা চিন থেকে আনা HQ নাইন সিস্টেম বিকল। হামলার আঁচ পেয়েই সক্রিয় ভারতীয় সেনা। ইন্টিগ্রেটেড কাউন্টার UAS গ্রিড অ্যান্ড এয়ার ডিফেন্স সিস্টেম কাজে লাগিয়েছে ভারত। পাকিস্তানের মিসাইল ধ্বংস করতে প্রথমবার S-400 অ্যান্টি মিসাইল সিস্টেম ব্যবহার করল ভারত। এই S-400 অ্যান্টি মিসাইল সিস্টেমকে ডাকা হয় সুদর্শন বলে। সুদর্শন চক্রে ছিন্নভিন্ন পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম। রাশিয়া থেকে কেনা হয়েছিল S-400 অ্যান্টি মিসাইল সিস্টেম। পাকিস্তানের রেডার সিস্টেম ধ্বংস করেছে ভারতের হারপি ড্রোন। পাক মিসাইলগুলিকে নিষ্ক্রিয় করেছে ভারতের S-400 অ্যান্টি মিসাইল সিস্টেম। ভারতের অ্যাকশনে ভীত পাকিস্তান, ইসলামাবাদে বাজছে সাইরেন।






















