নয়াদিল্লি: 'গ্র্যামি অ্যাওয়ার্ডস'-এর জন্য মনোনীত (Grammy Awards 2024 nomination) হল 'অ্যাবানডান্স ইন মিলেটস' ('Abundance in Millets') গানটি যেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) বক্তৃতার অংশ রয়েছে। 'বেস্ট গ্লোবাল মিউজিক পারফর্ম্যান্স' ('Best Global Music Performance') বিভাগে মনোনীত হল গানটি।
গ্র্যামিতে মনোনয়ন পেল মোদির গান
ফালু ও গৌরব শাহের তৈরি গান 'অ্যাবানডান্স ইন মিলেটস'। এই গানে নরেন্দ্র মোদির বক্তৃতার একটি অংশ রয়েছে যা তিনি চলতি বছরের 'গ্লোবাল মিলেট কনফারেন্স' (শ্রী আন্না) শুরুর সময় দিয়েছিলেন। গ্র্যামির অফিসিয়াল এক্স হ্যান্ডলে এই গানের মনোনয়নের কথা ঘোষণা করা হয়েছে।
দিল্লি ইভেন্টের এই বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেছিলেন, 'আমি আনন্দিত যে আজ, বিশ্ব যখন 'ইন্টারন্যাশনাল মিলেট ইয়ার' উদযাপন করছে, ভারত এই অভিযানের নেতৃত্ব দিচ্ছে।' ফালু ও গৌরব শাহ্ প্রধানমন্ত্রী বক্তৃতার একটি অংশ তাঁদের গানে ব্যবহার করেছে। মিউজিক ভিডিওটি ভারতে বাজরা বৃদ্ধির প্রক্রিয়াকে চিত্রিত করে এবং উল্লেখযোগ্যভাবে ক্ষুধা হ্রাস করার সম্ভাবনা দেখায়।
গৌরব শাহ (Gaurav Shah) ও ফাল্গুনী শাহ (Falguni Shah) ওরফে ফালু এই গানটি গেয়েছেন। গৌরব ও ফালুর সঙ্গে কেনিয়া অটি, গ্রেগ গনজালেজ ও সৌম্য চট্টোপাধ্যায় একসঙ্গে এই গানটি লিখেছেন এবং তৈরি করেছেন। মিউজিক ভিডিওটির প্রযোজনা করেছেন কেনিয়া অটি।
প্রসঙ্গত, ওই একটি বিভাগে মনোনয়ন পাওয়া বাকি গানগুলি হল, এডগার মেয়ার ও জাকির হোসেন 'পাশতো' যাতে রাকেশ চৌরাসিয়াকে দেখা গেছে। আরুজ আফতাব, বিজয় আইয়ার ও শেহজাদ ইসমাইলির 'শ্যাডো ফোর্সেস', বার্না বয়ের 'অ্যালোন', ডেভিডোর 'ফিল', সিলভানা এস্ট্রাডার 'মিলাগ্রো ওয়াই ডিসাস্টার' ইত্যাদি। ফালু শাহ একাধিক গ্র্যামি অ্যাওয়ার্ডসের মনোনয়ন পেয়েছেন এ পর্যন্ত। ২০২২ সালে তিনি 'বেস্ট চিলড্রেনস অ্যালবাম' বিভাগে গ্র্যামি পান 'এ কালারফুল ওয়ার্ল্ড' অ্যালবামের জন্য।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial