নয়াদিল্লি: দিল্লিতে (Delhi) নৃশংস হত্যাকাণ্ড। প্রেমিকাকে ৩৫ টুকরো করল যুবক। লিভ-ইন সম্পর্কে (Live In Relationship) ছিলেন তাঁরা। সূত্রের খবর অনুযায়ী, বান্ধবীকে প্রথমে দমবন্ধ করে তারপর তাঁকে টুকরো টুকরো (chopped) করে ফেলেন প্রেমিক। ঘটনা প্রকাশ্যে আসতেই শিউরে উঠেছেন তামাম দেশবাসী।


বান্ধবীকে ৩৫ টুকরো যুবকের


দিল্লির মেহরৌলিতে ভয়ঙ্কর হত্যাকাণ্ড। লিভ-ইন সম্পর্কে থাকা সঙ্গীর দেহ টুকরো টুকরো করে ১৮ দিন ধরে তা জঙ্গলে ফেলে দেয়। সূত্রের খবর, প্রত্যেকদিন রাত ২টোর সময় অভিযুক্ত যুবক বাড়ি থেকে বেরিয়ে জঙ্গলে দেহের টুকরো ফেলতে যেতেন।


অভিযুক্তকে ৫ দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। অভিযুক্তের নাম আফতাব আমিন পুনাওয়ালা। বয়স ২৮। অভিযোগ গোটা ঘটনার সূত্রপাত, ঝগড়া থেকে। অভিযুক্ত ১৮ মে তাঁর লিভ-ইন পার্টনার শ্রদ্ধা ওয়াকারের গলা টিপে ধরেন। এরপর তাঁর দেহকে ৩৫ টুকরো করেন। সূত্রের খবর সেই টুকরো রাখার জন্য ৩০০ লিটার ওজনের একটি ফ্রিজও কেনেন নাকি যুবক। এরপরের ১৮ দিন ধরে, তিনি মেহরৌলির জঙ্গলের (Mehrauli forest ) বিভিন্ন এলাকায় টুকরোগুলি ফেলতে থাকেন বলেও খবর।


সাউথ ডিস্ট্রিক্টের অ্যাডিশনাল ডিসিপি-আই অঙ্কিত চৌহান বলেন, 'মুম্বইয়ে কর্মসূত্রে দু'জনের আলাপ ও প্রেম। এরপর এপ্রিলের শেষের দিকে বা মে মাসের প্রথম সপ্তাহে তারা দিল্লিতে চলে আসে পরিবারের থেকে মত না পেয়ে। মে মাসের মাঝের দিকে বিয়ে নিয়ে তাঁদের মধ্যে ঝগড়া হয়। সমস্যা বাড়তে থাকলে প্রেমিকার ওপর চড়াও হন যুবক।' তিনি আরও জানান, অভিযুক্ত প্রেমিকার দেহাংশ ফ্রিজে রেখে দেন ও বিভিন্ন সময়ে গিয়ে নিষ্পত্তি ঘটিয়ে আসেন।


২৬ বছর বয়সী শ্রদ্ধা মুম্বইয়ের একটি মাল্টি ন্যাশনাল কোম্পানির কল সেন্টারে চাকরি করতেন। এরপর তাঁরা সম্পর্কে জড়িয়ে পড়লে একসঙ্গে থাকা শুরু করেন। প্রেমিকার পরিবার এই সম্পর্কের বিরোধিতা করলে তারা মুম্বই থেকে পালিয়ে দিল্লিতে এসে থাকতে শুরু করেন। মেহরৌলির একটি ফ্ল্যাটে থাকতেন তাঁরা।


এই অঘটনের পর শ্রদ্ধার এক বন্ধু তার দাদাকে খবর দেয় যে প্রায় ২ মাসের বেশি সময় ধরে তার ফোন স্যুইচ অফ। ৮ নভেম্বর, শ্রদ্ধার বাবা বিকাশ মদান ওয়াকার মেয়ের খোঁজে দিল্লিতে এসে ফ্ল্যাটে তালা ঝোলানো দেখতে পান। তৎক্ষণাৎ তিনি মেহরৌলি পুলিশ স্টেশনে গিয়ে অপহরণের অভিযোগ দায়ের করেন। অভিযোগে, তিনি এও বলেন যে শ্রদ্ধা আগে তাঁকে বলেছিলেন পুনাওয়ালা প্রায়শই মারধর করে। এই অভিযোগের ভিত্তিতে শনিবার পুনাওয়ালাকে গ্রেফতার করে পুলিশ। তদন্ত চলাকালীন অভিযুক্ত স্বীকার করে যে তাঁদের মধ্যে প্রায়ই সমস্যা, ঝগড়া হত কারণ শ্রদ্ধা তাঁকে বিয়ে করতে চাইতেন। আফতাবের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছে পুলিশ।


 






আরও পড়ুন: India News: কুকুর-গাধাকে দেখে শেখার পরামর্শ, বিতর্কের মুখে ক্ষমা চাইলেন উত্তরপ্রদেশের মন্ত্রী


পুলিশ জানিয়েছে জঙ্গল থেকে কিছু অবশিষ্টাংশ উদ্ধার করা হয়েছে। তবে তা মানুষেরই দেহের অংশ কিনা তা এখনও নিশ্চিত নয়। তথ্য অনুযায়ী, অভিযুক্ত একজন প্রশিক্ষণপ্রাপ্ত শেফ। যে ছুরি ব্যবহার করে এই ঘটনা সে ঘটিয়েছে তাও উদ্ধার সম্ভব হয়নি।