এক্সপ্লোর
Advertisement
Happy Birthday Abhishek Bachchan: পুত্র অভিষেকের জন্মদিনে আবেগপূর্ণ শুভেচ্ছাবার্তা অমিতাভের, জিতে নিলেন মন
শুক্রবার অভিষেক বচ্চনের জন্মদিন। ৪৫ বছর সম্পূর্ণ করলেন জুনিয়র বচ্চন। আর বিশেষ এই দিনে শুভেচ্ছাবার্তায় ভাসলেন তিনি। যদিও সেরা শুভেচ্ছাবার্তাটা সম্ভবত পেলেন বাড়ি থেকেই। পুত্রের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করলেন 'বিগ বি'।
মুম্বই: শুক্রবার অভিষেক বচ্চনের জন্মদিন। ৪৫ বছর সম্পূর্ণ করলেন জুনিয়র বচ্চন। আর বিশেষ এই দিনে শুভেচ্ছাবার্তায় ভাসলেন তিনি। যদিও সেরা শুভেচ্ছাবার্তাটা সম্ভবত পেলেন বাড়ি থেকেই। পুত্রের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করলেন 'বিগ বি'।
কী লিখলেন অমিতাভ? ইনস্টাগ্রামে অভিষেকের সঙ্গে নিজের দুটি ছবি শেয়ার করেছেন তিনি। প্রথম ছবিটি পুরনো। সাদা কালো সেই ছবিতে দেখা যাচ্ছে, অমিতাভ হাত ধরে খুদে অভিষেককে নিয়ে যাচ্ছেন। বিগ বি-র কানে ফোন। তবে ছেলেকে নিয়ে তিনি যে কতটা যত্নবান, সেটা যেন টের পাওয়া যাচ্ছে যেভাবে তিনি অভিষেককে ধরে রেখেছেন তা থেকেই। পাশের ছবিটি সাম্প্রতিক সময়ে তোলা। সেই ছবিতে দেখা যাচ্ছে, অভিষেকই হাত ধরে বাবাকে নিয়ে যাচ্ছেন। যেন আগলে রাখার প্রয়াস। ছবি দুটি শেয়ার করে অমিতাভ লিখলেন, 'একটা সময় আমি হাত ধরে ওকে এগিয়ে নিয়ে যেতাম। এখন ও আমার হাত ধরে এগিয়ে নিয়ে যায়।' ছবির নীচে লেখা, '৫ ফেব্রুয়ারি, ২০২১। শুভ জন্মদিন অভিষেক বচ্চন।' অমিতাভের সেই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। কেউ কেউ লেখেন, এত সুন্দর শুভেচ্ছাবার্তা হয়তো পাননি অভিষেক।
ক্যাটরিনা কাইফ থেকে শুরু করে অজয় দেবগণ, অভিষেকের জন্মদিনে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন বলিউডের তারকারা। ক্যাটরিনা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে জুনিয়র বচ্চনের ছবি দিয়ে লিখেছেন, 'শুভ জন্মদিন অভিষেক। জগতের সব খুশি, ভালবাসা তোমার হোক।' অজয় দেবগণ তাঁর সঙ্গে অভিষেকের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। সঙ্গে লিখেছেন, 'জন্মদিনের অনেক শুভেচ্ছা অভিষেক। দিনটা খুব ভাল কাটুক তোমার। আজ এবং সারা বছর তোমার জন্য সেরা সময় হয়ে থাকুক।'
পরিচালক তথা কোরিওগ্রাফার ফারহা খান ইনস্টাগ্রামে লেখেন, 'তুমি সব সময় আমার প্রিয় হয়ে থাকবে। তোমার সঙ্গে কত ভাল স্মৃতি জড়িয়ে রয়েছে।' সঙ্গে মজা করে লেখেন, 'যতদিন না তোমার সঙ্গে স্নেক ডান্স করতে পারছি, ততদিন ভালবেসে যাব।'
অভিষেককে শুভেচ্ছা জানিয়েছেন এষা দেওল-ও।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement