Happy Birthday Jr NTR: ওজন কমাতে লাইপোসাকশন করিয়েছিলেন জুনিয়র এনটিআর, জন্মদিনে রইল আরও কিছু অজানা তথ্য
Unknown Facts About Jr NTR: ২০০৪ সালে জুনিয়র এন টি আর অভিনীত 'অন্ধ্রওয়ালা'র অডিও লঞ্চ ছিল সর্ববৃহৎ। প্রায় ১০ লক্ষেরও বেশি দর্শক হাজির হয়েছিলেন সেই অনুষ্ঠানে।
নয়াদিল্লি: দক্ষিণের জনপ্রিয় সুপারস্টার জুনিয়র এনটিআর (Jr NTR) এখন গোটা দেশে খ্যাত। সৌজন্যে এস এস রাজামৌলির (SS Rajamouli) 'আর আর আর' (RRR)। আজ অভিনেতা ৩৯ পূর্ণ করলেন। সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ অনুরাগীদের। আজ তাঁর জন্মদিনে রইল অজানা পাঁচ তথ্য।
এন টি রামা রাও সম্পর্কে জানা অজানা তথ্য
অন্যান্য অনেক তারকার মতো এন টি আরও 'সংখ্যাতত্ত্ব'-এ বিশ্বাসী। তাঁর প্রিয় ও লাকি নম্বর হল ৯। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, তাঁর সমস্ত গাড়ির রেজিস্ট্রেশন নম্বর ৯৯৯৯ এবং তার জন্য বেশ ভাল ব্যয় করতে হয়েছে তাঁকে।
২০১৬ সালে জুনিয়র এন টি আর 'নান্নাকু প্রেমাথো' ছবিতে অভিনয় করেন এবং প্রধান চরিত্রে ২৫তম ছবিতে কাজ করলেন। সমালোচকদের দ্বারা প্রশংসিত এবং সবচেয়ে বেশি দেখা ছবি হিসেবে চিহ্নিত।
অনেকের ধারণা জুনিয়র এন টি আর এবং রাজামৌলি প্রথমবার 'আর আর আর' ছবিতে একসঙ্গে কাজ করলেন। তবে তা সত্যি নয় একেবারেই। এর আগে তাঁরা একসঙ্গে ২০০১ সালে 'স্টুডেন্ট নং ১' ও ২০০৩ সালে 'সিমহাদ্রি' ছবিতে কাজ করেছেন।
View this post on Instagram
আরও পড়ুন: Kareena Kapoor Khan: স্কুল ড্রেসে বলিউড ডিভা করিনা কপূর, চিনতে পারছেন?
২০০৪ সালে জুনিয়র এন টি আর অভিনীত 'অন্ধ্রওয়ালা'র অডিও লঞ্চ ছিল সর্ববৃহৎ। প্রায় ১০ লক্ষেরও বেশি দর্শক হাজির হয়েছিলেন সেই অনুষ্ঠানে।
এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছিলেন তাঁকে স্থূলতার জন্য ঠাট্টার সম্মুখীন হতে হয়েছিল। এছাড়া তিনি 'ইয়ামা ডোঙ্গা' ছবির জন্য লাইপোসাকশন করে ওজন কমান।
জুনিয়র এন টি আর একজন দুর্দান্ত অভিনেতার পাশাপাশি একজন প্রশিক্ষিত কুচিপুড়ি নৃত্যশিল্পী এবং গায়কও বটে।