নয়াদিল্লি: বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা বরুণ ধবন (Varun Dhawan)। অনেকেরই হার্টথ্রব তিনি। রোম্যান্টিক, হালকা, মজার চরিত্রের জন্য বিশেষ খ্যাত। 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' (Student Of The Year), 'হাম্পটি শর্মা কি দুলহনিয়া' (Humpty Sharma Ki Dulhania), 'ম্যায় তেরা হিরো'র (Main Tera Hero) মতো একাধিক রোম্যান্টিক ছবিতে তাঁকে দেখা গেছে। 


তবে নিজের এই রোম্যান্টিক, কমিক ইমেজ ভাঙতে চেয়েছেন তিনি, ভেঙেওছেন। দর্শক যখন তাঁকে 'স্টিরিওটাইপ' করে ফেলছে তখন সেই খোলস ছেড়ে এমন চরিত্রেও তাঁকে অভিনয় করতে দেখা গেছে যেগুলো কমিক নয়, বা যার মধ্যে 'বয়-নেকস্ট-ডোর' সুলভ কোনও ছাপ নেই। 


সোমবার ৩৬ বছর পূর্ণ করলেন অভিনেতা (Happy Birthday Varun Dhawan)। এই বিশেষ দিনে তাঁর কিছু চোখ ধাঁধানো পারফর্ম্যান্স ফিরে দেখা যাক। 


'বদলাপুর'


এই ছবি চিরকাল দর্শককে বরুণ ধবনের অভিনয় ক্ষমতার মাত্রার কথা মনে করাবে। ছবিতে তাঁকে এমন এক চরিত্রে দেখা যায় যে প্রতিশোধ স্পৃহায় ফুটছে। প্রতিশোধ ছাড়া সে কিছুই চায় না। নিজের ব্যক্তিগত জীবনে যে ক্ষতির সম্মুখীন হয়েছে তার প্রতিশোধ নিতে দেখলে দর্শকের গায়ে কাঁটা দিতে পারে। এই ছবির আগে তাঁকে এমন গভীর চরিত্রে দেখা যায়নি। 


'অক্টোবর'


খুব সাধারণ একটি চরিত্রেও যে নিজেকে জৈবিক রাখা যায়, তা বরুণ ধবন প্রমাণ করেন এই ছবির মাধ্যমে। সুজিত সরকার পরিচালিত এই ছবি দেখার পর সকলের মুখে বরুণ ধবনের প্রশংসা শোনা যায়। সমালোচকদেরও খারাপ বলার কোনও সুযোগ দেননি বরুণ। বণিতা সান্ধুর বিপরীতে এই ছবিতে বরুণের চরিত্রের নাম ছিল দানিশ।


'ভেড়িয়া'


গত বছর মুক্তি পেয়েছে বরুণ ধবন ও কৃতী শ্যানন অভিনীত এই ছবি। 'ভেড়িয়া'য় তিনি কেবল নেকড়ে হয়ে যেতেন তাইই নন, নিজে আদ্যন্ত অভিনেতাও হয়ে উঠেছেন। কমিক চরিত্র হলেও তার মধ্যে ছিল একাধিক স্তর, যা নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন বরুণ। তাঁর অন্যান্য কমেডি চরিত্রগুলির থেকে অনেকটাই আলাদা এই ছবির চরিত্র। তাঁর দুর্দান্ত 'কমিক টাইমিং'ও প্রশংসিত হয়।


'বদরিনাথ কি দুলহনিয়া'


এই ছবিটা দেখলে অনেকটা 'হাম্পটি শর্মা কি দুলহনিয়া'র মতো একই মনে হতে পারে। এমনকী মুখ্য দুই অভিনেতা অভিনেত্রীও এক। কিন্তু এই ছবিতে বরুণের তীব্র অভিনয় দক্ষতা তাকে অপর ছবি থেকে আলাদা করে। প্রেম জীবনে কষ্ট পেয়ে, পারিবারিক জটিলতায় জড়িয়ে যখন বরুণ চোখের জল ফেলবেন, আপনি স্ক্রিন থেকে চোখ সরাতে পারবেন না। 


আরও পড়ুন: 'Dream Girl 2': বাড়ল অপেক্ষা! পিছিয়ে গেল আয়ুষ্মান খুরানার 'ড্রিম গার্ল ২' ছবির মুক্তির তারিখ


'সুই ধাগা'


এই ছবিতে অনুষ্কা শর্মার সঙ্গে জুটি বাঁধেন তিনি। একজন সাধারণ মানুষ যে জীবনে আহামরি দুর্দান্ত কিছু করেনি, এমন এক চরিত্রে দেখা যায় বরুণকে। গ্ল্যামার বিহীন এই চরিত্রে তাঁর আক্ষরিক অর্থেই অভিনয় করা ছাড়া দর্শকের মন জয়ের অন্য কোনও পথ ছিল না। নিঃসন্দেহে সেই চেষ্টায় সফল হয়েছেন তিনি। 


প্রসঙ্গত, বরুণ ধবনকে এরপর দেখা যাবে জাহ্নবী কপূরের বিপরীতে 'বাওয়াল' ছবিতে। এটি হলিউড সিরিজ 'সিটাডেল'-এর অফিসিয়াল হিন্দি সংস্করণ।