এক্সপ্লোর
দীপিকা, অনুষ্কা নন, এবার রণবীর সিংহ নাচলেন সদগুরু জাগ্গি বাসুদেবের সঙ্গে!

মুম্বই: এবার নাচের পার্টনার হিসেবে আর কাউকে নয়, সদগুরু জাগ্গি বাসুদেবকে বেছে নিলেন রণবীর সিংহ! সদগুরুর সঙ্গে নাচ করেছেন তিনি, সেই ভিডিও শেয়ার করেছেন ইনস্টাগ্রাম সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। ভিডিও পোস্ট করার সময় সদগুরুকে ট্যাগ করতেও ভোলেননি রণবীর। সঙ্গে টুইট, হ্যাপি ডান্স...। [embed]https://www.instagram.com/p/BlfElD4AYQG/?utm_source=ig_embed[/embed] [embed]https://www.instagram.com/p/BlfbYLUFeSZ/?utm_source=ig_embed[/embed] আইআইএম বেঙ্গালুরুর অ্যালামনি অ্যাসোসিয়েশনের এক সমাবেশে সদগুরু ও রণবীর দুজনেই এসেছিলেন। তখনই কয়েক সেকেন্ড নাচ করেন তাঁরা। নাচের পর রণবীর আবার জড়িয়েও ধরেন সদগুরুকে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















