কলকাতা: অভিনেতা অভিনেত্রীদের কটাক্ষের শিকার হওয়া নতুন নয়। আর তার ওপর যদি সেই অভিনেতা বা অভিনেত্রী হন, পড়ুয়া, তাহলে তো আর কথাই নেই। ঠিক একইরকমভাবে কটাক্ষের শিকার হতে হয়েছে বজরঙ্গি ভাইজান (Bajrangi Bhaijaan) ছবির সলমন খানের (Salman Khan) ছোট্ট নায়িকা মুন্নি ওরফে হর্ষালি মলহোত্রা (Harshaali Malhotra)-কে। এইবছর দশম শ্রেণীর ফাইনাল পরীক্ষা দিয়েছিলেন হর্ষালি। কেমন হল তাঁর রেজাল্ট?
সোশ্যাল মিডিয়ায় নিজের রেজাল্ট বেশ মজার ছলেই শেয়ার করে নিয়েছেন হর্ষালি। একটি রিল শেয়ার করে নিয়েছেন তিনি। সেখানে প্রথমে আসছে সোশ্যাল মিডিয়ায় হর্ষালির উদ্দেশে আসা কিছু কিছু মন্তব্য, সেখানে কোথাও লেখা, 'সারাদিন রিল করতেই ব্যস্ত, পড়াশোনা করো?' কেউ আবার লিখেছেন, 'আদৌ কি স্কুলে যাও'? এই সমস্ত কথা তাচ্ছিল্যের সঙ্গে হাত দিয়ে সরিয়ে সরিয়ে দিচ্ছেন হর্ষালি। এরপরে তাঁর সামনে আনা হয় একটি কেক, ফুঁ দিয়ে মোমবাতি নিভিয়ে হর্ষালি জানান, CBSE বোর্ডে পরীক্ষা দিয়ে ৮৩ শতাংশ নম্বর পেয়েছেন হর্ষালি।
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও পোস্ট করে হর্ষালি লিখেছেন, অভিনয় আর পড়াশোনার ব্যালেন্স করে চলতে শিখেছি আমি। কত্থক ক্লাসও করেছিল। শ্যুটিংও করেছি। আর CBSE বোর্ডে পরীক্ষা দিয়ে ৮৩ শতাংশ নম্বরও পেয়েছি। কে বলে আমি রিল আর রিয়েলের মধ্যে (সিনেমা আর বাস্তবের মধ্যে) ব্যালেন্স করে চলতে পারি না? যাঁরা আমার খাটনির ওপর ভরসা রেখেছেন, সমর্থন করেছেন.. তাঁদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ'
'বজরঙ্গি ভাইজান'-এর পরে, 'টিউবলাইট'-এ একসঙ্গে দেখা গিয়েছিল হর্ষালি ও সলমনকে। ছোট্ট এই মেয়েটি কিন্তু অগাধ ভালবাসাও পেয়েছে নেটদুনিয়ায়। ২০১৫ সালে মুক্তি পাওয়া 'বজরঙ্গি ভাইজান'-এর প্রাণ ছিল 'মুন্নি'। সেই সময়ে বয়স অনেকটা অল্প থাকলেও, অভিনয়ের দাপটে গোটা ছবি জুড়েই নজর কেড়েছিলেন হর্ষালি।