এক্সপ্লোর
Advertisement
কান্নায় ভেঙে পড়ছেন সমীর শর্মা! সামনে এল প্রয়াত অভিনেতার শেষ ভিডিও
তাঁর জন্য লোকসান হয়েছে। ফলে টাকাটা মিটিয়ে দিতে হবে তাঁকেই। এই হুমকির পরে তাঁর জামা, প্যান্ট,ব্যাগ,জুতো তাঁর কাছ থেকে ছিনিয়ে নিয়ে গিয়েছিলেন ওই ক্লায়েন্ট। সমীর শর্মার এই ভিডিয়োই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়োর শেষে কান্নায় ভেঙে পড়েছেন অভিনেতা।
নয়াদিল্লি: তাঁর জন্য লোকসান হয়েছে। ফলে টাকাটা মিটিয়ে দিতে হবে তাঁকেই। এই হুমকির পরে তাঁর জামা, প্যান্ট,ব্যাগ,জুতো তাঁর কাছ থেকে ছিনিয়ে নিয়ে গিয়েছিলেন ওই ক্লায়েন্ট। সমীর শর্মার এই ভিডিয়োই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়োর শেষে কান্নায় ভেঙে পড়েছেন অভিনেতা। হৃদয়বিদারক এই ভিডিয়ো দেখতে দেখতে চোখ ছলছল করে উঠছে বহু ভক্তের, সিরিয়ালপ্রেমীর। কী এমন হয়েছিল, কোন মানসিক যন্ত্রণা পেয়ে আত্মহত্যার পথ বেছে নিলেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা সমীর শর্মা? উত্তর এখনও অজানা।
ভিডিও চলাকালীন কেউ একজন মোবাইলটি দিয়ে দেওয়ার জন্য তাড়া দিচ্ছিলেন একাধিকবার। তাঁর কাছেও একটু অপেক্ষা করার অনুরোধ জানান সমীর। বলতে থাকেন রেকর্ডিং হয়ে গেলেই মোবাইল দিয়ে দেবেন। কারমোবাইলে ভিডিওটি তিনি রেকর্ড করছিলেন, কোথায় বসে রেকর্ডিং করা হয়েছিল, কেই বা তাঁকে তাড়া দিচ্ছিলেন সে বিষয়ে কিছু জানা যায়নি।
সম্প্রতি বাড়ির রান্নাঘর থেকে উদ্ধার হয় অভিনেতার দেহ। ময়নাতদন্তের রিপোর্ট এখনও আসেনি। চলছে কাটাছেঁড়া। কেন হারিয়ে গেলেন চিরতরে? আর্থিক অনটন, মানসিক চাপ নাকি হতাশা? নাকি সম্পর্কজনিত কোনও কারণ? প্রথম যখন সমীরের খবর পেয়েছিলেন, তখন বিশ্বাসই করতে পারেননি। ভেবেছিলেন ভুয়ো খবর।বলছিলেন তাঁর সহ-অভিনেত্রী পূজা যোশী। সমীরের মতো একজন মানুষ এ কাজ করতে পারে না বলেই মনে করেন পূজা।
সমীর বরাবরই চাপা স্বভাবের। কবিতা লিখতেন। হয়তো গুমরোতে গুমরোতে ‘ইয়ে রিস্তে হ্যায় প্যায়ার কে’-র অভিনেতা সমীর শর্মা জীবনের সঙ্গে সব ‘রিস্তে’ ছিন্ন করে দিলেন।
আত্মঘাতী হয়েছেন 'কিউ কি সাঁস ভি কভু বহু থি'-র অভিনেতা সমীর শর্মা। অভিনেতার শেষ ভিডিও সোশ্যাল মি়ডিয়ায় সামনে এসেছে. ।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
Advertisement