এক্সপ্লোর
Advertisement
ল্যাকমে ফ্যাশন উইকে মা হেমা মালিনীর সঙ্গে র্যাম্পে হাঁটার পর অস্বস্তিকর মুহূর্তের মুখোমুখি হলেন এষা দেওল
মুম্বই: ল্যাকমে ফ্যাশন উইকে হেমা মালিনী তাঁর মেয়ে এষা দেওলের সঙ্গে র্যাম্পে হাঁটলেন। কিন্তু এরপরই তাঁদের অস্বস্তিকর মুহূর্তের মুখোমুখি হতে হল। আসলে, এষা তাঁর মা হেমা মালিনীর সঙ্গে ফ্যাশন ডিজাইনার সংযুক্তা দত্তর জন্য মার্জার সরণীতে হাঁটেন। এরইমধ্যে শো স্টপার্সের জন্য একটি সাংবাদিক বৈঠকের ব্যবস্থা হয়েছিল। সেই সাংবাদিক বৈঠকের মুখোমুখি হতে আসেন হেমা ও এষা।
হেমাকে তাঁর মঞ্চের অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে হেমা বলেন, তিনি খুবই খুশি। তাঁর সঙ্গে আসেন এষাও। এরপরই হেমা এষার আগামী ওয়েব সিরিজ 'কেক ওয়াক' সম্পর্কে বলতে শুরু করেন। তিনি বলেছেন, এষার ওই ওয়েব সিরিজ খুবই সুন্দর। এই ওয়েব সিরিজের নির্দেশকও খুবই ভালো। তিনি হেমার আত্মজীবনী প্রকাশ করেছিলেন। হেমা যখন সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলছেন, তখন আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, এখানে শুধুমাত্র ফ্যাশন শো ও ডিজাইনার সংক্রান্ত কথাই বলা যাবে। এই কথাতেই ক্ষুন্ন হন এষা। তিনি মাইক আয়োজকদের হাতে তুলে দিয়ে চলে যান। মাকেও তাঁর সঙ্গে চলে আসতে ইশারা করেন এষা। এরপর দুজনেই বেরিয়ে যান। এ সবের মধ্যেই আয়োজকদের পক্ষ থেকে পরের শো স্টপার ও ফ্যাশন ডিজাইনারকে মঞ্চে আসার আহ্বান জানানো হয়। পুরো ঘটনাই সেখানে থাকা সংবাদমাধ্যমে ক্যামেরায় রেকর্ড হয়ে যায়।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement