নয়াদিল্লি: 'হেরা ফেরি', 'ভুলভুলাইয়া', 'বীরাসত', 'হাঙ্গামা', 'খাট্টা মিঠা' এবং আরও অনেক অনেক জনপ্রিয় ছবির পরিচালক প্রিয়দর্শন (Priyadarshan) করোনা আক্রান্ত। ঘনিষ্ঠ সূত্রে খবর, করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসার পর তাঁকে চেন্নাইয়েরই একটি হাসপাতালে ভর্তি করতে হয়েছে।
করোনার তৃতীয় ঢেউ আসার পর থেকে বহু মানুষ মারণ ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। গত কিছুদিনের মধ্যেই বহু বলিউড তারকা করোনা আক্রান্ত হয়েছেন। কারও উপসর্গ রয়েছে। কারও আবার নেই। বেশিরভাগ তারকাই কম উপসর্গ থাকার কারণে নিজেকে বাড়িতেই আইসোলেশনে রেখেছেন। মাত্র কয়েকদিন আগেই করোনা সংক্রমিত হয়ে সস্ত্রীক হাসপাতালে ভর্তি হন বর্ষীয়ান অভিনেতা প্রেম চোপড়া। যদিও সদ্যই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন - Riddhi Sen: করোনা আক্রান্ত ঋদ্ধি সেন, রয়েছেন আইসোলেশনে
জানা যাচ্ছে করোনা তৃতীয় ঢেউয়ে যখন দেশের বহু মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন, তাঁদের মতোই এবার সংক্রমিত হলেন পরিচালক প্রিয়দর্শন। তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, পরিচালকের শারীরিক অবস্থা আগের থেকে স্থিতিশীল। ৬৪ বছর বয়সী অভিনেতা হিন্দি ছবির পাশাপাশি বহু মালায়লম ছবি পরিচালনা করেছেন। বলিউডের প্রায় যত কমেডি ছবির নাম করা যায়, তার বহু ছবিই পরিচালনা করেছেন প্রিয়দর্শন। 'দে দনা দন', 'হলচল', 'মালামাল উইকলি', 'গরম মশলা', 'ঢোল' এরকম একের পর এক কমেডি ছবির পরিচালক প্রিয়দর্শক। পরিচালকের অসুস্থতায় উদ্বিগ্ন বিনোদন জগত। পরিচালকের দ্রুত আরোগ্য কামনা করি।
প্রসঙ্গত, গত কয়েকদিনে বলি পাড়ার একাধিক তারকার করোনা (Coronavirus) সংক্রমিত হয়েছেন। জন আব্রাহাম (John Abraham) ও তাঁর স্ত্রী প্রিয়ার আক্রান্ত হন। এক বিবৃতিতে অভিনেতা জানিয়েছিলেন যে, তিনি গত কয়েকদিন আগে এক ব্যক্তির সংস্পর্শে আসেন। পরে জানতে পারেন সেই ব্যক্তি করোনা আক্রান্ত। জন আব্রাহাম ছাড়াও এরইমধ্যে মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন নোরা ফতেহি (Nora Fatehi), ম্রুণাল ঠাকুর (Mrunal Thakur), সুমনা চক্রবর্তী (Sumona Chakravarthi), রিয়া কপূর (Rhea Kapoor), অর্জুন কপূর (Arjun Kapoor), একতা কপূর (Ekta Kapoor) প্রমূখ তারকারা।