এক্সপ্লোর
Advertisement
বিয়ে করলেন হিমেশ রেশমিয়া, জেনে নিন,কনে কে?
নয়াদিল্লি: বলিউডে বিয়ের মরশুম। সোনাম কপূরের মহা সমারোহে বিয়ের পর চুপিসারে সাত পাকে বাঁধা পড়েছেন নেহা ধূপিয়াও। এবার বলিউডের জনপ্রিয় সঙ্গীতকার তথা গায়ক হিমেশ রোশমিয়াও বিয়ে করলেন তাঁর দীর্ঘদিনের গার্লফ্রেন্ড সোনিয়া কপূরকে। হিমেশ সোশ্যাল মিডিয়ায় বিয়ের একটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন- ট্যুগেদারনেস ইজ ব্লিস!
সোনিয়ার সঙ্গে হিমেশ গত ১০ বছর ধরে ডেট করছিলেন বলে খবর। আর এ জন্যই হিমেশের ২২ বছরের পুরানো বিয়ে ভেঙে যায়। গতকাল সোনিয়ার সঙ্গে বিয়ের অনুষ্ঠানে হাজির ছিল হিমেশের ছেলে স্বয়মও। হিমেশের নতুন স্ত্রী সোনিয়া ছোট পর্দার অত্যন্ত পরিচিত অভিনেত্রী। যদিও বিগত কিছুদিন ধরেই সোনিয়াকে কোনও অন স্ক্রিনেই দেখা যায়নি। কিন্তু এমন একটা সময় ছিল, যখন তাঁকে প্রায় প্রতিটি বড় শো-তেই দেখা যেত। বেশ কয়েকটি টিভি সিরিয়ালে তাঁকে দেখা দিয়েছে। এগুলির মধ্যে রয়েছে পিয়া কা ঘর, আ গলে লগ জা, পিয়া কা ঘর কুসুম, রিমিক্স, পরিবার-এর মতো সিরিয়াল। এই সোনিয়ার সঙ্গেই বিবাহবন্ধনে আবদ্ধ হলেন হিমেশ।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement