মুম্বই: স্টেজ থ্রি ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত অভিনেত্রী হিনা খান। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানারকম গুঞ্জন চলছিল। হেনা-ভক্তদের নানারকম পোস্টে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার ওয়াল। এরই মধ্যে ইনস্টাগ্রামে লম্বা পোস্ট করেলেন তিনি। নিজেই জানালেন, সত্যিই ক্যান্সার আক্রান্ত তিনি। তবে ভাল আছেন। মুম্বইয়ে চিকিৎসাধীন রয়েছেন তিনি। সোশাল মিডিয়ায় নিজেই এ খবর জানিয়েছেন অভিনেত্রী।
হিনা জানান, স্টেজ থ্রি ব্রেস্ট ক্যান্সার ধরা পড়েছে তাঁর। শুক্রবার, অভিনেত্রী অনুরাগীদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করে অনুরাগীদের আশাব্যাঞ্জক খবর দিয়েছেন। হিনা জানান, তাঁর চিকিৎসা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই, তিনি ভাল আছেন। হিনা আরও লিখেছেন, তিনি মন থেকে শক্ত রয়েছেন। এখন দরকার অনুরাগীদের প্রার্থনা।
হিনা লিখেছেন, ' সবাইকে হ্যালো । ইদানীং আমার অসুস্থতা নিয়ে নানারকম গুঞ্জন তৈরি হয়েছে। সেই সব সম্পর্কে জানাতে, আমি আমারা ভক্ত ( হিনাহোলিক ), আমাকে যাঁরা ভালোবাসেন, আমার বিষয়ে খেয়াল রাখেন, তাঁদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ খবর শেয়ার করতে চাই। আমার থার্ড স্টেজ স্তন ক্যান্সার ধরা পড়েছে। রোগটি চ্যালেঞ্জিং বটে। কিন্তু আমি সবাইকে আশ্বস্ত করতে চাই, আমি ভাল করছি। আমি দৃঢ়প্রতিজ্ঞ । এই রোগ থেকে সেরে ওঠার বিষয়ে ভীষণ ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। আমার চিকিৎসা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আমি মানসিক ভাবে দৃঢ় হয়ে উঠতে প্রয়োজনীয় সবকিছু করতে প্রস্তুত। '
তিনি আরও লেখেন, ' আমি বিশ্বাস করি, সর্বশক্তিমানের কৃপায়, এই চ্যালেঞ্জ কাটিয়ে উঠব এবং সম্পূর্ণ সুস্থ হব। অনুগ্রহ করে আপনার প্রার্থনা করুন এবং ভালবাসুন'
এর আগে কিছু দিন ধরেই ইনস্টাগ্রাম স্টোরিতে ইঙ্গিতপূর্ণ বার্তা শেয়ার করেন হিনা। হিনা লিখেছিলেন, 'আমাদেরআত্মা অবিনশ্বর। লড়াই যত কঠিনই হোক, যোদ্ধার সঙ্গে মিরাকল ঘটে'। আবার কখনও লিখেছেন, 'আল্লাহ্-র উপর সব ছেড়ে দিলাম'। হিনার এইসব পোস্ট ঘিরে জল্পনা ছড়ায় । হিনা খানের থাইরয়েড ক্যান্সার হয়েছে বলেও জল্পনা তৈরি হয়। অবশেষে নিজেই সবটা জানালেন হিনা।
আরও পড়ুন :