এক্সপ্লোর
Advertisement
হোলিকা দহন, মিষ্টি মুখ করে বচ্চন পরিবারের হোলি পালন, নাতনিকে আশীর্বাদ দাদুর
মু্ম্বই: আজ গোটা দেশ জুড়ে পালিত হচ্ছে রঙের উত্সব। তবে এবার বলিউড যেন একটু ছন্দহীন। শ্রীদেবীর মৃত্যুর পর সেভাবে হোলি পালন করতে কাউকে দেখা না গেলেও, নিয়ম পালন করেছেন বলিউড তারকারা। তাই হোলির আগের দিন হোলিকা দহন করে মিষ্টি মুখ করেছেন বচ্চন পরিবারের সদস্যরা। পরিবারের প্রত্যেক সদস্যরা পরেছেন তিলক, বড়রা আশীর্বাদ করেছেন ছোটদের। ছোটরা বড়দের সম্মান জানিয়েছেন। পারিবারিক সেই ব্যক্তিগত মুহূর্তের ছবি টুইটারে পোস্ট করেছেন অমিতাভ বচ্চন।
ছবিতে দেখা যাচ্ছে হোলিকা দহনের পর স্ত্রী জয়া অমিতাভকে টিকা পরিয়ে দিয়েছেন। অমিতাভের কাছ থেকে টিকা পরেছেন শ্বেতা, পুত্রবধূ ঐশ্বর্য এবং নাতনি আরাধ্যা। তারপর গুজিয়া খেয়ে মিষ্টিমুখও সেরেছেন তাঁরা। তবে ব্লগে বিগ বি ঘোষণা করেছেন, এবছর তাঁরা হোলিতে কোনও উত্সব পালন করবেন না, কারণ, গতবছর অ্যাশের বাবা মারা গিয়েছেন। তাঁকে তিনি নিজের পরিবারের সদস্যই মনে করেন। শুধু হোলিকা দহন করেছেন, কারণ যেকোনও অশুভ শক্তিকে পুড়িয়ে শুভ শক্তিকে বরণ করাই এই নিয়মের অঙ্গ।T 2730 - the Holika has been burnt and the prayers done .. the 'tilak' colours put .. and the special sweetmeat for the occasion 'gujiya' consumed .. pic.twitter.com/ns5inXLtYS
— Amitabh Bachchan (@SrBachchan) March 1, 2018
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
ইন্ডিয়া
Advertisement