নয়াদিল্লি: শেষ পর্যন্ত আদালতে গিয়েই নিজের প্রাপ্য আদায় করে নিলেন অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী অগ্রবালের আইনজীবী অপর্ণা ভাট। ‘ছপাক’ ছবিতে পরিচালক মেঘনা গুলজার তাঁর প্রাপ্য কৃতিত্ব দেননি, এই অভিযোগ নিয়েই বৃহস্পতিবার আদালতের দ্বারস্থ হয়েছিলেন অপর্ণা। এদিন অপর্ণার দায়ের করা হলফনামার পরিপ্রেক্ষিতে বিচারপতি পঙ্কজ শর্মা সাফ জানিয়ে দেন, পরিচালককে আইনজীবীর প্রাপ্য কৃতিত্ব দিতে হবে। একই সঙ্গে আদালত জানায়, ছবিতে এটাও লিখে দিতে হবে, “অপর্ণা ভাট এখনও মহিলাদের ওপর হওয়া শারীরিক ও যৌন নির্যাতনের বিরুদ্ধে লড়ছেন”।

অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী অগ্রবালের জীবনীর ওপর ভিত্তি করে তৈরি ছবি ‘ছপাক’ নিয়ে এবার আদালতের দ্বারস্থ হন আইনজীবী অপর্ণা ভাট। দীপিকা পাড়ুকোন ও বিক্রান্ত মাসে অভিনীত ছবি ‘ছপাক’-এর মুক্তির আগেই দিল্লির পাতিয়ালা হাউস আদালতে পিটিশন দাখিল করার কথা জানিয়েছেন অপর্ণা। তাঁর অভিযোগ, ছবিতে নিজের প্রাপ্য ‘কৃতিত্ব’ থেকে তাঁকে বঞ্চিত করা হয়েছে। ফেসবুকে আইনজীবী অপর্ণা লিখেছেন, “আমি কখনই নিজের কাজ নিয়ে অন্যের নজর কাড়তে চাইনি। তবে ছপাকের বিশেষ স্ক্রিনিং দেখার পর আমি হতাশ। নিজের পরিচিতি ও কাজের প্রতি সততাকে বাঁচাতে আমাকে আইনি পদক্ষেপ করতেই হবে। পাতিয়ালা হাউস কোর্টে আমি লক্ষ্মীর হয়ে লড়েছি। আগামী কাল আমার হয়ে অন্য কেউ লড়বে, এটাই জীবনের বিদ্রুপ।”



প্রসঙ্গত, অ্যাসিড আক্রান্ত লক্ষ্মীর আইনি প্রক্রিয়ার যাবতীয় লড়াই লড়েছেন এই অপর্ণা ভাট। তাঁর অভিযোগ, এর জন্য ন্যূনতম কৃতিত্ব যা তাঁর প্রাপ্য তা ছবিতে দেওয়া হয়নি। মূলত তাঁর অভিযোগ ছবির পরিচালকের বিরুদ্ধেই। অপর্ণার আইনি পদক্ষেপ করার ঘোষণায় অনেকেই তাঁর পাশে দাঁড়িয়েছে। ফেসবুকে অপর্ণার পোস্টে আইনজীবীকে ‘এগিয়ে যাওয়ার’ পরামর্শও দিয়েছেন অনেকে।


আরও পড়ুন- কভি খুশি কভি গম-এর সময় অন্তঃসত্ত্বা ছিলাম, দু’বার গর্ভপাত হয়, দীর্ঘ পোস্টে জানালেন কাজল


এর আগে এই ছবি নিয়ে ‘তথ্য বিকৃতি’-র অভিযোগও ওঠে। লক্ষ্মীর ওপর অ্যাসিড হামলাকারী ধর্ম পরিবর্তন করে দেখানোর অভিযোগ তোলা হয়। অভিযোগ, বশির নামের অ্যাসিড হামলাকারীর নাম ছবিতে রাজেশ করা হয়েছে। বুধবার ‘ছপাক’-টিম একটি বিবৃতি দিয়ে জানায়, বশিরের নাম পরিবর্তন করা হয়নি। বরং নাদিমের পরিবর্তেই বশির নাম রাখা হয়েছে।


দেখুন- দীপিকা-মেঘনার 'ছপক'-এর বিশেষ স্ক্রিনিং, দেখুন হাজির থাকলেন কোন কোন তারকা


এখানেই শেষ নয়। জেএনইউ-তে হামলার ঘটনায় আক্রান্ত ঐশী ঘোষের পাশে দাঁড়িয়ে আরও এক বিতর্কের জন্ম দেন দীপিকা। একদল দীপিকার এই পদক্ষেপকে ‘নায়কোচিত’ হিসেবে ব্যাখ্যা করছেন। অন্যদিকে, তাঁর জেএনইউ-তে যাওয়া নিয়ে গেরুয়া শিবির পাল্টা প্রশ্ন তুলেছে। এমনকি ছবি বয়কট করারও প্রচার চালানো হয়েছে বিজেপি সমর্থকদের তরফে।