নয়াদিল্লি: বড়পর্দায় জুটি বাঁধছেন হৃত্বিক রোশন (Hrithik Roshan) ও দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। প্রকাশ্যে এল তাঁদের আগামী ছবি 'ফাইটার'-এর প্রথম পোস্টার ('Fighter' First Poster)। বহু প্রতীক্ষিত এই ছবি মুক্তি পাবে আগামী বছর।
প্রকাশ্যে 'ফাইটার' ছবির প্রথম লুক
২০২৪ সালের ২৫ জানুয়ারি, মুক্তি পাবে সিদ্ধার্থ আনন্দ (Sidharth Anand) পরিচালিত 'ফাইটার' ছবি। এদিন ছবির প্রথম লুক পোস্টার শেয়ার করে দিন গোনা শুরু করলেন বলিউডের 'গ্রিক গড'।
'ফাইটার' ছবির পোস্টার দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে বলিউডের 'গ্রিক গড' এবার তৈরি যুদ্ধক্ষেত্রে নামার জন্য। পরনে পাইলট জি-স্যুট ও গ্লাভস। ক্যামেরার দিকে পিছন করে দাঁড়িয়ে তিনি, আকাশের দিকে তাকিয়ে ছুঁয়ে রয়েছেন বিমানের একটি অংশ। এই পোস্টার শেয়ার করে তিনি লেখেন, 'ফাইটার। ২৫ জানুয়ারি ২০২৪। ফাইটার মুক্তির ৭ মাস বাকি।' রইল ছবির পোস্টার।
হৃত্বিক ছবির পোস্টার শেয়ার করার সঙ্গে সঙ্গে কমেন্ট বক্স ভরে ওঠে অনুরাগী ও তারকাদের শুভেচ্ছাবার্তায়। পরিচালক জোয়া আখতার, অভিনেত্রী সঞ্জিদা শেখ, সকলেই হার্ট ইমোজি দিয়ে ভালবাসা জানিয়েছেন। হৃত্বিকের বোন ও অভিনেত্রী পশমিনা রোশনও শুভেচ্ছা জানিয়েছেন।
আরও পড়ুন: Overeating Habit: অসময়ে বেশি খাবার খেয়ে ফেলার প্রবণতা রয়েছে? এই সমস্যা দূর করতে কী কী করবেন
চলতি বছরের শুরুতেই বলিউডকে ব্লকবাস্টার হিট ছবি উপহার দিয়েছেন সিদ্ধার্থ আনন্দ। এরপরই হৃত্বিক ও দীপিকার সঙ্গে 'ফাইটার' তৈরির কথা জানান তিনি। 'ব্যাং ব্যাং' ও 'ওয়ার' ছবির পর হৃত্বিকের সঙ্গে সিদ্ধার্থের এটি তৃতীয় ছবি। তাঁর কথায়, আগের দুই ছবিতে হৃত্বিকের দুই চরিত্র, রাজবীর ও কবীর, একে অপরের থেকে পুরো আলাদা, তাঁদের ব্যক্তিত্বও বিপরীত। এক সাক্ষাৎকারে সিদ্ধার্থ আনন্দ বলেন, 'এবং প্যাটি, যে চরিত্রটা তিনি 'ফাইটার' ছবিতে করছেন, সেটা তিনি একেবারে নিজের বানিয়ে ফেলেছেন। উনি একেবারে গিরগিটির মতো, যে কোনও চরিত্রকে নিজের মতো করে ওই বছরের জন্য সেই চরিত্রটা হয়ে যান তিনি। হৃত্বিক সেই মানুষটা হয়ে যান, এটা ওই মুহূর্তের জন্য তৈরি করা নয়, সেই কারণে তাঁর চরিত্র গোটা ফ্র্যাঞ্চাইজি ধরে চলে।' এই চরিত্র যে রাজবীর ও কবীরের থেকে আলাদা, সেটাও জানান সিদ্ধার্থ।
হৃত্বিক রোশন ও দীপিকা পাড়ুকোন ছাড়াও 'ফাইটার' ছবিতে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন অনিল কপূর। এরিয়াল অ্যাকশন ড্রামা ঘরানার এই ছবি মুক্তি পাবে ২৫ জানুয়ারি ২০২৪ সালে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন