এক্সপ্লোর
Advertisement
হৃত্বিক-কঙ্গনা বিতর্ক:ফের মুখ খুললেন নায়ক, আর্জি তাঁর স্বপক্ষে যেন কেউ কথা না বলেন, শেষপর্যন্ত সত্যি কথা বলুক
নয়াদিল্লি: প্রতিদিন প্রতিমুহূর্তে হৃত্বিক রোশন-কঙ্গনা রানাউত বিতর্ক কাদা ছোঁড়াছুঁড়িতে কদর্য চেহারা নিচ্ছে। এবার সেই বিতর্ক প্রসঙ্গে এক সপ্তাহের মধ্যে ফের দ্বিতীয়বার সরব হলেন হৃত্বিক রোশন। ফেসবুক পোস্টে সরব হৃত্বিকের দাবি, এটা একটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। এখানে কারও পক্ষে বা বিপক্ষে কেউ যেন কোনও মন্তব্য ভবিষ্যতে আর না করেন, আর্জি হৃত্বিকের।
গত মাসে সিমরান ছবি মুক্তির আগে এক সাক্ষাত্কারে পুরনো ঘা ফের খুঁচিয়ে তোলেন কঙ্গনা। তিনি একাধিক সাক্ষাতকারে অভিযুক্ত করতে থাকেন হৃত্বিককে। দীর্ঘ সময় চুপ থাকার পর গত বৃহস্পতিবার মুখ খোলেন হৃত্বিক। জানান, জীবনে কখনও অভিনেত্রীর সঙ্গে একান্তে দেখা করেননি তিনি। দুটো সিনেমা একসঙ্গে করলেও, তাঁরা যে দেখা করেন পুরোটাই কাজের স্বার্থে। হৃত্বিক দাবি করেন, দীর্ঘ চার বছর তাঁকে হেনস্থা হতে হয়েছে কঙ্গনার কাছে। তারপর তাঁর স্বপক্ষে ইন্ডাস্ট্রির একাধিক ব্যক্তি মুখ খোলেন। এরপর হৃত্বিক সহ তাঁদেরকে কার্যত তুলোধনা করেন কঙ্গনার বোন রঙ্গোলি।
এবার সেই বন্ধুদের উদ্দেশ্যে হৃত্বিকের আর্জি, আমার সমর্থনে, এই দুঃসময় পাশে দাঁড়ানোর জন্যে ধন্যবাদ। তবে এই দুর্ভাগ্যজনক ঘটনায় কারও পক্ষ নিয়ে কেউ কিছু না বললেই ভাল।শুধুমাত্র সত্যই যেন কথা বলে, আর্জি অভিনেতার। প্রসঙ্গত, এই বিতর্কে সবচেয়ে বেশি প্রভাবিত হচ্ছে হৃত্বিকের দুই সন্তান, দাবি করেন রোশন পরিবারের ঘনিষ্ঠ এক ব্যক্তি। এমনকি অভিনেতার প্রাক্তন স্ত্রী সুজানকেও প্রতিমুহূর্তে অস্বস্তিতে পড়তে হচ্ছে।
হৃত্বিকের আজকের পোস্ট
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement