এক্সপ্লোর
Advertisement
মিস ওয়ার্ল্ড মানুষী ছিল্লরের কেমন পুরুষ পছন্দ জানেন?
সদ্য বিদেশের মাটিতে দীর্ঘ সতেরো বছরের খরা কাটিয়ে মিস ওয়ার্ল্ড শিরোপা জিতেছেন ভারতের মানুষী ছিল্লর। সেখানে তাঁর জয়ের পর তিনি ভারতে এসে পেয়েছেন উষ্ণ অভ্যর্থনাও। হরিয়ানার মেয়ে ডাক্তারি পড়ুয়া মানুষী সম্প্রতি এক বৈঠকে যোগ দিয়েছিলেন। সেখানে তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল, তিনি নিজের ভবিষ্যত সম্পর্কে কী ভাবনাচিন্তা করছেন। জয়ের ঠিক পরমুহূর্তে তাঁর মানসিক পরিস্থিতি কেমন ছিল।
এই প্রসঙ্গে বলতে গিয়ে মানুষী বলেন, প্রতিযোগিতায় প্রথম পাঁচজনের মধ্যে তিনি যখন নির্বাচিত হন, তখনই তাঁর মনে হয়, তিনি এবার আসল প্রতিযোগিতার মধ্যে ঢুকলেন। তারপর শিরোপা জেতার পর যখন চারিদিকে সবাই ভারত, ভারত করে চিতকার করছিলেন, তখন তাঁর অনুভূতি তিনি মুখে বলে বোঝাতে পারবেন না। তবে জয়ের ঠিক পরেই তাঁর নিজের মায়ের কথা মনে পড়েছিল। কারণ, প্রত্যেক সন্তানের জীবনে মায়ের অবদান অনস্বীকার্য। তিনিও তাঁর মাকে দেখেই জীবনে চলার পথে এগিয়েছেন। তবে শুধু মা নন, চিকিত্সক রিতা ফরিয়া যিনি বিশ্বসুন্দরীর শিরোপা জয়ের পরও ডাক্তারি পড়া শেষ করেছেন, মাদার টেরেসা, মিশেল ওবামার থেকেও অনুপ্রাণিত হয়েছেন তিনি। তাই যাঁর রোল মডেল এই সমস্ত মহিলারা, তিনি যে তাঁর ডাক্তারির কোর্স সম্পূর্ণ করবেন সেকথা বলাই বাহুল্য। তবে ছবি করতেও তিনি আগ্রহী, এবং তাঁর পছন্দের নায়ক আমির খান। প্রসঙ্গত, মানুষী একসঙ্গে ডাক্তারি পড়তে এবং ছবি করতে দুটো কাজেই আগ্রহী।
কেমন পুরুষ পছন্দ মানুষীর জানেন? তিনি বুদ্ধিমান, ভাল সেন্স অফ হিউমার আছে, এমন পুরুষই পছন্দ করেন। সেখানে তাঁকে দেখতে কেমন, সেটা ততটা গুরুত্বপূর্ণ নয়।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট
জেলার
Advertisement