মুম্বই: সিল্ক স্মিতার চরিত্রে অভিনয় করতে হবে। চরিত্রের প্রয়োজনে পর্দায় পরতে হবে সাহসী পোশাকও। কিন্তু যে অভিনেত্রীর কাছে এই প্রস্তাব এসেছিল, তিনি সাহসী পোশাক দূরে থাক, স্লিভলেস পোশাক পরতেও স্বচ্ছন্দবোধ করতেন না। এবিপি নেটওয়ার্ক আয়োজিত 'আইডিয়াজ অফ ইন্ডিয়া' অনুষ্ঠানে এসে নিজের ছবি 'দ্য ডার্টি পিকচার' (The Dirty Picture)-এর অজানা গল্পে অকপট বিদ্যা বালন।
আজ অনুষ্ঠানে 'দ্য ডার্টি পিকচার' ছবিতে বিদ্যা থেকে নিজের সিল্ক হয়ে ওঠার গল্প বললেন অভিনেত্রী। এই ছবিতে অভিনয়ের জন্য বেশ কিছুটা ওজন বাড়াতে হয়েছিল বিদ্যাকে। অভিনেত্রী বলছেন, ''দ্য ডার্টি পিকচার' ছবিতে অভিনয় করার আগে আমি আমার শরীর নিয়ে বেশ সতর্ক থাকতাম। ছোট পোষাক পরা দূরের কথা, আমি স্লিভলেস পোশাক পরতেও স্বচ্ছন্দবোধ করতাম না। কিন্তু অভিনয়ের শর্তই হল নিজেকে ভুলে অন্য কেউ হয়ে যাওয়া। উ লালা গানের শট দেওয়ার পরে আমি সিল্ক হওয়ার মজা পেতে শুরু করলাম। তৈরি হল 'দ্য ডার্টি পিকচার'।
আরও পড়ুন: '১৯৯৯ সাল, অপু ছিল আমার প্রথম হিরো'
'আইডিয়াজ অফ ইন্ডিয়া' সম্পর্কে
ভবিষ্যতের ভারত নিয়ে নতুন ভাবনা। একমঞ্চে দেশের সেরা ব্যক্তিত্বরা। এই প্রথমবার এবিপি নেটওয়ার্ক আয়োজন করেছে 'আইডিয়াজ অফ ইন্ডিয়া' সামিট ('Ideas of India' Summit)। ২৫ ও ২৬ তারিখ মুম্বইতে আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানের। এই অনুষ্ঠানে হাজির থাকছেন ভারতের বিভিন্ন ক্ষেত্রের তারকারা। নিজ নিজ ক্ষেত্রে যাঁরা নিজের মহিমায় উজ্জ্বল, এবিপি নেটওয়ার্কে বক্তব্য রাখতে হাজির হয়েছেন সেই সমস্ত মানুষেরা। ৭৫ বছরে ভারতের যাত্রা থেকে শুরু করে কী হয়ে পারে বিভিন্ন ক্ষেত্রের ভবিষ্যৎ, সবই উঠে আসে আলোচনায়। এই আলোচনা সভায় বক্তব্য রাখার জন্য যে সমস্ত বিষয় বেছে নেওয়া হয়েছে তা সমসাময়িক ও সাধারণ মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা বিভিন্ন ঘটনা বা পরিস্থিতি। একমঞ্চে দেশের সেরা ব্যক্তিত্বরা। ২ দিনের এবিপি নেটওয়ার্কের আইডিয়াজ অফ ইন্ডিয়া নামাঙ্কিত এই অনুষ্ঠানে থাকছেন নোবেল শান্তি পুরস্কারজয়ী কৈলাস সত্যার্থী, শেষ দিনে থাকবেন আমির খান। থাকছেন তাপসী পান্নু, নওয়াজউদ্দিন সিদ্দিকি, পরিচালক কবির খান, রমেশ সিপ্পি, নাগেশ কুকুনুর-সহ বলিউডের একঝাঁক ব্যক্তিত্ব। ঊষা উত্থুপ, পাপনের মতো সঙ্গীত শিল্পীদেরও এই মঞ্চে দেখা যাবে। শিল্পকর্তা নারায়ণমূর্তি, আনিশ শাহ, আনন্দ কুমার ছাড়াও প্রাক্তন ক্রীড়াবিদদের মধ্যে থাকছেন কপিলদেব, লিয়েন্ডার পেজ, অঞ্জু ববি জর্জরা। অনুষ্ঠানে যোগ দেবেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ী ও মহারাষ্ট্র সরকারের মন্ত্রী আদিত্য ঠাকরে।