কলকাতা: সকাল সকাল দুঃসংবাদ। মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী (Iman Chakraborty)। বিনা নোটিসে আচমকাই তাঁর ইউটিউব চ্যানেল (YouTube Channel) সরিয়ে নেওয়া হয়েছে ইমনের, এমনটাই অভিযোগ করেন শিল্পী। কিন্তু সব ভাল যার শেষ ভাল। দিনের শেষে ফিরে পেলেন নিজের যত্নে গড়া চ্যানেল। 


ঠিক কী ঘটেছিল? 


মঙ্গলবার একটি ফেসবুক পোস্ট করেন ইমন চক্রবর্তী। লেখেন, 'আজ সকালে ইউটিউব থেকে একটি ইমেল পেলাম, ওদের প্ল্যাটফর্ম থেকে আমার চ্যানেল সরিয়ে দিয়েছে। আমি কী করেছি বা কোন নিয়ম ভেঙেছি তার কোনও ধারণা নেই। আমরা এত শ্রম দিই এর জন্য এবং এরপর হঠাৎই একদিন ওরা একটা মেল পাঠায় আর সব উধাও। বন্ধুরা এটা কিন্তু বেশ ভয়ের। খুব খুব দুঃখজনক ঘটনা।' এই বিবৃতিতে ইউটিউবের অফিসিয়াল পেজকে ট্যাগ করেন তিনি। 


 



এরপর তিনি ফেসবুকে লাইভ করেন একটি। তিনি বলেন, 'গোটা বিশ্ব এখন ডিজিট্যাল, অনলাইন মার্কেটিংয়ের দিকে যাচ্ছে। আমার ইউটিউব চ্যানেল "ইমন চক্রবর্তী প্রোডাকশন" ২০১১ সালে আমি নিজেই খুলি। ২০২৩ সাল, প্রায় ১১-১২ বছর হতে চলল, আজ হঠাৎ সকালে একটি ইমেল পাই যে ইউটিউব চ্যানেলটাকে ডিলিট করে দিয়েছে। ওঁদের বক্তব্য অনুযায়ী, আমি কিছু কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করেছি। কিন্তু কোনও গানে সমস্যা থাকলে স্ট্রাইক আসত।' তিনি আরও বলেন, 'এই যে ইউটিউবের জন্য আমরা এত শ্রম দিচ্ছি। মানসিক, শারীরিক শ্রম, যাচ্ছি, শ্যুটিং করছি, টাকাপয়সা খরচ করছি, গান তৈরি করছি, আশা করছি আপনারা ভাল গান শুনবেন, আপনারা সেগুলো শেয়ার করবেন, আমরা খ্যাতি পাব। কত যুবক যুবতী ইউটিউবটাকেই পেশা হিসেবে বেছে নিচ্ছে। আমার চ্যানেলেও অনেক নতুন ছেলেমেয়ে কাজ করছে। আমার প্রশ্ন এটা কি নৈতিকভাবে ঠিক? সবচেয়ে বড় কথা গোটা বিষয়টা ভয়ের নয় কি? এরকম হলে যে কোনও শিল্প কীভাবে বেঁচে থাকবে?'


 



শেষমেশ কী হল?


গোটা ঘটনায় ইমনের পাশে দাঁড়ায় তাঁর অনুরাগী থেকে শুরু করে প্রিয়জন, বন্ধুবান্ধব সকলেই। এর কয়েক ঘণ্টা পরই মেলে সুখবর। ফিরে এসেছে 'ইমন চক্রবর্তী প্রোডাকশন' ইউটিউব চ্যানেল। নিজের সোশ্যাল মিডিয়ায় ফের একটি ভিডিও পোস্ট করেন শিল্পী। সক্কলকে ধন্যবাদ জানিয়েছেন। বিশেষত তাঁর টিমের প্রত্যেক সদস্য ও ইউটিউব ইন্ডিয়াকে গোটা বিষয়ে দ্রুত হস্তক্ষেপের জন্য কৃতজ্ঞতা স্বীকার করেছেন তিনি। মুখে চওড়া হাসি নিয়ে ইমনকে বলতে শোনা যায়, 'মাই চ্যানেল ইজ ব্যাক'। 


 



আরও পড়ুন: Rishra: 'নাগরিক হিসেবে শঙ্কিত, আতঙ্কিত', হাওড়া ও রিষড়ায় হিংসার ঘটনায় সরব বিদ্বজ্জনরা