এক্সপ্লোর
Advertisement
নভ্য নাভেলিকে নিয়ে জয়া-ঐশ্বর্যর মধ্যে অশান্তি চরমে?
নয়াদিল্লি: বলিউডে বচ্চন পরিবার বলতেই মানুষের মনে একনজরে ঝলসে ওঠে অমিতাভ বচ্চন ও তাঁর পরিবারের ছবি। সেই পরিবারের সদস্য তালিকায় রয়েছেন যেমন বিগ বি-র জায়া জয়া বচ্চন। তেমনই এই প্রজন্মে নজর দিলেও চলে আসে ঐশ্বর্য-অভিষেক-এর মুখ। তবে ইদানিং চর্চায় রয়েছে বিগ বি-র বড় নাতনি, মেয়ে শ্বেতার কন্যা নভ্য নাভেলিও।
সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় সে তার যৌন উত্তেজক ছবি পোস্ট করে। কখনও আবার বাথরুম সেলফি বা বন্ধুদের সঙ্গে উদ্দাম পার্টির ছবিও পোস্ট করে থাকে। তবে সম্প্রতি নকল বক্ষ যুগল লাগিয়ে সেছবিও পোস্ট করে নভ্য। যা নিমেষে ভাইরালও হয় যায়।
এই ধরনের ছবিতেই আপত্তি দিদা জয়ার। তাঁদের পরিবারের ঐতিহ্যের সঙ্গে মানিয়ে নেওয়া যায় না এই ধরনের উত্তেজক কর্মকাণ্ডকে। সেপ্রসঙ্গে নাতনিকে একটু বকাবকিও করেন দিদা। শোনা যাচ্ছে তাতেই আপত্তি তুলেছেন জুনিয়র বচ্চনের বউ অ্যাশ। তাঁর দাবি নভ্যকে কেয়ার-ফ্রি জীবনযাপন করতে দেওয়াই উচিত্। পরিবারের ঐতিহ্যের দোহাই দিয়ে কখনওই তাকে আটকে দেওয়া উচিত্ নয়। সেখান থেকেই দ্বন্দ্বের সূত্রপাত। শোনা যায় ননদের থেকে তাঁর মেয়ের সঙ্গেই বেশি ঘনিষ্ঠ অ্যাশ। তবে নভ্যর জন্যে বচ্চন বাড়ির অন্দরে শাশুড়ি-বউয়ের এই ঝগড়া কী আদও থামাতে পারবেন বিগ বি?
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement