এক্সপ্লোর
Advertisement
জানেন ভাগ্যশ্রী পুত্র অভিমুন্য ডেট করছেন বলিউডের এই অভিনেত্রীর সঙ্গে?
মুম্বই: ৯০-এর দশকের সুপারডুপার হিট ছবি 'ম্যায়নে পেয়ার কিয়া' এখনও দর্শকমনে চাঙ্গা। ছবির বিভিন্ন গান এখনও মনে এক আলাদা ঝড় তোলে। সেই ছবির মিষ্টি নায়িকা ভাগ্যশ্রী এখনও দর্শক হদয়ে সেই সদ্য তারুণ্যে পা রাখা অভিনেত্রী।
এই হিট ছবির পর হঠাত্ করেই গ্ল্যামার জগতের বাইরে চলে গেলেও, ইদানিংকালে নানা অনুষ্ঠানের হাত ধরে ফের ভাগ্যশ্রী ফিরেছেন প্রচারের আলোয়। বয়স যদিও ভাগ্যশ্রীর চেহারায় এখনও তেমন ছাপ ফেলেনি, তবে এরমধ্যেই বড় হয়ে লোককে তাক লাগাতে ময়দানে হাজির ভগ্যশ্রীর পুত্র ও কন্যা অভিমুন্য এবং অবন্তিকা দাশানি।
নিজের প্রথম ছবিতে সইও করে ফেলেছেন ভাগ্যশ্রী পুত্র অভিমুন্য। তাঁর বিপরীতে সেই ছবিতে অভিনয় করছেন রাধিকা মদন। তবে ছবিতে নিজের প্রতিভা দেখানোর সুযোগ দেওয়ার আগেই প্রচারে চলে এল অভিমুন্যের লভ লাইফ। জানেন ভাগ্যশ্রী পুত্র এখন ডেট করছেন কার সঙ্গে, তিনি হলেন সোনাল চৌহান। এই সোনাল ইমরান হাসমির ছবি 'জন্নত'-এ অভিনয় করেছিলেন। গতবছর তাঁদের আলাপ এবং তারপর থেকেই বিভিন্ন অনুষ্ঠানে অভিমুন্য এবং সোনালকে একসঙ্গে জায়গায় দেখা গেছে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement