Bollywood Celebrity Updates: দীর্ঘ বিরতির পর কামব্যাক, ভাগ্য ফেরাতে কি সলমন খানের পথ অনুসরণ করলেন কিং খান?
Shah Rukh Khan: পাঁচ বছর পর শাহরুখ খান ফিরতে চলেছেন 'পাঠান' ছবির হাত ধরে। আর কামব্যাক করতে কি তিনি পথ অনুসরণ করলেন সলমন খানের?
মুম্বই: আগামী ২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে 'পাঠান'। দীর্ঘ পাঁচ বছর পর পর্দায় ফিরতে চলেছেন বলিউডের বাদশা শাহরুখ খান। তাঁকে শেষবার পর্দায় দেখা গিয়েছিল 'জিরো' ছবিতে। ক্যাটরিনা কাইফ ও অনুষ্কা শর্মার সঙ্গে তাঁকে দেখা যায়। কিন্তু বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে সেই ছবি। 'জিরো'র চূড়ান্ত ব্যর্থতার পর রুপোলি পর্দা থেকে বিরতি নেন কিং খান। পাঁচ বছর পর তিনি ফিরতে চলেছেন 'পাঠান' ছবির হাত ধরে। আর কামব্যাক করতে কি তিনি পথ অনুসরণ করলেন সলমন খানের?
">
সলমনের পথে হাঁটলেন শাহরুখ খান?
ইতিমধ্যেই নেট দুনিয়ায় মুক্তি পেয়েছে 'পাঠান' ছবির টিজার এবং প্রথম গান 'বেশরম রং'। যা রীতিমতো ঝড় তুলেছে। কিং খান ফের তাঁর রোম্যান্টিক অবতারে ম্যাজিক দেখাচ্ছেন। সঙ্গী হয়েছেন দীপিকা পাড়ুকোন। আর এই গানেই ধরা পড়ল এমন একটি জিনিস, যা নজর কেড়েছে নেটিজেনদের। সলমন খানও বেস কিছু ছবি ব্যর্থ হওয়ার পর যখন 'ওয়ান্টেড' ছবি দিয়ে কামব্যাক করেন, তখন, এই জিনিসটিরই শরণাপন্ন হন। আন্দাজ করতে পারছেন নিশ্চয়ই? সলমন খানের হাতে যে নীল পাথরটি দেখা যায়, এবার সেই পাথরটিই দেখা গেল শাহরুখ খানের গলায়। পাশাপাশি 'পাঠান' ছবিতে সলমন খানকে দেখা যেতে চলেছে ক্যামিও চরিত্রে। স্বাভাবিকভাবেই, নেটিজেনরা ইতিমধ্যেই মন্তব্য করছেন যে, কামব্যাকের জন্য এবং ভাগ্য ফেরাতে কি তাহলে ভাইজান এবং তাঁর নীল পাথরটিকেই লাকি চার্ম মনে করলেন কিং খান? উত্তর, সময় দেবে।
আরও পড়ুন - Pathaan: 'পাঠান' ছবির জন্য কত কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন শাহরুখ খান
প্রসঙ্গত, ইতিমধ্যেই বিভিন্ন সূত্রে জানা গিয়েছে যে, 'পাঠান' ছবির জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন শাহরুখ খান।
">