কলকাতা: একটা ত্রিকোণ প্রেমের গল্প, আর গুলি, বোমা, রক্ত। মুক্তি পেল মন্দীপ সাহা পরিচালিত নতুন ছবি 'ইস্কাবন' (Ishkaban)-এর ট্রেলার। ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করছেন সৌরভ দাস (Sourav Das), অনামিকা চক্রবর্তী (Anamika Chakraborty) ও সঞ্জু (Sanju)। এই প্রথম কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করছেন সঞ্জু। তাঁকে দেখা যাবে কর্নেল শিব-এর ভূমিকায়। অন্যদিকে অনামিকার চরিত্রের নাম গোলাপি ও সৌরভের চরিত্রের নাম সত্য। 


এই ছবির প্রেক্ষাপট জঙ্গলমহল। সেখানে থাকা মাওবাদী ও তাঁদের রাজনীতির গল্প বলবে 'ইস্কাবন'। পরিচালক মন্দীপ সাহা বলছেন, 'জঙ্গলমহলের গোলবিবি বাজার নামক একটি এলাকার গল্প বলবে এই ছবি। সেখানকার স্থানীয় নেতা নরেনজী কীভাবে তাঁর নিজের দল তৈরি করে ও পুলিশদের সঙ্গে লড়াই করে সেই গল্পই তুলে ধরা হবে ছবি জুড়ে। তবে এই ছবির প্রেক্ষাপট কেবল রাজনীতি ও লড়াই নয়, ছবির সিংহভাগ জুড়ে রয়েছে প্রতিহিংসা ও প্রেমের গল্প। এক মাওবাদী গ্রাম, তাঁদের জীবনযাত্রা ও রাজনীতির প্রেক্ষাপটে গোলাপি ও কর্নেল শিবের প্রেমই এই ছবির মূল উপজীব্য।'


সদ্য মুক্তি পাওয়া ছবির ট্রেলার দেখেও অবশ্য আঁচ করে দেওয়া যায় গল্পের কিছুটা অংশ। সত্য ও গোলাপি একটি গ্রামের বাসিন্দা। গোলাপির ওপর সত্যর যে দুর্বলতা রয়েছে ট্রেলারে সেই ইঙ্গিত স্পষ্ট। মাওবাদী কার্যকলাপ রুখতে উপরমহল থেকে সেই গ্রামে পাঠানো হয় কর্নেল শিবকে। কিন্তু সেখানে এসে গোলাপির প্রেমে পড়ে শিব। গোলাপিও দুর্বল হয়ে পড়ে শিবের ওপর। পরিস্থিতি আঁচ করতে পেরে প্রতিহিংসায় পাগল হয়ে শিবকে অপহরণ করে সত্য। তারপর? গুলি, বোমা বন্দুক, কান্না... গল্প লুকিয়ে ইস্কাবন এর ভাঁজে ভাঁজে।


'তোমার স্ত্রী হওয়ার চেয়ে বড় সুখানুভূতি আর নেই', রাজকুমারকে আবেগ-পত্র পত্রলেখার 


এসএমডি এন্টারটেনমেন্টের ব্যানারে মুক্তি পাচ্ছে এই ছবি। ছবির গল্প লিখেছেন রাধামাধব মণ্ডল। ছবিতে একটি গান গেয়েছেন সঙ্গীতশিল্পী নচিকেতা। তিনি ছাড়াও এই ছবিতে গান গাইতে শোনা যাবে রুপঙ্কর বাগচি, অন্বেষা দত্তগুপ্তের মত শিল্পীকে। ছবির চিত্রনাট্য লিখেছেন অর্ণব ভৌমিক ও অনিন্দ্য মুখোপাধ্যায়।