সলমন খানের সঙ্গে প্রথম সাক্ষাতের অভিজ্ঞতা কেমন ছিল রণবীর সিংহের?

কুইজ শো 'দ্য বিগ পিকচার'-র মাধ্যমে দর্শকদের প্রশংসা পেতে শুরু করেছেন রণবীর সিংহ। এদিন ভাইজানকে সামনে পেয়ে তিনি জানালেন কেমন ছিল সেই অভিজ্ঞতা যেদিন তাঁর সঙ্গে প্রথমবার সলমন খানের দেখা হয়।

Continues below advertisement

মুম্বই: সলমন খান (Salman Khan)। রণবীর সিংহ (Ranveer Singh)। দুজনেই বলিউডের অত্যন্ত জনপ্রিয় অভিনেতা। যদিও সলমন খান দীর্ঘ অনেকগুলো বছর ধরে টলিউড সুপারস্টারের শিরোনাম ধরে রেখেছেন। অন্যদিকে, রণবীর সিংহ সলমন খানের তুলনায় কম দিন ইন্ডাস্ট্রিতে থাকলেও ইতিমধ্যেই দর্শকদের মনের মণিকোঠায় পৌঁছে গিয়েছেন। আবার দুই অভিনেতাই ছোট পর্দাতেও সঞ্চালনার মাধ্যমে দর্শকদের মন জিতে নিয়েছেন। এক্ষেত্রেও সলমন খান অনেকটাই এগিয়ে থাকবেন রণবীর সিংহের তুলনায়। তিনি দীর্ঘদিন ধরে টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি শো 'বিগ বস'-র সঞ্চালনা করছেন। আর রণবীর সিংহ হালফিলে টেলিভিশনে তাঁর নতুন কুইজ শো 'দ্য বিগ পিকচার' নিয়ে এসেছেন। ফলে বড় পর্দা হোক কিংবা ছোট পর্দা, দুজনেই খুবই জনপ্রিয় অভিনেতা। সম্প্রতি আগামী ছবি 'অন্তিম- দ্য ফাইনাল ট্রুথ'-র প্রোমোশনের জন্য সলমন খান এবং আয়ুষ শর্মা রণবীর সিংহের কুইজ শো 'দ্য বিগ পিকচার'-এ এসেছিলেন। সেখানেই রণবীর সিংহ ফাঁস করলেন, তাঁর সঙ্গে বলিউড ভাইজানের প্রথম সাক্ষাতের অভিজ্ঞতা।

Continues below advertisement

কুইজ শো 'দ্য বিগ পিকচার'-র মাধ্যমে দর্শকদের প্রশংসা পেতে শুরু করেছেন রণবীর সিংহ। এদিন ভাইজানকে সামনে পেয়ে তিনি জানালেন কেমন ছিল সেই অভিজ্ঞতা যেদিন তাঁর সঙ্গে প্রথমবার সলমন খানের দেখা হয়। 'রকি অউর রানি কি প্রেম কাহানি' অভিনেতা রণবীর সিংহ জানান, তাঁর স্কুল জীবনে একবার সলমন খানকে সামনে থেকে দেখেছিলেন তিনি। তিনি যে স্কুলে পড়াশোনা করতেন, সেই স্কুলেই পড়তেন ভাইজানের বোন অর্পিতা। স্কুলের কর্তৃপক্ষের অনুরোধে একবার একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন সলমন খান। তাঁর পরণে ছিল হাফ হাতা সাদা টি শার্ট এবং জিনস প্যান্ট।

আগামী ২৬ নভেম্বর মুক্তি পেতে চলেছে সলমন খান, আয়ুষ শর্মা অভিনীত 'অন্তিম - দ্য ফাইনাল ট্রুথ'। তার আগে আগামীকাল মুক্তি পেতে চলেছে ভাইজানের ছবির নতুন গান 'কোই তো আয়েগা'। যেখানে সলমন খানকে ফের অনেকদিন পর অ্যাকশন অবতারে দেখা যেতে চলেছে। পাশাপাশি 'টাইগার থ্রি'-র মতো বেশ কিছু ছবি রয়েছে ভাইজানের হাতে।

আরও পড়ুন - অ্যাকশন রূপে হাজির সলমন খান, 'অন্তিম' ছবির নতুন গানের টিজার দেখেছেন?

অন্যদিকে, রণবীর সিংহের হাতেও এই মুহূর্তে একাধিক ছবির কাজ। খুব শীঘ্রই তাঁকে দেখা যাবে 'এইট্টি থ্রি', 'জোয়েসভাই জোরদার', 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবির মতো বেশ কিছু ছবিতে।

Continues below advertisement
Sponsored Links by Taboola