কলকাতা: এর আগের দিন এই একই বিষয় নিয়ে হাসিতে ফেটে পড়েছিল লোকসভা সংসদ। যে দুজনের মধ্যে কথোপকথন, অর্থাৎ জয়া বচ্চন (Jaya Bacchan) আর জগদীপ ধনকরের (Jagdeep Dhankhar) মুখেও ছিল হাসি। 'জয়া অমিতাভ বচ্চন'  কথাটা নিয়ে, আগেরদিন সংসদ ছিল খুব হালকা চালেই। তবে আজ, সেই একই বিষয় নিয়ে বদলে গেল সুর! কার্যত বাকবিতণ্ডায় জড়ালেন জয়া বচ্চন ও জগদীপ ধনকড়। 


ঘটনার সূত্রপাত এই 'জয়া অমিতাভ বচ্চন' শব্দটা নিয়েই। লোকসভায় জয়া বচ্চন এর আগেই জানিয়েছিলেন, 'জয়া অমিতাভ বচ্চন' ডাক নিয়ে আপত্তি রয়েছে তাঁর। তিনি একজন আলাদা ব্যক্তি এবং তাঁকে শুধু জয়া বচ্চন বলে ডাকলেই তিনি খুশি হবেন। তবে এরপরে, তিনি নিজেকে 'জয়া অমিতাভ বচ্চন' বলেই উল্লেখ করে নিজের বক্তব্য শুরু করেছিলেন জয়া। তাঁর মুখে ছিল হাসি। জয়ার কথা বলার ধরণ শুনে হেসে ফেলেন ধনকড়ও। তবে আজ সম্পূর্ণ বদলে গেল ছবিটা। 


আজ লোকসভায় বক্তব্য় রাখার সময় জগদীপ ধনকড় বলেন, 'এই বিষয়ে শেষ বক্তা জয়া অমিতাভ বচ্চন।' এই কথা শুনে উঠে দাঁড়িয়ে জয়া বচ্চন বলেন, 'আমি জয়া অমিতাভ বচ্চন আপনাকে এই কথা বলতে চাই যে.. আমি একজন শিল্পী। আমি মুখের ভাব পড়তে পাড়ি। শরীরী ভাষাও বুঝি। স্যার আমায় ক্ষমা করবেন.. কিন্তু আপনার কথা বলার টোন (ধরণ) আমি মানতে পারলাম না। আপনি ওই চেয়ারটায় বসে থাকলেও, আমরা সহকর্মী।' এরপরে জয়া বচ্চনকে নিজের জায়গায় বসতে বলেন তিনি। চিৎকার-চেঁচামেচি থামিয়ে দিয়ে ধনকড় বলেন, 'জয়াজী, আমি মেনে নিচ্ছি আপনি একটা দুর্দান্ত ব্যক্তিত্ব অর্জন করেছেন। কিন্তু আপনি ভুলে যাচ্ছেন, একজন অভিনেতা পরিচালকদের কথা মতো অভিনয় করে। এখান থেকে আমি যা দেখি, আপনি তা দেখতে পান না। আমি রোজ সবকিছু শেখাতে চাই না। আর আপনি আমার টোনের কথা বললেন? আপনি একজন তারকা হতে পারেন, কিন্তু আপনাকে নিয়ম মানতে হবে। সবসময় এমন ভাববেন না যে সম্মান আপনার একার রয়েছে। সম্মান আমাদের সবার রয়েছে।'


 






এই ঘটনার পরে, অধিবেশন ছেড়ে বেরিয়ে আসেন জয়া বচ্চন। তাঁর দাবি, জগদীপ ধনকড় অসাংবিধানিক শব্দ ব্যবহার করেছেন আর এবার তাঁকে ক্ষমা চাইতে হবে।


 






আরও পড়ুন: Soumitrisha Kundoo: দেখা হয় না দীর্ঘদিন, সায়ককে আনফলো করে ফের বিতর্কে সৌমিতৃষা?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।