এক্সপ্লোর
২০২০-র ডিসেম্বর থেকে পরপর মুক্তি পাবে জেমস ক্যামেরনের অবতার-এর ৪টি সিকোয়েল
মুম্বই: অবতার ফ্যানদের জন্য খুশির খবর। পরিচালক জেমস ক্যামেরন অবতার-এর ফেসবুকে জানিয়েছেন, ছবির বহু প্রতীক্ষিত সিকোয়েলগুলি মুক্তি পাবে ২০২০-র শেষ থেকে। ২০০৯-এ মুক্তি পায় সুপার ডুপার হিট ছবি অবতার। তার প্রথম সিকোয়েল আসছে ২০২০-র ডিসেম্বরে, পরেরগুলি ২০২১ থেকে ২০২৫-এর মধ্যে।
প্রতিটি ছবিই হবে স্বয়ংসম্পূর্ণ, সবগুলি মিলিয়ে তৈরি হবে গোটা একটি কাহিনী। বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন





















