কলকাতা: তাঁরা দুজনেই অন্ধ শাহরুখ (Shah Rukh Khan) অনুরাগী। আর তাই কলকাতায় 'ফার্স্ট ডে ফার্স্ট শো' দেখার সুযোগ মিস করতে চাননি তাঁরা। কিন্তু সকাল থেকেই বৃষ্টি, আকাশের মুখ ভার। তাতে কি? ভোর পাঁচটার শো-দেখতে নিউটাউনে পৌঁছে গিয়েছিলেন টলিউডের তারকা দম্পতি নীল ভট্টাচার্য্য (Neel Bhattacharya) ও তৃণা সাহা (Trina Saha)। আজ তাঁদের কোনও তারকাদ্যুতি নেই, রাজনৈতিক পরিচিতি নেই... সবার সঙ্গে মিলে আজ তাঁরা কেবল শাহরুখ অনুরাগী। 


ফার্স্ট শো-শেষ হয়ে গিয়েছে ইতিমধ্যেই। কেমন লাগল ছবি? এবিপি লাইভকে (ABP Live)-কে তৃণা বলছেন, 'চিত্রনাট্য থেকে শুরু করে অ্যাকশন.. সবকিছুতে 'পাঠান'-এর তুলনায় আরও টানটান 'জওয়ান'। গল্প বলে স্পয়েলার দিতে চাই না.. তবে এটুকু বলতে পারি, নয়নতারা (Nayantara) থেকে শুরু করে দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), বিজয় সেতুপতি (Vijay Setupati).. প্রত্যেকের আলাদা আলাদা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আর শাহরুখকে নিয়ে কী বলব! শাহরুখ ওয়াইনের মতো.. যত বয়স বাড়তে, ততই যেন দ্যুতি বাড়ছে। আরও আরও আকর্ষণীয় হয়ে উঠছেন কিং খান। আমি তো বরাবরের শাহরুখপ্রেমী। তবে 'জওয়ান' দেখে যেন নতুন করে প্রেমে পড়লাম।'


এ তো গেল তৃণার কথা। আর স্ত্রীকে শাহরুখ প্রেমে হাবুডুবু খেতে দেখে কী শান্তই ছিলেন নীল? হাসতে হাসতে তৃণা বললেন, 'ও আমার থেকে বেশি পাগলামি করেছে।' তৃণার কথার সূত্র ধরে নীলই বললেন বাকিটা। 'শাহরুখের অ্যাকশন দেখে অভিভূত আমি। দুর্দান্ত লেগেছে 'জওয়ান'। যাঁরা 'পাঠান' দেখে মুগ্ধ হয়েছিলেন, তাঁদের বলব, 'জওয়ান' কিন্তু মাস্ট ওয়াচ। আমি আর তৃণা দুজনই তো 'বাদশা'-র ফ্যান। ফলে ফার্স্ট ডে ফার্স্ট শো মিস করা যেত না একেবারেই।'


শেষে তৃণা গলায় মুগ্ধতা নিয়ে বললেন, 'আমাদের খুব ঘনিষ্ঠ কয়েকজন বন্ধুদের সঙ্গে গিয়েছিলাম দেখতে। আমরাও 'জিন্দা বান্দা'-য় গলা ফাটালাম, শাহরুখের নামে স্লোগান দিলাম... আর আমরা তারকা নয়, এক্কেবারে আর পাঁচ জনের মতোই শাহরুখ ফ্যান। আজকের তারকা একজনই.. শাহরুখ খান।'


অন্যদিকে, কলকাতার বিভিন্ন প্রেক্ষাগৃহ ঘুরে দেখেছে এবিপি লাইভ। প্রেক্ষাগৃহের বাইরে শাহরুখের ছবিকে মালা পরিয়ে, 'জিন্দা বান্দা'-য় সংলাপ বলে মেতে উঠলেন সবাই। শাহরুখের একাধিক অনুরাগী তো এক একটা প্রেক্ষাগৃহের গোটা-শো-এর টিকিটই কিনে ফেলেছেন। তবে যে উন্মাদনা এতদিন প্রকাশ পাচ্ছিল কেবল সোশ্যাল মিডিয়ায়, আজ তা কার্যত নেমে এসেছে রাস্তায়। বৃষ্টির চোখরাঙানিকে থোড়াই কেয়ার করে আজ হলমুখী কলকাতা। সৌজন্যে, শাহরুখ খান। 


আরও পড়ুন: Jawan Review: কলকাতা থেকে শুরু করে অন্যান্য শহর.. 'পাঠান'-কে টেক্কা দিচ্ছে 'জওয়ান'? খোঁজ নিল এবিপি লাইভ