কলকাতা: ফের কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly)। ফের আরও এক সম্পর্কের গল্প। অভিনয়ে চূর্ণি গঙ্গোপাধ্যায় (Churni Ganguly), জয়া আহসান (Jaya Ahsan) ও কৌশিক সেন (Kaushik Sen)। ছবির নাম 'অর্ধাঙ্গিনী' (Ardhangini)।


এই ছবি প্রাক্তন ও বর্তমানের সম্পর্কের দোটানার কথা তুলে ধরবে ছবির পর্দায়। স্বামী-স্ত্রীর সম্পর্কের সমীকরণ, প্রাক্তন আর বর্তমানের টানাপোড়েন, আর ভাঙা-গড়ার গল্প নিয়ে এগিয়ে যাবে এই ছবির গল্প। 'অর্ধাঙ্গিনী' নিয়ে কথা বলতে এবিপি লাইভের (ABP Live)-এর মুখোমুখি হয়েছিলেন জয়া আহসান। তাঁর চোখে, যুগের সঙ্গে ঠিক কতটা বদলে গিয়েছে স্বামী-স্ত্রীর সম্পর্কের সমীকরণ? জয়া বলছেন, 'বর্তমানে আমরা স্বামী-স্ত্রীদের মধ্যে যে যে সমস্যাগুলো দেখি, সেটা হয়তো স্বামী বা স্ত্রী সম্পর্কের সমস্যাগুলোর কথা প্রকাশ্যে বলেন বলে আমরা জানতে পারি। সশরীরে হয়তো তাঁদের বিচ্ছেদটা আমরা দেখতে পারি। বিভিন্ন সমস্যা, বনিবনা না হওয়া, এগুলো আগেও ছিল। কিন্তু তখন মানুষ হয়তো অন্যের দিকে তাকিয়ে, সমাজের দিকে তাকিয়ে একসঙ্গে থেকে যেতেন, জীবনটা কাটিয়ে দিতেন। আমি স্বামী-স্ত্রীর সম্পর্কের বিষয়ে খুব একটা বিস্তারিত কিছু বলতে পারব না। তবে, আমার সঙ্গে সহজে কারও সম্পর্ক খারাপ হয় না। আমি সবসময় শেষপর্যন্ত চেষ্টা করি একটা সম্পর্ককে বাঁচিয়ে রাখার জন্য। অন্য তরফ থেকে যদি সম্পর্ক শেষ না করে দেওয়া হয়, আমি সবসময় সম্পর্ক ভাল রাখাতেই বিশ্বাসী। আমি চাই, সম্পর্ককে চিরজীবন লালন করতে। আমি সম্পর্কের মূল্যায়ন করতে জানি, বলা ভাল করতে চাই। ভুল বোঝাবুঝি তো থাকবেই। তবে আমি বিশ্বাস করি, কোনও মানুষকে ভালবাসলে, তার খারাপটাকেও ভালবাসব। কোনও মানুষের ভাল সময়ে পাশে থাকলে, খারাপ সময়ও থাকব, এটাই আমার বিশ্বাস।'


জয়া ব্যক্তিগত জীবনে পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালবাসেন। তার প্রমাণ অবশ্য পাওয়া যায় অভিনেত্রীর প্রোফাইলে এক ঝলক চোখ রাখলেই। কখনও শ্যুটিংয়ের ব্যস্ততায় পরিবারের সঙ্গে কাটানোর জন্য সময় কম পড়েছে? জয়া বলছেন, 'হামেশাই হয়। কোনও নিমন্ত্রণে না যেতে পারলে ভীষণ মন খারাপ হয়।'


কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে এর আগেও কাজ করেছেন জয়া। অভিনেত্রী বলছেন, 'কৌশিকদার লেখনীশক্তি অসাধারণ। চিত্রনাট্যের সঙ্গে যদি জীবনের মিল নাও থাকে, তাহলেও অভিনয় বেরিয়ে আসবেই। আর এত ভাল সহ অভিনেতা অভিনেত্রী থাকলে এমনই অভিনয় ভাল হয়ে যায়।'


আরও পড়ুন: Jamun Health Benefits: কমায় ওজন, ভাল রাখে হৃদযন্ত্র, জামের আর কী কী পুষ্টিগুণ রয়েছে?


আরও পড়ুন: Natural Sweetener: চিনির পরিবর্ত হিসেবে খাবারে যোগ করতে পারেন এইসব 'ন্যাচারাল সুইটনার'